টুকরো খবর
পতাকায় ঢেকে মূর্তি, দরবার পুরসভায়
মেদিনীপুর শহরে মনীষীদের মূর্তিগুলি রাজনৈতিক দলের পতাকায় ঢাকা পড়েছে। ক’দিন আগে বিজেপি-র এক সভা হয়ে গিয়েছে। ওই সভার সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় পতাকা লাগানো হয়েছিল। আগামী ১ ফেব্রুয়ারি কলেজ মাঠে সিপিএমের সভা রয়েছে। দলের জেলা সম্মেলন উপলক্ষে এই প্রকাশ্য সমাবেশ। পরের দিনই অর্থাৎ, ২ তারিখ ওই একই মাঠে তৃণমূলের সভা রয়েছে। জেলা জুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরুর করার নির্দেশ দিতেই ওই সভা। সিপিএম-তৃণমূলের কর্মসূচির সমর্থনেও ব্যানার, ফেস্টুনের পাশাপাশি শহর জুড়ে পতাকা লাগানো হয়েছে। বাদ পড়েনি মনীষীদের মূর্তিগুলিও। চারধারে লাল-তেরঙ্গা পতাকা উড়ছে। অবিলম্বে এই সব পতাকা খোলার দাবি নিয়ে বুধবার মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসুর দ্বারস্থ হল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। নেতৃত্বে ছিলেন যুব নেতা নির্মাল্য বন্দ্যোপাধ্যায়, কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, ছাত্র নেতা মহম্মদ সইফুল, শেক মোজাম্মেল প্রমুখ। দুই সংগঠনেরই দাবি, এ ক্ষেত্রে পুরসভাকেই পদক্ষেপ করতে হবে। এক দিকে যখন শহরের সৌন্দর্যায়নের কাজ চলছে, তখন মনীষী-মূর্তিগুলিকে কার্যত পতাকা-ফেস্টুনে ঢেকে দেওয়া হচ্ছে। পুরপ্রধান অবশ্য জানান, আগামী কয়েকটি কর্মসূচি শেষেই যা পদক্ষেপ করার করবেন।

কলেজে কর্মশালা
গ্যাস ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা। নিজস্ব চিত্র।
রান্নাঘর সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ করা উচিত, এলপিজি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা জরুরি--এ সব নিয়েই বুধবার এক কর্মশালা হল মেদিনীপুর মহিলা কলেজে। কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগেই এই কর্মসূচি। কর্মশালার উদ্বোধন করেন মেদিনীপুরের মহকুমাশাসক সুরজিৎ রায়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ উদয়চাঁদ পাল, সুবিকাশ জানা প্রমুখ। কর্মশালা শেষে এ দিন ক্যুইজ ও ‘কিচেন ক্যুইন’ কম্পিটিশনেরও আয়োজন করা হয়। সব মিলিয়ে প্রায় ১০০ জন ছাত্রী এই কর্মশালায় যোগ দেন। কলেজের অধ্যাপিকা দেবযানী মুখোপাধ্যায় বলেন, “এলপিজি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও আদর্শ রান্নাঘরের বিষয় সম্পর্কে ছাত্রীদের অবহিত করতেই এই উদ্যোগ।” ছাত্রীমহলের একাংশের অবশ্য বক্তব্য, মেয়েদের কলেজ বলেই কি রান্নাবান্না নিয়ে কর্মশালা? এই একবিংশ শতাব্দীতেও মেয়েদের কি রান্নাঘরেই আটকে থাকতে হবে? শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষত, ‘কিচেন ক্যুইন’ কম্পিটিশন নিয়েই তাঁদের সবিশেষ আপত্তি।

শহরে ব্যাডমিন্টন
ব্যাডমিন্টন প্রতিযোগিতা হল মেদিনীপুরে। হবিবপুর সান্টাফকিয়া ক্লাবের উদ্যোগ ২৩ ও ২৪ জানুয়ারি প্রতিযোগিতা চলে। মোট ৩২টি দল যোগ দেয়। চ্যাম্পিয়ন হয় কেশিয়াড়ির একটি দল। ক্লাবের ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই প্রতিযোগিতা।

বার্ষিক ক্রীড়া
খড়্গপুর শহরে হিজলি হাইস্কুল ময়দানে বুধবার শেষ হল দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে স্কুলের শ’তিনেক ছাত্রছাত্রী যোগ দিয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.