টুকরো খবর
মাটি খুঁড়ে মিলল পচাগলা দেহ
স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বস্তাবন্দি এক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাবরা থানার ঝনঝনিয়া এলাকায়। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মৃতদেহের অন্যান্য পরীক্ষা করা হবে। এদিন বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কালাম মণ্ডল ও নঈম মণ্ডল নামে স্থানীয় দুই বাসিন্দা একটি কবরস্থানে আগাছা সাফ করছিলেন। সেই সময় নঈমের বাঁ পা হঠাৎই মাটিতে অনেকটা ঢুকে যায়। বুঝতে পারেন নীচে কিছু একটা রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি কোদাল দিয়ে ওই অংশের মাটি সরাতে থাকলে একটি বস্তা বেরিয়ে আসে। বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধা ছিল। নঈম জানান, বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এদিক ওদিক ফেটে যাওয়ায় বোঝা যাচ্ছিল ভিতরে একটা দেহ রয়েছে। সেটা পচে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গ্রামের লোকজনদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশেও। হাবরা ও গাইঘাটা থানা থেকে পুলিশ যায়। ঘটনাস্থলে যান বারাসতের এসডিপিও তরুণ হালদারও। পরে বারাসত থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আসেন। তাঁর সামনেই পুরো মাটি খুড়ে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশকে গ্রামের মানুষ জানান, মাস সাতেক আগে ওই এলাকায় শ্বশুরবাড়িতে এসে নিখোঁজ হন এক ব্যক্তি। তিনি স্বরূপনগরের কাজদই এলাকার বাসিন্দা। মৃতদেহটি সম্ভবত তাঁর বলেই তাঁদের ধারণা। পুলিশ তদন্ত করছে।

খুনের অভিযুক্তকে গুলি করে খুন
কুপিয়ে, গুলি করে এক দুষ্কৃতীকে খুনি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রামে একটি স্লুইস গেটের কাছে। পুলিশ জানিয়েছে, নিহত লালন চৌহান (২৪) নামে ওই দুষ্কৃতীর বাড়ি বিহারে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দুষ্কৃতীদের নিজেদের মদ্যে গোলমালেই খুন হয়েছে লালন। পুলিশ জানিয়েছে, কয়েক বছর ধরেই লালনের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগরের মানুুষ। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “এটা দুষ্কৃতীদের কাজ বলেই প্রাথমিক ভাবে মনে হয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে কাটিয়াহাটে খুন হয়েছিলেন যুব কংগ্রেস নেতা তথা আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবকুমার অধিকারী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই খুনের ঘটনার মাস খানেক আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিল লালন। অভিযোগ, এর পরে সে টাকার বিনিময়ে ওই কংগ্রেস নেতাকে খুনের বরাত নেয়। খুনের ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও লালনকে ধারা যায়নি। কারণ খুনের পরে সে বাংলাদেশে পালিয়ে যায়। দিন কয়েক আগে সে এ দেশে ফেরে। পুলিশ জানায়, সোমবার রাতে বাজিতপুর গ্রামের স্লুইস গেটের কাছে চিৎকার ও গুলির শব্দ শুনে গ্রামের লোকজন থানায় খবর দেন। রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ গিয়ে দেখে সেখানে মৃত অবস্থায় পনে রয়েছে লালন।

কলেজ ভোটে টিএমসিপি-র দুই গোষ্ঠীর লড়াই
উত্তর কলকাতার শ্রীশচন্দ্রের পরে দক্ষিণ শহরতলির আমতলা বিদ্যানগর কলেজ। ছাত্র সংসদের দখল নিতে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হল তৃণমূলের ছাত্র সংগঠনের দু’টি গোষ্ঠীর মধ্যে। একটি গোষ্ঠী তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ-সভাপতি পিন্টু সাহার ‘অনুমোদিত’। অন্য গোষ্ঠী তৃণমূলের বিষ্ণুপুর ২ ব্লক কমিটির সভাপতি শ্যামল মণ্ডলের ‘মনোনীত’। মঙ্গলবার ছাত্র সংসদ নির্বাচনে মোট ৩৪টি আসনের সবক’টিতেই দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। লড়াইয়ে ছিল এসএফআই-ও। ফল বেরোতে দেখা যায়, পিন্টুবাবুর গোষ্ঠী জিতেছে ১৯টি আসনে। শ্যামলবাবুর গোষ্ঠী জয়ী ১৪টি আসনে। একটি আসন পেয়েছে এসএফআই। ফল বেরনোর পরে বহু চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি শ্যামলবাবুর সঙ্গে। তবে পিন্টুবাবুর প্রতিক্রিয়া, “এই নির্বাচনে আমাদেরই জেতার কথা। অন্যেরা প্রার্থী দিয়েছিল বটে, কিন্তু কলেজের পড়ুয়াদের মধ্যে কারা বেশি গ্রহণযোগ্য ভোটের ফলে তা স্পষ্ট হয়ে গিয়েছে।” টিএমসিপি-র দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি আজিজুর মোল্লা বলেন, “নির্বাচনের আগে কিছু ব্যাপারে সমস্যা হয়েছিল ওই দুই গোষ্ঠীর মধ্যে। দু’পক্ষ তাই আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে ওদের সমস্যা মিটে যাবে বলে আমরা আশাবাদী।”

