নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগ মহকুমা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার দাবি বহু দিনের। গত বিধানসভা ভোটে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সেই দাবি জোরদার হয়েছে। এ ব্যাপারে প্রায় লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র নিয়ে এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তব্দির করেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। সেই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় গত ৩ নভেম্বর। জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন সূত্রের খবর, ওই দিনই বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অবশেষে সেই দাবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। ৮ তারিখে জেলায় পৌঁছেছে এই চিঠি। একই চিঠি এসেছে জেলাশাসকের দফতরেও। আরামবাগ মহকুমা হাসপাতালে চিঠি পৌঁছেছে ৫ জানুয়ারি।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক উন্মেষ বসু বলেন, “খুব শীঘ্রই আমরা রিপোর্ট পাঠাবো। মোট জায়গা, প্রয়োজনীয় পরিকাঠামো-সহ প্রকল্প তৈরি করতে বলা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালের সুপারকে।” সুপার নির্মাল্য রায় বলেন, “প্রকল্প রচনার কাজ শুরুও হয়ে গিয়েছে। আরামবাগ মহকুমা হাসপাতালকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নীত করতে যে সব পরিকাঠামোর কথা জানতে চাওয়া হয়েছে, তা সবই আছে।”
প্রসঙ্গত, খাতায়-কলমে আড়াইশো শয্যার এই হাসপাতালে রোগী থাকেন প্রায় পাঁচশো জন। ভৌগোলিক অবস্থানের কারণে এই হুগলির একটি বিস্তীর্ণ অংশ ছাড়াও বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলার রোগীদের চাপ থাকে এই হাসপাতালের উপরে।
|