টুকরো খবর
ভল্ট কেটে লুঠ ২ লক্ষ
গ্যাস কাটার দিয়ে ব্যাঙ্কের ভল্ট কেটে প্রায় ২ লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরঙ্গপুর শাখায়। দুষ্কৃতীরা ব্যাঙ্কের নিচতলায় সিড়ির লোহার গেটের তালা ভেঙে ওপরে ওঠে। এর পরে ব্যাঙ্কের দোতলার আরেকটি দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে। ভল্ট কেটে ১ লক্ষ ৮৮ হাজার ৬৩৪ টাকা চুরি করে পালায় দলটি। বুধবার সকালে ব্যাঙ্কের এক কর্মী ব্যাঙ্ক খুলতে গিয়ে বিষয়টি টের পান। খবর দেওয়া হয় পুলিশকেও। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই শাখায় নৈশপ্রহরী নেই। ব্যাঙ্কে ‘সাইরেন সিস্টেমে’র পরিকাঠামো নেই। লাগোয়া এলাকায় কোনও জনবসতি না থাকায় বিষয়টি কেউ টের পাননি। ব্যাঙ্কের ওই শাখার ম্যানেডার বিজন বণিক পুলিশকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার নৈশপ্রহরী নিয়োগের কথা বলা হয়েছিল। সাইরেন সিস্টেম অটোমেটিক নয়। জেলা পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

এসপি-র কাছে বাবা
একাদশ শ্রেণির এক ছাত্রকে শিকল দিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্তদের ধরার দাবিতে সরব হলেন অভিভাবক। বালুরঘাট থানার বোয়ালদার অঞ্চলের বড় কাশিপুর এলাকার ঘটনা। বুধবার প্রহৃত ছাত্রের পরিবারের তরফে অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ ঘটনার তদন্তভার বালুরঘাট থানার আইসি শান্তনু কোয়ারের বদলে ডেপুটি পুলিশ সুপার (সদর) হরেকৃষ্ণ হালদারের হাতে তুলে দিয়েছেন। প্রহৃত ছাত্রের নাম রিপন চৌধুরী। গত ৩ জানুয়ারি প্রতিবেশী বাবু সরকার নামে দশম শ্রেণীর ছাত্রকে ক্রিকেট ব্যাট দিয়ে মারার অভিযোগ ওঠে রিপনের বিরুদ্ধে। এর প্রতিবাদে বাবুর অভিভাবকেরা রিপনকে গাছে বেঁধে বেধড়ক মারে বলে অভিযোগ। রিপনকে বালুরঘাট হাসপাতালে পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ভর্তি করানো হয়। রিপনের বাবা বিশ্বজিৎবাবুর অভিযোগ, “পুলিশ কোনও ব্যবস্থা করেনি। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।” অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ দাবি করেছে।

চাদর জড়িয়ে মৃত্যু

সেচের পাম্পসেটে চাদর জড়িয়ে মৃত্যু হয়েছে এক চাষির। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পন্ডিতপুর এলাকার ডাঙ্গাপাড়ায়। মৃতের নাম সুশান্ত মন্ডল (২৫)। জমিতে সেচ দিতে স্যালো মেশিন চালু করার সময় মেশিনে চাদর জড়িয়ে তিনি মাথায় আঘাত পান। ক্ষোভ। ৪ মাসের মাথায় কোচবিহার পলিটেকনিকের স্থায়ী অধ্যক্ষকে বদলির ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার নির্দেশ প্রত্যাহারের দাবিতে ছাত্র পরিষদের নেতৃত্বে কলেজের পড়ুয়ারা বিক্ষোভ দেখান। অধ্যক্ষ গৌতম বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার বান্দোয়ান পলিটেকনিকে অধ্যক্ষ হিসাবে বদলি হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.