টুকরো খবর
যাদবপুরে র‌্যাগিং, বহিষ্কৃত ছাত্র
র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় হস্টেল থেকে এক ছাত্রকে বহিষ্কার করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওই ছাত্র নিজে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং-বিরোধী কমিটির সদস্য। সেই পদ থেকেও বহিষ্কৃত হন তিনি। বুধবার, বিশ্ববিদ্যালয়ের র্যাগিং-বিরোধী কমিটি এই সিদ্ধান্ত নেয়। ফার্মাসি বিভাগের প্রথম বর্ষের ছাত্র রীতেশ কুমার গত অক্টোবরে মেকানিক্যাল চতুর্থ বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আনেন। দুই সদস্যের তদন্ত কমিটি গড়ে বিশ্ববিদ্যালয়। উপাচার্য প্রদীপনারায়ণ ঘোষ বলেন, “র্যাগিং হয়েছে, তদন্তে তা প্রমাণিত।” তবে অভিযুক্ত ছাত্র এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

ফের মেট্রোয় ‘ঝাঁপ’
ফের ‘ঝাঁপ’ দিয়ে মৃত্যুর ঘটনা ঘটল মেট্রোয়। মেট্রো কর্তৃপক্ষ জানান, বুধবার দুপুর দেড়টা নাগাদ সেন্ট্রাল স্টেশনের আপ লাইনে বছর পঞ্চাশের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ‘ঝাঁপ’ দেন। গুরুতর আহত অবস্থায় মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর জেরে প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল ব্যাহত হয়।

রোগী নিখোঁজ
কলকাতা মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ হলেন এক রোগী। তাঁর নাম শেখ মহসিন (৫৮)। পুলিশ জানায়, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ বৌবাজার থানায় এই অভিযোগ দায়ের করেন। হাসপাতালের তরফে জানানো হয়, ৩ দিন আগে ওই রোগী মাথায় টিউমার নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন তিনি। হাসপাতালের কর্মীদের চোখ এড়িয়ে কী ভাবে নিখোঁজ হলেন ওই রোগী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাসপাতালের সুপার অসীম ঘোষ বলেন, “প্রতি দিন হাসপাতালে প্রচুর লোক যাতায়াত করেন। তার মধ্যে এই ঘটনা আটকানো কঠিন।” রোগীদের ইউনিফর্ম চালু হলে এই ধরনের ঘটনা আটকানো যাবে বলে তাঁর ধারণা।

পুলিশ নিয়োগ
প্রায় ১৮০০ পুলিশকর্মী নিয়োগ হবে বিধাননগর কমিশনারেট এলাকায়। বুধবার বিধাননগরের ডি সি (সদর) সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তার আগে কমিশনারেটের জন্য ২০০ থেকে ২৫০ পুলিশ নিয়োগ হচ্ছে। তিনি বলেন, “৬ দফায় নিয়োগ হবে।” পুলিশকর্মীর অপ্রতুলতা রয়েছে বিধাননগরের সব থানায়। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে পুলিশ। সল্টলেকের ব্লকগুলিতে কর্মীর অভাবে পুলিশি টহলদারি অধিকাংশ সময়েই হয় না। মঙ্গলবারই ১৪৪ ধারা ভেঙে একটি সংগঠন বিকাশভবনে বিক্ষোভ দেখায়। পুলিশকর্মীর অভাবেই তা রোখা যায়নি। ওই রাতেও এ-ই ব্লকে একটি গাড়ি থেকে টেপ চুরি হয়। আর একটি বাড়ির জানলা দিয়ে চুরি হয় মোবাইল।

বয়লার ফেটে ফের দুধে টান
মাসখানেকের মধ্যে দু’-দু’বার বয়লার ফেটে গেল বেলগাছিয়া ডেয়ারিতে। বুধবার সকালে সেখানে একটি বয়লার ফেটে যাওয়ায় আজ, বৃহস্পতিবার সরকারি দুগ্ধ সরবরাহ ব্যাহত হবে কলকাতায়। সরকারি সূত্রের খবর, বুধবার রাত পর্যন্ত বয়লারটি সারানোর চেষ্টা চলে। বেলগাছিয়া ডেয়ারিতে প্রতিদিন ৩০ হাজার লিটার দুগ্ধ উৎপাদন হয়। এক মাস আগেও ওই ডেয়ারিতে একটি বয়লার ফেটে যাওয়ায় দুগ্ধ সরবরাহ বিঘ্নিত হয়েছিল। কেন বারবার এমন ঘটনা ঘটছে, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি মঙ্গলময় ঘোষ। তাঁর অভিযোগ, উপযুক্ত রক্ষণাবেক্ষণ না-হওয়াতেই বারবার এমন ঘটনা ঘটছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.