পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনলেন স্বয়ং মন্ত্রীই
হরে আইন-শৃঙ্খলার অবনতি ও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে এ বার মুখ খুললেন খোদ তৃণমূলের জাঁদরেল মন্ত্রী জাভেদ খান। মন্ত্রীর বক্তব্য, “দিনের পর দিন পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে।” তাই ‘পুলিশি নিষ্ক্রিয়তার’ বিষয়ে
খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করবেন বলে জানান তিনি। মঙ্গলবার কসবা থানা এলাকায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে এক গৃহবধূর আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতেই মন্ত্রীর এই মন্তব্য।
বুধবার এলাকার বিধায়ক তথা দমকলমন্ত্রী আরও জানান, কসবা বিধানসভা এলাকা ছাড়াও আশপাশের অঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য যে বাড়ছে, সে বিষয়ে তিনি অবগত আছেন। কলকাতার পুলিশ কমিশনারকেও সে কথা বেশ কয়েক বার জানিয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী। পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা অবশ্য মন্ত্রীর এই দাবি প্রসঙ্গে কিছু মন্তব্য করতে চাননি। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “মন্ত্রী ঠিক কী বলেছেন, তা দেখার জন্য একটু সময় দিন।”
দমকলমন্ত্রী
জাভেদ খান
মঙ্গলবার বিকেলে কসবা থানার রাজকিশোর চ্যাটার্জি রোডে বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন বিদ্যা দেশাই নামে এক গৃহবধূ। এখন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি তিনি। স্থানীয় একটি আবাসনের বাসিন্দা বিদ্যা তাঁর দুই শিশুকন্যার সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। তখনই গলা থেকে সোনার হার ছিনতাই করে তিন দুষ্কৃতী। বিদ্যা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর পেটে গুলি চালিয়ে পালায় তারা। এই ঘটনায় বুধবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে দুষ্কৃতীদের শনাক্ত করা গিয়েছে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে ঘিরেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয় বাসিন্দাদের তরফে। তাঁদের পাশাপাশিই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন দমকলমন্ত্রী।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি আঁটোসাঁটো করতে গত ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ ২৪ পরগনার ৯টি থানা এলাকা কলকাতা পুলিশের অধীনে নেওয়া হয়েছে। ওই ন’টি থানা ভেঙে ১৭টি থানা করা হয়। দক্ষিণ শহরতলির ওই সব এলাকাতেই ছিনতাই ও চুরি বেড়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বিশেষত রাস্তায় মোটরসাইকেলে চেপে ছিনতাইবাজেরা পথ-চলতি মহিলাদের হার ছিনতাই করছে বলে জানিয়েছেন তাঁরা। প্রাতর্ভ্রমণের সময়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগও উঠছে।
ওই সব এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, কলকাতা পুলিশের অধীনে আসার পরে প্রথম দিকে রাস্তায় মোটরসাইকেল ও গাড়ি নিয়মিত তল্লাশি করা হত। মাস দুয়েক ধরে ওই তল্লাশি অভিযান চোখে পড়ছে না। এ বিষয়ে ডিসি (সাউথ সাবার্বান) বিশ্বরূপ ঘোষের দাবি, “নিয়মিতই তল্লাশি অভিযান চালানো হয়। এক এক দিন এক এক জায়গায় চলে বলে হয়তো সাধারণ মানুষের চোখে পড়ে না।”
এ দিকে, বুধবার রাতেই কসবার ঘটনায় জখম ওই গৃহবধূর পেটে অস্ত্রোপচার করা হয়। তাঁর পেট থেকে একটি গুলি বার করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিদ্যার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.