জমি নিয়ে ‘হুমকি’, মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধার |
জমি বিক্রি করতে হুমকি দেওয়ার অভিযোগে প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের পুত্রবধূ সুনন্দা মুখোপাধ্যায়। এ দিকে জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনার নির্দেশে এ দিন বোলপুর থানার পুলিশ ঘটনা তদন্তে যায়। বোলপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের প্রভাত সরণির বাসিন্দা বৃদ্ধা সুনন্দা মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগে জানান, স্থানীয় প্রোমোটার চম্পালাল সুরানা ও তাঁর ছেলে গৌতম সুরানা বসত জমি বিক্রি করে দেওয়ার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছেন। গত বছর চম্পালাল সুরানা সুনন্দাদেবীর বাড়ি লাগোয়া একটি জায়গা কিনে নেওয়ার পর থেকে গণ্ডগোলের সূত্রপাত। সুনন্দাদেবীর অভিযোগ , “সেপ্টেম্বর মাস থেকে ওই প্রোমোটার আমাকে বলে আসছেন, আমরা নাকি তাঁর জমি দখল করে আছি। তাঁকে জানাই আমরাই ওই জমির মালিক। তাঁদের কোথাও ভুল হচ্ছে। আমার দুই ছেলের সঙ্গে এ ব্যাপারে তাঁকে যোগাযোগও করতে বলি। কিন্তু তিনি সোমবার লোকজন নিয়ে এসে জোর করে আমার জমির তারের বেড়া ও খুঁটি খুলে ফেলেন। প্রতিবাদ জানালে তিনি এবং তাঁর ছেলে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ভবিষ্যতে বেড়া লাগাতে গেলে পরিণাম ভাল হবে না বলেও হুমকি দেন।” প্রোমোটার চম্পালাল সুরানা অবশ্য বলেন, “আমি কাউকে হুমকি দিইনি। এই সম্পত্তি আমার এবং স্ত্রীর নামে কেনা। বেড়া অন্যায় ভাবে আমার জমিতে ঢুকেছে সে ব্যাপারে আমি বলেছি ঠিকই। কিন্তু জমি বিক্রি করতে বা তাঁকে কোনও হুমকি দিইনি। খুব শীঘ্রই সরকারি কর্মীদের দিয়ে মাপজোক করাব।”
|
একটি খুনের ঘটনা ঘটেছে নলহাটি থানার সুলতানপুর গ্রামে। বুধবার সন্ধ্যায় ওই গ্রামের একটি বাড়ির ভিতর থেকে পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চিত্তরঞ্জন মণ্ডল (৪৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। তাঁর পেটে ধারাল অস্ত্রের কোপ ছিল। খবর পেয়ে রাতে পুলিশ সেখানে পৌঁছয়। মৃতের ভাই আদিত্য মণ্ডল বলেন, “এক পড়শির বাড়িতে দাদা রোজ সন্ধ্যায় গল্প করতে যেতেন। এ দিন সন্ধ্যায় ওই বাড়িতে গৃহকর্তা ছাড়া আর কেউ ছিলেন না। পরে খবর পাওয়া যায়, দাদাকে সেখানে খুন করা হয়েছে। গিয়ে দেখি গৃহকর্তা নেই। কারা কী কারনে দাদাকে খুন করল বুঝতে পারছি না।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে।
|