|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
নাচের ক্লাস, গানের ক্লাস, আঁকার ক্লাস আর পড়ার ক্লাস সব নিয়ে আমি হিমশিম খাচ্ছি। কোনওটা ছাড়তে চাই না, অথচ কোনও কিছু সময় মতো করে উঠতে পারি না। কী করব? সুদেষ্ণা লাহা। ষষ্ঠ শ্রেণি, বিনয়নগর বেঙ্গলি সি সে স্কুল, নতুন দিল্লি
সুদেষ্ণা, এতগুলো জিনিস একসঙ্গে সামলানো সত্যি মুশকিল। এখন তবু পারবে কিন্তু আরও উঁচু ক্লাসে উঠলে পড়াশোনাই তোমার অনেক বেশি সময় নিয়ে নেবে। তখন তোমায় ঠিক করতে হবে, কোনটা রাখবে, কোনটা ছাড়বে। আপাতত বলতে পারি, নিজেকে যদি খুব অনুশাসনের মধ্যে রাখতে পারো, তবেই সব কাজ সময় মতো করতে পারবে। অর্থাৎ খুব বেশি ইচ্ছে মতো গল্প করা, টিভি দেখা, ফোনে কথা বলা, ইত্যাদি কাজগুলো কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এই অনুশাসন নিজের উপর রাখলে তোমার সব কাজ হয়তো সময় মতো করতে পারবে। কী করবে, ভেবে দেখো।
আমি ক্লাসের মধ্যে একটু স্বাস্থ্যবান। তাই সকলে আমাকে ‘মোটা’ বলে রাগায়। আমার খুব খারাপ লাগে। কী করব? প্রবাহ পাল। ষষ্ঠ শ্রেণি, বিরহী নেতাজি বিদ্যাভবন, নদিয়া
প্রবাহ, তোমার সমস্যার দুটো সমাধান আছে। এক, তুমি কি সত্যিই মোটা? তা হলে রোগা হওয়ার চেষ্টা করো। দুই, তুমি রেগে যাও বলেই তো ওরা তোমায় রাগিয়ে মজা পায়। তুমি না রেগে ওদের সঙ্গে মিলে নিজেকে নিয়ে মজা করতে পারো তো। তা হলে ওরা আর তোমায় রাগাতে পারবে না।
স্কুলের প্রথম বেঞ্চে বসার জায়গা না পেয়ে আমাকে প্রায়ই শেষ বেঞ্চে বসতে হয়। ওখানে একটি ছেলে বসে, যে আমার টিফিন খেয়ে নেয় এবং আমাকে মারে। আমি কিছু বলতে পারি না। কী করব? সৌগত পাল। অষ্টম শ্রেণি, বর্ধমান টাউন স্কুল
সৌগত, প্রথমত, তুমি ছেলেটিকে কিছু বলতে পারো না কেন? চুপ করে মার খাও কেন? তোমার শ্রেণি-শিক্ষককে সব কথা জানাও, অথবা তোমার অভিভাবকদের বলো তাঁরা তোমার শ্রেণি-শিক্ষকের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন।
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|