টুকরো খবর
গোয়ালতোড়ে আলোচনাসভা
সংক্রামক রোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে মঙ্গলবার এক আলোচনাসভার আয়োজন করল গোয়ালতোড় সাঁতাল-বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়। কলেজের নিউট্রিশন ও এনএসএস বিভাগের যৌথ উদ্যোগে এই আলোচনাসভা হয়। বক্তব্য রাখেন বোস ইন্সটিটিউটের গবেষক অরুণকুমার রায়, নাইসেডের ডেপুটি ডিরেক্টর মনোজ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের শিক্ষক সোমনাথ রায় প্রমুখ। কলেজের নিউট্রিশন বিভাগের শিক্ষক শঙ্কর দে জানান, নিউট্রিশন বিভাগের সঙ্গে এই বিষয়ের যোগ খুবই নিবিড়। তা ছাড়াও এনএসএসের মাধ্যমে অনেক সামাজিক কাজ করা হয়। তাই দুই বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন মানুষকে যাতে সচেতন করতে পারেন সেই লক্ষ্যেই এই আলোচনাসভা। মঙ্গলবার থেকেই এনএসএসের একটি শিবিরও হচ্ছে। শিবিরে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সংক্রামক রোগ সম্বন্ধে সচেতনতা বাড়াতে মানুষজনের সঙ্গে কথাও বলবেন।

ডেন্টাল কলেজ নিয়ে অভিযোগ
চারদিন ধরে বিদ্যুৎ না থাকায় উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলল এসএফআই। মঙ্গলবার শিলিগুড়িসে সংগঠনের অফিসে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ করেন এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক সৌরভ দাস। সংগঠনের ডেন্টাল কলেজের নেতা অভিষেক দাস উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, শনিবার থেকে কলেজে বিদ্যুৎ নেই। টর্চ জ্বালিয়ে রোগীদের চিকিৎসা করানো হচ্ছে। কোনও পরিকাঠামোই নেই। যথাযথ পরিষেবা পাচ্ছেন না রোগীরা। বিষয়টি নিয়ে এসএফআই এদিন ডেন্টাল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। তিনি বলেন, “পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিক আন্দোলন হবে।” উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় বলেন, “সমস্ত সমস্যা স্বাস্থ্য দফতরকে জানিয়েছি।”

নিষিদ্ধ ওষুধ আটক
প্রায় ৫০ বাক্স নিষিদ্ধ ওষুধ আটক করল পুলিশ। মঙ্গলবার বিকেলে কেতুগ্রাম থেকে সেগুলি উদ্ধার হয়। পুলিশ জানায়, সালারগামী রাস্তায় একটি গাড়িকে তাড়া করে ওষুধের বাক্সগুলি আটক করা হয়। তা থেকে আড়াই হাজার কাশির ওষুধ মিলেছে। পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে দু’জন ছিল। তারা পালিয়ে গিয়েছে।

ক্যানসার শিবির
অন্ডালের উখড়ায় বেঙ্গল অ্যারোট্রপলিস ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মঙ্গলবার মহিলাদের ক্যানসার শনাক্তকরণ শিবির আয়োজিত হল। এ দিন একশো জনের পরীক্ষা করা হয়।

চক্ষুপরীক্ষা শিবির
তৃণমূলের উদ্যোগে চক্ষুপরীক্ষা শিবির আয়োজিত হল জামুড়িয়ার তপসি গ্রাম দুর্গামন্দিরে। দলের অঞ্চল সভাপতি মনোঞ্জয় চট্টোপাধ্যায় জানান, ২১০ জনের চক্ষু পরীক্ষা করানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.