ভারতেও কিন্তু ওরা ০-২ হেরেছিল: সহবাগ
অবসরের সিদ্ধান্ত নিইনি, বললেন দ্রাবিড়
ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের কারও এখন অবসরের কোনও ভাবনা নেই বলে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। ০-৪ কেলেঙ্কারি আছড়ে পড়ার পরেও নয়। কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমে লেখালেখি চলছিল যে, সিনিয়র ক্রিকেটারদের এ বার বিদায়ের সময় হয়ে গিয়েছে।
কিন্তু এ দিন রাহুল দ্রাবিড় নিজেই বলে দিয়েছেন, “কোনও সন্দেহ নেই যে, আমি কেরিয়ারের শুরুর দিকে নয়, শেষের দিকে এসে গিয়েছি। তবে অবসরের ব্যাপারে আমি কোনও সিদ্ধান্ত নিইনি। আর সেটার বোধহয় এখনই দরকারও নেই। কেননা সামনের সাত-আট মাস ভারতের কোনও টেস্ট ম্যাচ নেই। সুতরাং আমরা দেখব এর ভেতর কী দাঁড়ায়!”
হতাশ দ্রাবিড়। শনিবার।
মিডিয়ায় ভিভিএস লক্ষ্মণের সম্ভাব্য অবসর নিয়ে লেখালেখি প্রসঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে এক মুখপাত্র বলেন, “মিডিয়ায় যে সমস্ত কাহিনি বেরচ্ছে সেগুলো আমরা দেখেছি। বিশেষ করে ভারতীয় দলের এক সদস্যকে নিয়ে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিলেড টেস্টের পর অবসর নিচ্ছেন। আমরা এটুকু জানিয়ে দিতে পারি যে, এই কাহিনির মধ্যে কোনও সত্যতা নেই। ভারতীয় দলের কোনও প্লেয়ার এখন অবসর নিচ্ছেন না।”
ধোনির জায়গায় অ্যাডিলেডে নেতৃত্ব দেওয়া বীরেন্দ্র সহবাগও সাংবাদিক সম্মেলনে এসে একই কথা বলে যান। “আমিও এই ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই। এই দলে কারও অবসর নেওয়ার প্রয়োজন পড়েনি। আমি নিশ্চিত যখন দরকার পড়বে ওরা নিজেরাই সবথেকে ভাল সেটা বুঝবে আর সিদ্ধান্তটা নেবে।” ০-৪ হার নিয়ে তিনি পাল্টা বলার চেষ্টা করেন, “ভুলে যাবেন না দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরাও কিন্তু ২-০ জিতেছিলাম। সেটাও দু’টেস্টের সিরিজ ছিল।” ভারতীয় ক্রিকেট জনতার কাছ থেকে সমর্থনের প্রার্থনা করেন সহবাগ। বলেন, “এই টিমটাই গত কয়েক বছর ধরে এত ভাল পারফর্ম করেছে। এটাই সময় মানুষের আমাদের পাশে দাঁড়ানোর।”
০-৪ বিপর্যয়ের ধাক্কায় ভারত আইসিসি টেস্ট ক্রমপর্যায়ে তিন নম্বরে নেমে গেলেও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন ধোনিও। “আমাদের পরের টেস্ট সিরিজ তো আবার সেই সেপ্টেম্বরে। এখনও অনেক সময় আছে।”

অ্যাডিলেডের স্কোর

অস্ট্রেলিয়া
প্রথম ইনিংস: ৬০৪-৭ ডিঃ

দ্বিতীয় ইনিংস: ১৬৭-৫ ডিঃ।

ভারত
প্রথম ইনিংস: ২৭২।
ভারত দ্বিতীয় ইনিংস (আগের দিন ১৬৬-৬)
ইশান্ত ক হাডিন বো হ্যারিস ২
ঋদ্ধিমান ক হাডিন বো সিডল ৩
অশ্বিন ন.আ. ১৫
জাহির ক ওয়ার্নার বো হিলফেনহস ১৫
উমেশ ক হাডিন বো লিয়ঁ ১
অতিরিক্ত
মোট ৬৯.৪ ওভারে ২০১।
পতন: ১৪, ৮০, ১০০, ১১০, ১৬২, ১৬৬, ১৬৬, ১৭০, ১৯৩।
বোলিং: হ্যারিস ১৯-৫-৪১-৩, হিলফেনহস ১১-২-৩৫-১, সিডল ১৪-৫-৪৭-১
লিয়ঁ ২১.৪-৪-৬৩-৪, হাসি ২-০-৩-০, ক্লার্ক ২-০-৯-০।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.