সড়ক দেখতে কেন্দ্রীয় সচিব আসছেন রাজ্যে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘদিন ধরে ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ থমকে আছে। কেন সেই কাজ আটকে আছে, সেই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে ফেব্রুয়ারির গোড়ায় কলকাতায় আসছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণসচিব অনিলকুমার উপাধ্যায়।
আগামী ৬ ফেব্রুয়ারি সকালে অনিলকুমার মহাকরণে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনায় বসবেন। সে-দিনই তিনি সরেজমিনে ৩৪ নম্বর জাতীয় সড়কের হাল দেখতে ওই রাস্তা ধরে বারাসত, কৃষ্ণনগর, বহরমপুর এবং পরের দিন মালদহ, রায়গঞ্জ হয়ে ডালখোলা পর্যন্ত যাবেন। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন এবং দেশের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)-এর আঞ্চলিক কর্তারা। চলতি মাসের ১৪ ও ১৫ তারিখেই কেন্দ্রীয় সচিবের শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ওই সড়ক পরিদর্শনের কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সফর স্থগিত হয়ে যায়।
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং গোটা উত্তর-পূর্ব ভারতের সড়কপথের যোগসূত্র ৩৪ নম্বর জাতীয় সড়ককে দুই থেকে চার লেনে সম্প্রসারণের কাজ প্রায় এক দশক ধরে বিভিন্ন কারণে আটকে আছে। তার মধ্যে সব চেয়ে বড় বাধা এখন জমি অধিগ্রহণের। রাস্তা সম্প্রসারণের জন্য যত জমি অধিগ্রহণ করা দরকার, তার মধ্যে এ-পর্যন্ত মাত্র ৫০ শতাংশ জমি সরকারের হাতে এসেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্যকে জানিয়ে দিয়েছেন, অন্তত ৮০ শতাংশ জমি হাতে না-পেলে তাঁরা সম্প্রসারণের কাজে হাত দেবেন না। সড়কপথে যাওয়ার সময় বহরমপুরে ৬ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় সচিব। রাস্তা সম্প্রসারণের কাজে মূল সমস্যা কী কী, তা জানতে চাইবেন তাঁদের কাছে। পরের দিন মালদহে বৈঠক করবেন মালদহ ও উত্তর দিনাজপুরের জেলাশাসকদের সঙ্গেও। |