নদিয়ার কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন আগামী ১৭ ফেব্রুয়ারি। তার আগেই তেহট্ট মহকুমার দু’টি কলেজে মঙ্গলবার ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হল প্রশাসনিক মহলে। এবং বেতাই বি.আর অম্বেডকর ও করিমপুর পান্নাদেবী কলেজে ছাত্র পরিষদের দু’জন ছাত্র নেতাকে মারধরের ঘটনায় পের অভিযোগের আঙুল উঠল তৃণমূল ছাত্র পরিষদের দিকে সমথর্কদের দিকে।
ছাত্র পরিষদের দিয়া জেলা সাধারণ সম্পাদক রঞ্জন মণ্ডলের অভিযোগ, ‘‘বেতাই বি.আর.অম্বেডকর কলেজ ইউনিটের ছাত্র পরিষদের সভাপতি তন্ময় বিশ্বাস ও করিমপুর পান্নাদেবী কলেজের ছাত্র পরিষদের সহ সভাপতি পিয়ারুল শাহকে বেধড়ক মারধর করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ওই দুই ছাত্রকেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন দূর্বল হয়ে পড়ায় ওরা কলেজে মারধর করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।’’ অন্য দিকে তৃণমূল ছাত্র পরিষদের জেলার সহ সভাপতি পীযূষ মণ্ডল বলেন, ‘‘বেতাই কলেজে বন্ধুবান্ধবদের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হয়েছিল। তা মিটেও গিয়েছিল। সেই সামান্য বিষয়টিকে নিয়ে ছাত্র পরিষদ অহেতুক বাড়াবাড়ি করছে। আর করিমপুর পান্নাদেবী কলেজে একটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে ঠিকই। তাতে আহত তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই।’’ তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘কলেজে কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৭ জানুয়ারি কলেজ নির্বাচন সংক্রান্ত বিষয়ে পুলিশ, কলেজ কর্তৃপক্ষ, এলাকার সমস্ত রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। কলেজ নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় সে ব্যাপারে সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।’’ |