সংস্কৃতি যেখানে যেমন
রামকৃষ্ণ মিশনের বাৎসরিক অনুষ্ঠান
নিজস্ব চিত্র।
স্বামী ব্রহ্মানন্দের শুভ জন্মতিথি উৎসব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বাৎসরিক অনুষ্ঠান পালিত হল বসিরহাটের শিকড়া কুলীন গ্রামে। তিনদিনের ওই উৎসবের বুধবার ছিল শেষ দিন। এ দিন সকালে ছাত্রছাত্রী, গ্রামবাসী এবং ভক্তদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। স্বামী ব্রহ্মানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে শিকড়া কুলীন গ্রামে রামকৃষ্ণ মিশন চত্বরে গড়ে তোলা হয়েছে স্বামী ব্রহ্মানন্দের সার্ধ শতবর্ষ স্মারক ভবন। এ দিন ওই ভবনের উদ্বোধন করেন বেলুড় মঠের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ। শিকড়া কুলীন গ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দ জানান, অফিস, ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ, লাইব্রেরি এবং সাধু নিবাস নিয়ে তিন তলা ভবনটি তৈরি হয়েছে। এখানে আপাতত একসঙ্গে ১০ জন ছাত্রছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে। এ ছাড়া লাইব্রেরিতে প্রায় তিন হাজার বইয়ের ব্যবস্থা করা হয়েছে। গত সোমবার ভোরে শ্রীরামকৃষ্ণের মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের বিভিন্ন দিনে ধর্ম বিষয়ক আলোচনা করেন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী ঋতানন্দ, টাকি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দ প্রমুখ।

পুর উদ্যোগে শুরু গোবরডাঙা উৎসব
হাজার মানুষের শোভাযাত্রার মধ্যে দিয়ে গত ২৩ জানুয়ারি থেকে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শুরু হয়েছে গোবরডাঙা উৎসব। এই প্রথম এ ধরনের উৎসবের আয়োজন করেছে গোবরডাঙা পুরসভা। এ দিন সকালে স্থানীয় আনন্দ সম্মেলন ক্লাবের মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে তা শেষ হয় কালীবাড়ি মোড়ে। সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ট্যাবলো। প্রায় ৫০টি ট্যাবলো শোভাযাত্রায় যোগ দেয়। বৃক্ষ নিধনের বিরুদ্ধে প্রতিবাদ, প্লাস্টিক বর্জন করে পরিবেশ রক্ষা ছাড়াও ছিল স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মডেল, মিকি মাউস ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল ট্যাবলোগুলি। অন্যতম আকর্ষণ ছিল গরুর গাড়ি। শোভাযাত্রায় হাঁটেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত, ভাইস চেয়ারম্যান অসীম তরফদার প্রমুখ। উৎসবের আজ শেষ দিন। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সুভাষবাবু বলেন, “গোবরডাঙার নতুন প্রজন্মের প্রতিভার অন্বেষণ ও ধ্বংসের বিরুদ্ধে সৃজনের খোঁজেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।”

স্কুলের ৭৫ বছর পূর্তি উৎসব
নিজস্ব চিত্র।
বসিরহাট মহকুমার হাসনাবাদের ভেবিয়া উচ্চ বিদ্যালয়ে শুরু হল ৭৫ বছর পূর্তি উৎসব। মঙ্গলবার সকালে প্রদীপ জ্বেলে উৎসবের সূচনা করেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সত্যনারায়ণ সাঁতরা, সভাপতি দেবব্রত পাল, সহ-সভাপতি গিয়াসুদ্দিন মল্লিক, সম্পাদক জুলফিকার মোল্লা প্রমুখ। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। চার দিনের এই উৎসবে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, আবৃত্তি, সঙ্গীত, কুইজ, ছবি আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। থাকছে মিনি ম্যারাথন। এ ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্যনাটক, ম্যাজিক ইত্যাদি। শিক্ষামূলক বিষয়ের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে।

প্রদর্শনী
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে চার দিন ধরে চলা শিশু ও কিশোর হস্ত শিল্প প্রদর্শনী মেলা মঙ্গলবার শেষ হল। এলাকার বিদ্যাধরপুর চিরন্তনী সঙ্ঘ আয়োজিত এই মেলায় ছিল সহজপাঠের নানা ছবি, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হরেক জিনিস। প্রতিদিন সন্ধ্যায় ছিল সারা বাংলা একাঙ্ক নাটক, ছোটদের নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতা। মেলা কমিটির তরফে তপন পুরকাইত জানান, এলাকার মানুষকে বিশেষত শিশুদের আনন্দ দিতে এই মেলার আয়োজন।

ছবি: দিলীপ নস্কর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.