টুকরো খবর
হানা রুখতে খাঁচা
চিতাবাঘের হানায় অতিষ্ট হয়ে পড়েছেন কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকেরা। শুক্রবার চা বাগানের সহকারি ম্যানেজার আরএ পাণ্ডে জানান, কয়েকদিন ধরে বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহের মধ্যে দুই গরু চিতাবাঘ মেরে ফেলেছে। বাগানের ছয় নম্বর সেকশনে ওই ঘটনা ঘটে। ঘন ঘন চিতাবাঘের আক্রমণের ঘটনা বেড়ে চলায় আতঙ্ক ছড়িয়েছে চা শ্রমিকদের মধ্যেয়। চিতাবাঘের উপদ্রব কমাতে বন দফতরকে এলাকায় খাঁচা পাতার জন্য বলার সিদ্ধান্ত নিয়েছে বাগান কর্তৃপক্ষ।

কালীঘাট-মামলায় নির্দেশ
কালীঘাট মন্দিরের পরিবেশ ও আদিগঙ্গা সংস্কারের বিষয়ে আর সময় দেওয়া যাবে না বলে জানাল হাইকোর্ট। সংশ্লিষ্ট সব পক্ষকে ১০ ফেব্রুয়ারি ওই মামলার কার্যকরী রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়। তা না হলে অন্য ব্যবস্থা নেবে আদালত। অন্যান্য শুনানির দিনের মতো শুক্রবারও বিভিন্ন পক্ষের তরফে একই ধরনের পরামর্শ এবং তা ঘিরে চাপান-উতোরে ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। কারণ, মন্দিরে পাণ্ডাদের অত্যাচার বন্ধ, আর্থিক স্বচ্ছতা, ভক্ত-সহায়ক পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনার পরেও মন্দিরের অবস্থায় পরিবর্তন আসেনি বলে মত আদালতের। পাশাপাশি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সুপারিশ অনুযায়ী আদিগঙ্গা সংস্কারে পুরসভা ও রাজ্য কী ব্যবস্থা নিয়েছে, তা ছ’সপ্তাহে জানাতে বলেছে হাইকোর্ট।

হনুমানের তাড়া খেয়ে মৃত্যু বৃদ্ধার
হনুমানের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। জখম হয়েছেন ১০-১২ জন। বেশ কয়েক দিন ধরে হনুমানের তাণ্ডব চলছে দাসপুরের বেনাই, নৈহাটি এবং আরিট গ্রামে। বৃহস্পতিবার নৈহাটি গ্রামের মাফিয়া বিবি (৬০) ছাদে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ে একাধিক হনুমান ছাদের উপরে উঠে তাড়া করলে তিনি নীচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মারা যান তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গত সাত দিন ধরে ২০-২২টি হনুমান গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। যখন-তখন বাড়িতে ঢুকে পড়ছে। নষ্ট করছে আলু, সব্জি । হনুমানের ভয়ে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন মহিলারা। শঙ্কিত শিশুরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি বন দফতরে জানানো হয়েছে।

পলিপ্যাক বাজেয়াপ্ত
বরাহনগর পুরসভায় ৪০ মাইক্রনের কম পলিপ্যাক নিষিদ্ধ হয়েছিল আগেই। তা সত্ত্বেও বিভিন্ন বাজার ও দোকানে তা ব্যবহার করা হচ্ছিল। শুক্রবার সকালে বরাহনগর পুরসভার পক্ষ থেকে বি টি রোডের নেতাজি কলোনি বাজারে হানা দিয়ে বহু পলিপ্যাক বাজেয়াপ্ত করা হয়। ক্রেতাদেরও সতর্ক করা হয়। পুর-সচিব সমীর বাগচী জানান, “প্রথম দিন বলে কারও জরিমানা করা হয়নি। কিন্তু ভবিষ্যতে জরিমানা করা হবে। ৪০ মাইক্রন ও ১২ ফুট বাই ১৬ ফুটের কম পলিপ্যাক বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেবেন পুর-কর্তৃপক্ষ।”

ফের চিতাবাঘের হানা
ফের চিতাবাঘ হানা দিল গুয়াহাটি শহরে। বুধবারের মতোই এ বারেও ঘটনাস্থল লখরা। তার হানায় জখম হলেন তিনজন। পুলিশ জানায়, লখরার লালুগাঁও এলাকায় আজ সকাল সাড়ে ৬টা নাগাদ বেরিয়ে আসে চিতাবাঘটি। এলাকার বেশ কিছু ঘরে হানা দেয় সে। মাফিজ আলি, আকলিমা বিবি ও শঙ্কর নাথ নামে তিন ব্যক্তি চিতাবাঘের আক্রমণে জখম হন। পরে বনবিভাগের কর্মী ও পশু চিকিৎসকরা এসে বাঘটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করেন। তাকে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। এক মাসের মধ্যে শহরে চিতাবাঘ বের হওয়ার এটি চতুর্থ ঘটনা। জখমদের মধ্যে আকলিমা বিবির আঘাত গুরুতর। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজ্জ্বল দেবের তোলা ছবি।

হাতির হামলা
বনকর্মীদের তাড়া খেয়ে বেলিয়াতোড় ছেড়ে বৃহস্পতিবার রাতে সোনামুখী পৌঁছল দলমার ১০০টি হাতি। পথে ভুলা, পাথরা, কল্যাণপুর গ্রামে তারা তাণ্ডব চালায়। ডিএফও (বাঁকুড়া উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “দলটিকে বিষ্ণুপুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.