টুকরো খবর
আর জি করে চন্দ্রিমা, ত্রুটি মিলল কি না মুখে কুলুপ
এম আর বাঙুর, বারাসত, চুঁচুড়া ইমামবাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই একের পর হাসপাতাল ঘুরে দেখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার তিনি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। ৩১ জানুয়ারি বর্ধমান জেলা হাসপাতাল এবং ৪ ফেব্রুয়ারি তিনি হাওড়া জেলা হাসপাতালে যাবেন বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একটানা পরিদর্শন চালিয়ে গেলেও কোন হাসপাতালের কোথায় কী ত্রুটি দেখছেন, এখনই তা জানাতে রাজি নন চন্দ্রিমাদেবী। এমনকী সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষকেও তিনি তা বলছেন না। এ দিন আর জি কর ঘুরে দেখলেও সেখানকার ত্রুটিবিচ্যুতি নিয়ে মুখ খোলেননি তিনি। কিন্তু তিনি ভুলত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছেন না কেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথায়, “এখন কিছুই বলব না। সব হাসপাতাল নিয়েই রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। সেই রিপোর্ট তৈরির কাজ চলছে। যা করার মুখ্যমন্ত্রীই করবেন।” এ দিন আর জি করে স্ত্রীরোগ ও শিশু বিভাগ এবং পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ইউনিটে যান চন্দ্রিমাদেবী। হাসপাতাল-কর্তৃপক্ষ তাঁকে কয়েকটি সমস্যার কথা জানিয়ে সেগুলির সমাধানে সাহায্য করার জন্য অনুরোধ করেন। মূলত চিকিৎসক ও চিকিৎসাকর্মী বাড়ানো এবং পরিকাঠামোর উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রের খবর, ট্রমা কেয়ার সেন্টার দ্রুত চালু করার জন্য টাকার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে মন্ত্রীকে। এ ছাড়া নিওনেটাল কেয়ার ইউনিটে শয্যা বাড়ানো, বার্ন ইউনিট চালু করা, ক্যাজুয়াল্টি ভবনের আরও একটি তলা বাড়ানোর কথাও বলা হয়। ওই হাসপাতালে গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু চিকিৎসক ও কর্মীর অভাবে সেটি চালু করা যাচ্ছে না। হাসপাতাল-কর্তৃপক্ষ এ ব্যাপারেও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

নবজাতকদের বিশেষ ইউনিট আরামবাগে
অসুস্থ নবজাতকদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড (এসএনসিইউ) চালু করা হল আরামবাগ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার সকালে কম ওজনের এক সদ্যোজাত শিশুকন্যাকে ভর্তি করা হয়েছে এই ইউনিটে। ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক সুব্রত ঘোষ জানান, ২ কেজি ২০০ গ্রাম ওজনের এই শিশুটিকে ২৪ ঘণ্টা নজরদারিতে রেখে এসএনসিইউ পরিষেবা শুরু হয়েছে। হাসপাতাল সুপার নির্মাল্য রায় বলেন, “শিশুদের এসএনসিইউ খোলার ক্ষেত্রে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভাব ছিল তা মিটেছে। বিশেষ যন্ত্রপাতি-সহ পরিকাঠামার পরীক্ষা-নিরীক্ষা একই সঙ্গে চলছে।” অসুস্থ নবজাতকদের ১২ শয্যার এই ইউনিটটিতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন চিকিৎসক, ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ১১ জন নার্সিং কর্মী রয়েছেন। প্রসঙ্গত, ইউনিটটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের কথা ছিল ৩০ ডিসেম্বর। ইউনিটটি দ্রুত চালু করার জন্য স্বাস্থ্য দফতর থেকে চাপও ছিল যথেষ্ট। কিন্তু পরিকাঠামো ঠিক না করা পর্যন্ত ইউনিটটি চালু করতে অস্বীকার করেন হাসপাতাল সুপার। এই ইউনিটে প্রথম ভর্তি হওয়া শিশুটির মা টিনা রানারও পাশেই বিশেষ শয্যার ওয়ার্ডে রয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউনিট পরিদর্শনে আসেন স্বাস্থ্য দফতরের এ ভি এইস এস প্রশান্ত বিশ্বাস।

উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
রামনগর-২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন রামনগর-২ ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা। ৮ লক্ষ টাকা ব্যয়ে এই উপস্বাস্থ্যকেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক নন্দিতা পট্টনায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.