আম্পায়ারদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ! হেলমেট মাথায় দিয়ে ব্যাটিং নয়। বরং সব ফিল্ডার হেলমেট পরে ফিল্ডিং করলেন শনিবার সিএবি লিগে কুমোরটুলি-পাইকপাড়া ম্যাচে। টালা পার্কের এবড়োবেড়ো আউটফিল্ডে আম্পায়ারদের ম্যাচ শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে আট জন ফিল্ডারকে হেলমেট পরিয়ে মাঠে নামায় কুমোরটুলি!
এ দিন কুমোরটুলি ক্রিকেটাররা অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে দেখেন, আউটফিল্ডের অবস্থা শোচনীয়। দুই আম্পায়ার অভীক বসু এবং দেবতোষ মুস্তাফিও ধন্ধে পড়ে যান খেলা চালু করা নিয়ে। প্রস্তাব দেওয়া হয়, বাউন্ডারির মাপ কমিয়ে ম্যাচ করানোর। কিন্তু তা সিএবি-র আইনবিরুদ্ধ। শেষ পর্যন্ত ওই অবস্থাতেই ম্যাচ চালুর নির্দেশ দেন আম্পায়াররা। তার পরই গণ্ডগোলের শুরু। মাঠের ভেতর ম্যাচ-পূর্ব ফিল্ডিং প্র্যাক্টিসে আঙুল ভাঙে কুমোরটুলির রূপম সাহা-র। ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান কুমোরটুলির সঞ্জীব শাসমল। এর পরেই কুমোরটুলি তাদের ফিল্ডারদের হেলমেট পরিয়ে দেয়। |
শনিবার টালা পার্ক মাঠের ছবি তুলেছেন শঙ্কর নাগ দাস। |
কেন এই সিদ্ধান্ত? উত্তেজিত কুমোরটুলি কোচ প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উত্তর, “কারও মাথায় লাগলে কী হত? আর যারা চোট পেল তাদের দায় কে নেবে?” অবস্থা বুঝতে তড়িঘড়ি সিএবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অমিয় আঢ্যকে পাঠানো হয় মাঠে। তাঁর কথায়, “ম্যাচের দিনক্ষণ বদল করা সম্ভব ছিল না। পাইকপাড়ার কর্তারা মাঠের এই অবস্থার কথা জানায়নি।” তা হলে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে? সিএবি কর্তা বললেন, “পাইকপাড়াকে শুধু সতর্ক করা হবে।” সিএবির যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বললেন, “আগে আম্পায়ারদের রিপোর্ট পাই। তার পর দেখছি।” যদিও ময়দানে প্রশ্ন উঠছে, সিএবি ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত রায়ের ক্লাব পাইকপাড়াকে আড়াল করার চেষ্টা হচ্ছে কি না? এমনও শোনা যাচ্ছে, সিএবি-র দুই বড়মাপের কর্তার নির্দেশে খেলা চালু করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। ম্যাচে পাইকপাড়া তোলে ৩৭২। |