টুকরো খবর
প্রয়াগও পয়েন্ট হারাল

স্পোর্টিং ক্লুব-২ (কালু, মোগা)
প্রয়াগ ইউনাইটেড-২ (জেমস, বেলো-পেনাল্টি)
ভাল একটা ম্যাচ জেতার পরই প্রয়াগ ইউনাইটেড ফের হারিয়ে যায়। আই লিগে রবিবার তাদের সেই ট্র্যাডিশান বজায় থাকল। কলকাতা থেকে গোয়ার ক্লাবের পয়েন্ট চুরিও অব্যাহত। চৌম্বকে এটাই ছিল সরস্বতী পুজোর দিনে যুবভারতীর ছবি। শেষ বাঁশির পর নিরামিষ ম্যাচে আমদানি হল উত্তেজনা। ড্রেসিংরুমে ফেরার পথে স্পোর্টিংয়ের আদিল খান রেফারি মাঘো সিংহকে গিয়ে ধাক্কা মারেন। পেনাল্টি না-পাওয়ার রাগ মেটাতে। মাঘো তাঁকে হলুদ কার্ড দেখানোর পর ফের আদিল তেড়ে যান রেফারির দিকে। এ বার লাল কার্ড। মাঘোদের রক্ষায় মাঠে নামতে হয় পুলিশকেও। জানা গিয়েছে, ম্যাচ কমিশনার গুলাব চৌহান কড়া রিপোর্ট দিচ্ছেন। শুরু থেকে প্রয়াগ আক্রমণ চালালেও গোল করতে পারেননি ভিনসেন্টরা। সহজ সুযোগগুলো তাঁরা নষ্ট করলেন। উল্টো দিকে আধ ঘণ্টার মাথায় কালুর গোলে এগিয়ে যায় স্পোর্টিং-ই। বিরতির পর ছন্দে ফেরে প্রয়াগ। ১-১ হয় জেমসের গোলে। যা করা উচিৎ ছিল অনেক আগেই। ঠাট্টার সুরে প্রয়াগ কোচ সঞ্জয় সেনকে বলতেও হল, “গোল মিসের ছবিগুলো আর্ট গ্যালারিতে সাজিয়ে রাখা যায়।” জেমসের গোলের মিনিট দুয়েকের মধ্যেই জোসিমারকে ফাউল করায় পেনাল্টি পায় প্রয়াগ। ২-১ করেন বেলো রজ্জাক। এর পরেই রেফারির সঙ্গে তর্ক করে দু’নম্বর হলুদ কার্ড দেখেন স্পোর্টিংয়ের মার্টিন্স জোভেল। দশ জনেও রক্ষণাত্মক হয়নি স্পোর্টিং। ফল তারা পেয়ে যায় ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে। বেলোর বদলি হিসাবে নামা জাস্টিনের ভুলে বল পেয়ে গোল করে যান মোগা। পয়েন্ট নষ্টের জন্য প্রয়াগ কোচ দায়ী করছেন তাঁর গোলকিপার অভিজিৎ মণ্ডলকেও।

