টুকরো খবর
শঙ্করগাভীর বিমাকরণ নিয়ে প্রচার আরামবাগে
শঙ্করগাভীর বিমাকরণ প্রকল্প নিয়ে ব্যাপক প্রচার শুরু হল আরামবাগের ব্লকগুলিতে। এই প্রকল্পের ৬টি ব্লকের মধ্যে গোঘাট ২ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে। প্রায় সাড়ে পাঁচশো শঙ্করগাভীর বিমা করানো হয়েছে এখানে। পিছিয়ে পড়া ব্লকগুলি হল গোঘাট ১, খানাকুল ২, পুরশুড়া এবং আরামবাগ। বাকি খানাকুল ১ ব্লকে গত বছর অক্টোবর মাসে প্রকল্পটি শুরু হয়। সেখানে এরমধ্যেই ২৩৯টি গাভীর বিমা করেছেন গো-চাষিরা। এ দিন বিমাকরণের সুফলকে সামনে রেখে প্রচারের গতি আরও বাড়ানো হয়েছে। বিডিও অফিসে অনুষ্ঠান করে ঘোষপুরের চাষি শেখ শেরআলি মণ্ডলের হাতে ১৭ হাজার টাকার চেক তুলে দেন খানাকুল ১-এর বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায়। বিডিও বলেন, “প্রাণিসম্পদের বিমাকরণে চাষিদের উৎসাহিত করতেই এই ব্যবস্থা।” খানাকুল ১ ব্লকের প্রাণিসম্পদ আধিকারিক কল্যাণ দে বলেন, “ওই চাষি গত সেপ্টেম্বর মাসে তার শঙ্করগাভীর বিমা করেছিলেন ১০০ টাকা দিয়ে। নভেম্বর মাসের শেষে গাভীটি মারা যায়। ময়না-তদন্তের পর ওই চাষির হাতে বীমাবাবদ ১৭ হাজার টাকার চেক দেওয়া হল।” ব্লক প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, এই দফতরের অধীনস্থ পশ্চিমবঙ্গ গো-সম্পদ বিকাশ সংস্থা গত তিন বছর ধরে বিভিন্ন বিমা সংস্থার সঙ্গে চুক্তি করে প্রকল্পটি শুরু করেছে। প্রকল্পটি হল, ১০০ টাকা চাষির কাছ থেকে নিয়ে ৫ লিটার দুধ দেয় এমন শঙ্করগাভীর বিমাকরণ। তিন বছরের ওই বিমায় গাভীর দাম অনুযায়ী বিমার অঙ্ক নির্ধারিত হবে। চাষীকে অবশ্য ১০০ টাকার বেশি দিতে হবে না। বিমার বাকি প্রিমিয়াম দেবে রাজ্য গো-সম্পদ দফতর।

হাতির হানায় মৃত এক গ্রামবাসী
প্রায় দু’শো হাতির বিরাট বাহিনী পূর্ব গারো হিলের বাজেংডোবা এলাকায় হানা দিয়েছে। ইতিমধ্যেই তাদের হানায় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। ডিএফও এস এন সাংমা বলেন, “হাতির পাল শস্যের ক্ষতি করছে। খেত থেকে একাই হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় বাজেংডোবার বাসিন্দা ক্রোম মারাক নামে এক যুবকের মৃত্যু হয়। বনকর্মীরা রাইফেল নিয়ে গ্রামবাসীদের পাহারা দিচ্ছেন।” দিন দুয়েক আগে এলাকার বেশ কিছু বাড়িও ভাঙে হাতিরা। এক বনরক্ষীও হাতির হানায় প্রাণ হারিয়েছেন। তবে দু’শো হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানো সহজ নয় বলে স্বীকার করছেন বনকর্তারা।

জঙ্গলে মিলল বাঘের দেহ
এক পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের মৃতদেহ মিলল কাজিরাঙায়। বনকর্তারা জানিয়েছেন, আগরাতলি রেঞ্জের তামুলিপথার এলাকায় বনরক্ষীরা আজ বাঘিনীর পচাগলা দেহটি দেখতে পায়। মনে করা হচ্ছে, নিজেদের মধ্যে লড়াইয়েই বাঘটির মৃত্যু হয়েছে। এ দিকে, গুয়াহাটির লখরা এলাকায় আজ ফের একটি চিতাবাঘ বের হয়। গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার শহরে চিতাবাঘ হানা দিল। আজ লখরার একটি স্কুলের কাছে চলে আসে চিতাবাঘের ৪ মাসের বাচ্চাটি। পশু চিকিৎসক অঞ্জন তালুকদার জানান, শাবকটি ঘরের গুদামে লুকিয়ে ছিল। ঘুম পাড়িয়ে তাকে চিড়িয়াখানায় আনা হয়। শাবকটি দুর্বল। তাকে চিড়িয়াখানায় তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

জলের জন্য পথে
জল সংরক্ষণের বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার পদযাত্রা হল মেদিনীপুর শহরে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড ও সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি। শহরের রাঙামাটি হাইস্কুলের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় যোগ দেয়। পদযাত্রা শেষে স্কুলে আলোচনাসভা ও বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন ছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.