টুকরো খবর
আরও সরল কর ব্যবস্থা চায় শিল্পমহল
নতুন সরকার ক্ষমতায় এসে কর আদায়ের ক্ষেত্রে যে অনলাইন ‘ই-ট্যাক্স’ পরিষেবা চালু করেছে, তাতে রাজ্যের বণিকমহলের একাংশ খুশি। তাঁরা চাইছেন, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কর ব্যবস্থায় আরও সরলীকরণের পাশাপাশি ই-গভর্ন্যান্স পরিষেবাকে বেশি গুরুত্ব দিক রাজ্য সরকার। বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠকে এ কথাই জানিয়ে এলেন। বাজেটের আগে ব্যবসায়ী-শিল্পপতিদের পরামর্শ নিতে ছোট-বড় প্রায় ১৯টি বণিকসভাকে এ দিন বৈঠকে ডেকেছিলেন অমিতবাবু। শিল্পমহলের প্রায় ৫৪ জন প্রতিনিধি ঘণ্টা তিনেক অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। অমিতবাবুর দাবি, “এই প্রথম বাজেটের আগে অর্থ দফতরের তরফে প্রতিটি বণিকসভাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এক মঞ্চে এসে নিজেদের মতামত পেশ করার জন্য। আলোচনা থেকে প্রায় ৭৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ আমি পেয়েছি। যা আগামী অর্থবর্ষের (২০১২-১৩) বাজেট তৈরিতে অর্থ দফতরকে অনেকটাই সাহায্য করবে।” অর্থমন্ত্রী এ দিন বলেন, কর জমা দিতে ব্যবসায়ীদের যাতে কোনও অসুবিধে না-হয়, অর্থ দফতরকে তা মাথায় রেখে চলতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে শিল্পপতিদের অভাব-অভিযোগ বুঝেই সরকারকে চলতে হবে। তা হলেই শিল্পের সম্প্রসারণ ও উন্নয়ন সম্ভব বলে অমিতবাবু মনে করেন। ফিকি, সিআইআই, বেঙ্গল চেম্বার অফ কমার্স, বেঙ্গল ন্যাশনাল চেম্বার, ইন্ডিয়ান চেম্বার, মার্চেন্ট চেম্বারের পাশাপাশি বাঁকুড়া-উত্তরবঙ্গের মতো জেলাস্তরের বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা এ দিনের বৈঠকে হাজির ছিলেন। বেঙ্গল ন্যাশনাল চেম্বারের সভাপতি তেজময় রায়চৌধুরী বলেন, “এই ধরনের খোলামেলা আলোচনায় আমরা খুশি। অর্থমন্ত্রীকে বলেছি কর আদায়ে প্রশাসনিক কড়াকড়ি কমিয়ে, সরল ব্যবস্থা নিয়ে আসতে। তাতে ব্যবসায়ী ও সরকার উভয়েই উপকৃত হবে।”

এফডিআই নিয়ে আশ্বাস মন্ত্রীর
বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে এগোতে বদ্ধপরিকর ভারত। শনিবার বিদেশি দুই বহুজাতিককে এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। জোট রাজনীতির বাধ্যবাধকতা ও বিরোধীদের চাপে এই বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শরিক তৃণমূল ও বিরোধীদের চাপে একই ছাদের তলায় বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয় সরকার। সুইৎজারল্যান্ডে বিশ্ব আর্থিক ফোরামের বৈঠকে যোগ দিতে এসেছেন আনন্দ শর্মা। সেখানেই ওয়ালমার্ট ও মেট্রোর কর্তাদের এই আশ্বাস দেন তিনি। ওই দুই সংস্থা জানিয়েছে, বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে তারা খুশি।

সব্জির হাত ধরে ফের দাম কমলো খাদ্যপণ্যের
এই নিয়ে টানা চার সপ্তাহ শূন্যর নীচেই রইল খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার। অর্থাৎ পর পর চার সপ্তাহে আগের বছরের একই সময়ের সাপেক্ষে দাম তো বাড়েইনি, বরং তা কমেছে। গত ১৪ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে খাদ্য সামগ্রীর দাম কমেছে ১.০৩%। আলু, পেঁয়াজ-সহ নানা সব্জির দাম কমাই যার কারণ। বিশেষজ্ঞদের দাবি, এই হার আরও কিছু দিন শূন্যের নীচে থাকারই সম্ভাবনা। যার সুযোগ নিয়ে মার্চের ঋণনীতিতে সুদ কমানোর কথা ভাবতে পারবে রিজার্ভ ব্যাঙ্ক। এ দিকে, বহু দিনের দাবি মেনে চিনির দাম নিয়ন্ত্রণমুক্ত করার বিষয়টি খতিয়ে দেখতে নিজের মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গড়েছেন প্রধানমন্ত্রী।

বেতন নিয়ে বৈঠক ব্যর্থ কোল ইন্ডিয়ায়
কর্মীদের বেতন-সহ বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ ও কর্মী ইউনিয়নের বৈঠক ভেস্তে গেল। দু’সপ্তাহ আগেই বেতন ও উৎসাহ ভাতা ২৫% বাড়াতে রাজি হয়েছিল সংস্থা। কিন্তু কর্মীরা দাবি করেছিলেন বেতন ২৫% বৃদ্ধির পাশাপাশি উৎসাহ ভাতা ৫০% এবং অবসরকালীন ভাতা ৩০% বাড়াতে হবে। তাঁদের এই দাবি যথেষ্ট বেশি এবং অযৌক্তিক বলে অভিযোগ করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এন সি ঝা। ফলে ব্যর্থ হয় এই দিনের বৈঠক।

আসানসোলে এমপি জুয়েলার্স
এম পি জুয়েলার্স অ্যান্ড কোম্পানির নতুন শো-রুমের উদ্বোধন হল আসানসোলে। প্রজাতন্ত্র দিবসে শহরের ঊষাগ্রাম এলাকায় এই শো-রুমের উদ্বোধন করেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়। শো-রুমটির দায়িত্বে থাকা রাজর্ষি রায়চৌধুরী জানান, সংস্থার ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজ্যের ১৬তম এই শো-রুমটি তৈরি করা হল আসানসোলে। শহরে এটাই সংস্থার প্রথম শো-রুম। হিরা ও সোনার গহনার উপরে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। রাজর্ষিবাবুর দাবি, আধুনিক গয়নার সম্ভারে শহরের মানুষের মন কাড়বে এই শো-রুম।

স্টেট ব্যাঙ্কের আশা
ইউরোপের আর্থিক পরিস্থিতির উন্নতি হলে বিদেশের বাজার থেকে স্টেট ব্যাঙ্ক টাকা তুলতে পারে বলে জানালেন এমডি হেমন্ত কনট্রাক্টর। তিন-চার মাসের মধ্যেই তা করা হতে পারে বলে তাঁর দাবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.