ভাগাড় পরিষ্কারে পুর-উদ্যোগ |
ডাম্পিং গ্রাউন্ড এলাকা দূষণমুক্ত করতে শীঘ্রই কাজে নামার আশ্বাস দিল শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। বুধবার শিলিগুড়ির পুরসভায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জনশীল শর্মা সহ মেয়র পারিষদরা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা নুরুল ইসলামও উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত মতো কাল, শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন পুর কর্তৃপক্ষ। দূষণের অভিযোগ তুলে গত ২১ জানুয়ারি থেকে পুরসভার আবর্জনা ফেলানোর গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেছেন ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। ডেপুটি মেয়র বলেন, “দূষণমুক্ত করতে ভাগাড় সংলগ্ন এলাকায় চুন ও ব্লিচিং পাউডার ছড়ানো হবে। খুব দ্রুত সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও পুরসভার টাকায় পাঁচিলের ব্যবস্থা করা হবে। এ ছাড়াও ভাগাড় থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প দ্রুত রূপায়ণের চেষ্টা হচ্ছে।” পূর্ত দফতরের মেয়র পারিষদ কৃষ্ণ পাল জানান, ফেব্রুয়ারি মাস থেকে ১ কোটি ১০ লক্ষ টাকার প্রকল্পে পাঁচিল তৈরির কাজ হবে। বিরোধী দলনেতা নুরুল ইসলাম দাবি করেন, ওই এলাকা থেকে ভাগাড় স্থানান্তরিত করে পুঁটিমারি নিয়ে যেতে হবে। সেখানে বাম আমলে ভাগাড় তৈরির জন্য জমি রয়েছে। তিনি বলেন, “আন্দোলনের জেরে শহরে নোংরা জমে যাচ্ছে। ভয়াবহ অবস্থা হচ্ছে। আন্দোলনকারীর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠু ব্যবস্থা করতে হবে।” ভাগাড় সংলগ্ন বৈকুন্ঠপল্লি, চয়নপাড়া, ফাপড়ি ও জ্যোতিনগরের বাসিন্দাদের অভিযোগ, দূষণ ছড়িয়ে পড়ায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মন্ত্রী, মেয়ররা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোনও ব্যবস্থা নেননি বলে তাঁরা দাবি করেছেন।
|
ছাত্রীদের কাছ থেকে টিফিনের জন্য জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের নিউ টাউন গালর্স হাই স্কুলের একাংশ কর্মীর বিরুদ্ধে। বুধবার স্কুলের পরিচালন সমিতির সভায় এর নিন্দা করেন অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক। আলিপুরদুয়রা অভিভাবক মঞ্চের তরফে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। মহকুমার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক দিলীপ দাস বলেন, “কোনও স্কুলে টিফিনের জন্য টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিতে পারবে না। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে তার নির্দেশ দেওয়া হয়েছে।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক সুভাষ সরকার জানান, অভিভাবক মঞ্চের তরফে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। গত ১৯ জানুয়ারি স্কুলে উচ্চমাধ্যমিকের সঙ্গীতের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন স্কুলের কিছু কর্মী ছাত্রীদের কাছ থেকে ৩০ টাকা করে টিফিন বাবদ নেয় বলে অভিযোগ। তিনি বলেন, “আসলে প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রীরা পরীক্ষা দিতে আসে। কিছু কর্মী উদ্যোগী হয়ে টিফিনের ব্যবস্থা করেছিলেন বলে শুনেছি। আমরা বিষয়টি দেখছি।” অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “সরকারি আইন অনুসারে ছাত্রছাত্রীদর কাছ থেকে স্কুল কর্মীরা কোনও টাকা নিতে পারেন না। টাকা না দিলে ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। স্কুলের পরিচালন সমিতি সম্পাদক ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শককে অভিযোগ জানিয়েছি।”
|
স্বামী পরিত্যক্তাকে কাজের টোপ দিয়ে ঠান্ডা পানীয়ে মদ মিশিয়ে শারীরিক অত্যাচারের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ডুয়ার্সের শামুকতলা থানা এলাকা। মঙ্গলবার চিকলিগুড়ি গ্রামের একটি মুরগির খামার থেকে ওই অচৈতন্য তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর বাড়ি কোচবিহারের বক্সিরহাটের বোচামারি গ্রামে। জ্ঞান ফেরার পরে তাঁর অভিযোগ, কাজের খোঁজে বেরিয়ে শামুকতলায় গেলে স্থানীয় এক যুবক তাঁকে খাবার ও ঠান্ডা পানীয়ে মদ মিশিয়ে খাইয়ে ওই খামারে নিয়ে গিয়ে অত্যাচার করে। স্থানীয় এক বেআইনি মদ বিক্রেতা সহ ২ জনের নাম জড়িয়ে পড়ে। বিকেলে এক গ্রামবাসী তরুণীকে খামারে দেখতে পেয়ে চেঁচামেচি করেন। তার পরেই জনতা উত্তেজিত হয়ে মদের দোকানটি ভাঙচুর করে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “মহিলা ধর্ষণের অভিযোগ করেননি। তবে সবই খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। মহিলা যে ধরনের অভিযোগ করবেন, সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি, এলাকায় বেআইনি মদের ব্যবসা রুখতে লাগাতার অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
|
তিন বছরে নকশালবাড়ির মণিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্দিরা আবাস প্রকল্পে ৪০০টির বেশি ঘর তৈরি করে দেওয়া হয়েছে বলে দাবি করলেন গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বুধবার ওই গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদের সভা হয়। সভায় গত তিন বছরের আয়ব্যয়ের হিসাব পেশ করা হয়। এলাকার কয়েকশো গ্রামবাসীর উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ দাবি করেন, এলাকায় তাঁরা একশো দিনের প্রকল্পে ৭৫ লক্ষ টাকা ব্যয় করেছেন। গড়ে দুঃস্থরা বছরে ১৮ দিন কাজ পেয়েছেন। আনটায়েড এবং দ্বাদশ অর্থ কমিশনের বরাদ্দ ৬৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা তামাং, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ, কর্মাধ্যক্ষ পৃত্থীশ রায় ছিলেন।
|
ছিনতাইয়ের চেষ্টা হল পুরীগামী কামাখ্যা-পুরী সাপ্তাহিক এক্সপ্রেসে। মঙ্গলবার গুলমার কাছে পাঁচ-ছ’জনের একটি দুষ্কৃতী দল ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেন দুই টিটি অমর সেন ও গোপাল রায়। তাঁদের বেধড়ক মারধর করা হয়। ট্রেন শিলিগুড়ির কাছে চলে আসলে দুষ্কৃতীরা পালাতে চেষ্টা করে। একজন ধরা পড়ে যায়। আহত দুই টিকিট পরীক্ষক এনজেপি রেল হাসপাতালে চিকিৎসাধীন।
|
ডুয়ার্স উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ স্টল তৈরি করেছে তথ্য সংস্কৃতি দফতর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি-সহ নানা তথ্য ওই স্টলে রাখা হয়। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির স্টলে সার্ধশতবর্ষ জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দের মূর্তিও বসানো হয়েছে। বুধবার এর উদ্বোধন করেন জেলাশাসক স্মারকি মহাপাত্র।
|
বিদ্যুতের সাব স্টেশন তৈরির জন্য কৃষকদের ভুল বুঝিয়ে তিনফসলি জমি কিনতে দালাল চক্র সক্রিয় বলে অভিযোগ উঠল। বুধবার কোচবিহার খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় ভূমিরক্ষা কমিটি। |