জাতীয় পতাকা না তোলায় স্কুলে তালা
সোমবার কেন স্কুলে জাতীয় পতাকা তোলা হয়নি সেই অভিযোগ-সহ আরও কয়েকটি দাবিতে মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ফলে ব্যাহত হয় পঠনপাঠন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীরা জানান, স্থানীয় সমস্ত স্কুলে নেতাজির জন্মদিনে জাতীয় পতাকা তোলা হয়েছে। কিন্তু এই স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকলেও শিক্ষক শিক্ষিকারা কেউ এ দিন স্কুলে আসেননি। গ্রাম শিক্ষা কমিটির সভাপতি তথা স্থানীয় কনিয়াড়া-১ পঞ্চায়েতের সদস্য বৃন্দাবন হালদারের অভিযোগ, ছাত্রছাত্রীদের পোশাক কেনার টাকা বিদ্যালয়ে এলেও তা এখনও দেওয়া হয়নি। মিড-ডে মিলও সঠিকভাবে চলছে না। প্রধান শিক্ষক হিমাংশু শেখর বিশ্বাস বলেন, “শিক্ষক শিক্ষিকারা বহু দূর থেকে আসেন। তাই তারা সোমবার আসেননি। যদিও পতাকা না তোলাটা ভুল হয়েছে। পোশাক কেনার টাকা সম্প্রতি স্কুলে এসেছে। শীঘ্রই তা বিতরণ করা হবে।” মিড-ডে মিল সঠিক ভাবেই চলছে বলে তাঁর দাবি।

মার-হুমকি বারাসতে, ধৃত ২
বারাসতের মনোরঞ্জনপল্লির এক বাসিন্দাকে মারধর ও হুমকির অভিযোগে মঙ্গলবার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্য এক জনের খোঁজ চলছে। তদন্তকারীরা জানান, ধৃতদের শনাক্ত করেছেন অভিযোগকারী। পুলিশ জানায়, রবিবার রাত দেড়টা নাগাদ মনোরঞ্জনপল্লির ওই বাসিন্দা কলকাতার অফিস থেকে ফিরছিলেন। তাঁর বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল রাজ, বিশ্বজিতেরা। গভীর রাতে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে কয়েক জনকে নিয়ে ওই যুবকেরা চড়াও হয় তাঁর বাড়িতে। হুমকি, কটূক্তি করা হয়। পুলিশ জানায়, জেরায় ধৃতেরা বলেছে, বিয়েবাড়ি থেকে ফিরছিল তারা। তখনই বচসা হয়।

স্মারকলিপি
মঙ্গলবার অশোকনগরের গুমার বাসিন্দা আইএনটিইউসি কর্মী দীপক আচার্যকে খুনে অভিযুক্তদের ধরার দাবিতে গ্রামবাসীরা অশোকনগর থানায় স্মারকলিপি দিলেন। তাঁদের দাবি, দীপকবাবুর মা পুত্রশোক সামলাতে না পেরেই মঙ্গলবার মারা গিয়েছেন। প্রশাসন যাতে দীপকবাবুর ১৩ বছরের মেয়ের দায়িত্ব নেয়, সেই দাবিও জানিয়েছেন তাঁরা।

গাঁজা সহ ধৃত
অশোকনগর থানার পুলিশ স্থানীয় পুংলিয়া বাজার থেকে এক দুষ্কৃতীকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। ধৃতের নাম বিজয় সরকার, বাড়ি স্থানীয় ২ নম্বর এলাকায়। ধৃতের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.