|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
নিজস্ব আঙ্গিকে তৈরি ছবি |
মৃণাল ঘোষ |
|
সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে রীনা মুস্তাফি তাঁর ছবির অষ্টম একক প্রদর্শনী করলেন। শিরোনাম: ‘নেচারস্কেপ’। প্রকৃতি তাঁর ছবির বিষয়। কিন্তু নিসর্গকে তিনি স্বাভাবিকতায় রূপায়িত না করে বিমূর্তায়িত করেন। ক্যানভাসের উপর তেলরঙে স্প্যাচুলার মোটা স্ট্রোকে বর্ণ সংস্থাপন করেন। তাতে ঋজু ও বলিষ্ঠ এক ধরনের বুনোট তৈরি হয়। এই টেক্সচার নিয়ে তিনি অনেক দিন থেকে কাজ করে নিজস্ব এক আঙ্গিক পদ্ধতি তৈরি করার চেষ্টা করেছেন। তা এখন অনেক পরিশীলিত। এই আঙ্গিকে উজ্জ্বল বর্ণে তিনি গাছপালা, ঝোপঝাড়, ফুলের নানা সমারোহ ইত্যাদি রূপায়িত করেন। বিষয়কে ছুঁয়ে তাকে বিমূর্ত বোধে সঞ্জীবিত করাই তাঁর চিত্রকল্পের প্রধান উদ্দেশ্য।
|
প্রদর্শনী
চলছে
অ্যাকাডেমি: দেবব্রত দে, গণেশ দাস প্রমুখ ৩১ পর্যন্ত।
প্রসন্ন চৌধুরী ৩১ জানুয়ারি পর্যন্ত।
চিত্রকূট: বসন্ত পণ্ডিত ৩১ পর্যন্ত।
অরিন্দম চট্টোপাধ্যায় ৪ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ‘ওড়িশি’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
বেঙ্গল আর্ট গ্যালারি: ইলিনা বণিক ১৫ পর্যন্ত। |
|
|
|
|
|