শারাপোভাকে ডোবাচ্ছে মানসিকতা
ট্রফি নিয়ে লকার রুমে আজারেঙ্কা। ছবি: গেটি ইমেজেস
বিশ্ব টেনিসের সবচেয়ে সরব ম্যাচে ভিক্টোরিয়া আজারেঙ্কা ০-২ পিছিয়ে, পরের ১৩টা গেমের ১২টা জিতে গ্ল্যামার গার্ল শারাপোভাকে ৬-৩, ৬-০ হারিয়ে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হল। জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেই মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরও হল আজারেঙ্কা। ফাইনালে শারাপোভা উড়ে গেলেও শট মারার সময় তীব্র আওয়াজ করায় প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিল। আজারেঙ্কার ঘোঁতঘোঁতানির আওয়াজ বেশি হলেও শারাপোভার একটা সুরেলা ব্যাপার আছে। কিন্তু একজন চ্যাম্পিয়ন প্লেয়ার হওয়া সত্ত্বেও ফাইনালের বড় মঞ্চে ইদানীং কেমন কুঁকড়ে থাকছে ও। বেলারুশের আজারেঙ্কা ওর অভ্যাস মতো বড় ম্যাচ খেলার আবেগ সামলাতে না পেরে যথারীতি নড়বড়ে ভাবে শনিবারও শুরু করেছিল। কিন্ত শারাপোভা সেই সুযোগটাও নিতে পারেনি। সে কারণে লোকে ওর মানসিক গঠন নিয়ে প্রশ্ন তুলতেই পারে। যতই টেনিসমহলের ‘হাটথ্রব’ হোক না কেন! আজারেঙ্কা বরং সত্যিকারের বড় ম্যাচে পিছিয়ে পড়া সত্ত্বেও একটুও না ঘাবড়ে শীর্ষ মানের টেনিস খেলল। স্কিলের চেয়েও বেশি মনের সাহসই আজ ওকে চ্যাম্পিয়ন করল। এক সপ্তাহ আগেই জেতা সিডনির খেতাব ওর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলেছিল। আশা করব আজারেঙ্কা সামনের অনেক বছর এক নম্বর আসনে থাকবে। পুরুষ সার্কিটের মতো মেয়েদেরও টেনিসেও ধারাবাহিকতা দরকার। একজন শক্তিশালী এক নম্বরের দরকার। আজারেঙ্কার মধ্যে সেই মনোভাব আছে।

৭২-এই শেষ ইংল্যান্ড
ইংল্যান্ডকে মাত্র ৭২ রানে অলআউট করে দ্বিতীয় টেস্ট ও সিরিজ জিতল পাকিস্তান। তারা জিতল ৭২ রানে। তিন টেস্টের সিরিজে পাকিস্তান এগিয়ে ২-০। শনিবার ইংল্যান্ডের সামনে জেতার জন্য লক্ষ্য ছিল ১৪৫। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর মূলত বাঁ-হাতি আবদুর রেহমানের (৬-২৫) স্পিনেই। রেহমানের স্পেলও তাঁর কেরিয়ারের সেরা। তার আগে মন্টি পানেসারের (৬-৬২) স্পিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৪ রানে। নিউজিল্যান্ডের রেকর্ড: নেপিয়ারের একমাত্র টেস্টে জিম্বাবোয়েকে নিউজিল্যান্ড হারাল এক ইনিংস ও ৩০১ রানে। নিউজিল্যান্ডের এটাই রেকর্ড ব্যবধানে টেস্ট জয়। তৃতীয় দিনে জিম্বাবোয়ে দু’বার অলআউট হয় ৫১ ও ১৪৫ রানে।

পা ভাঙল অভ্র-র
শনিবার শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে পা ভাঙল অভ্র মণ্ডলের। ডান পায়ের সিন বোন ভাঙায় মনে করা হচ্ছে অনেক দিনের জন্যই মাঠের বাইরে থাকতে হবে অভ্রকে। মাঠ থেকে শিলংয়ের হাসপাতেল নিয়ে গেলে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। রবিবার তাঁকে কলকাতায় আনা হচ্ছে। পুণের ম্যানেজার অশোক কুমারের কথায়, যদি অনন্ত যোশী অস্ত্রোপচার করেন তা হলে মুম্বইতে নিয়ে যেতে হবে। এ দিকে, পুণে এফ সি-র গোলকিপার-সমস্যা রয়েই গেল। সুব্রত পালের চোট পেয়ে সরে যাওয়ায় শাহিনলাল আসেন প্রথম দলে। তিনিও চোট পেলে ইস্টবেঙ্গল থেকে অভ্রকে নিয়ে যায় পুণে এফসি।

দিন্দার ৪ উইকেট
দলীপ ট্রফির শেষ চারের আশা জিইয়ে রাখল পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চলের ৩১৪-এর জবাবে পূর্বাঞ্চল ১৮৩-৪। অধিনায়ক নটরাজ বেহেরা অপরাজিত ১০২ রানে। তাঁর সঙ্গে এক রানে ক্রিজে আছেন বাংলার উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী। শনিবার সকালে অশোক দিন্দা (৪-৮৫) তুলে নেন পশ্চিমাঞ্চলের দু’টি উইকেট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.