কামদাকিঙ্করের শেষ আটে ফরাক্কার দু’দল
কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি গোল্ড কাপ ফুটবলের শেষ আটে জায়গা করে নিল ফরাক্কার লালজঙ্গি ও কলাইডাঙা আদিবাসী ক্লাব। তিন বছর এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে ফরাক্কা। বুধবার আটটি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে সুতির ছাবঘাটি ও জঙ্গিপুরের জোতকমল মাঠে। সেমিফাইনাল হবে আগামী সপ্তাহে।
১৩টি জোনের মোট ২৫৬টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয় ১৩ নভেম্বর। সূচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এ বছর মুর্শিদাবাদের পাশাপাশি অন্তর্ভুক্ত হয় বীরভূমও। প্রণব মুখোপাধ্যায়ের বাবার স্মৃতিতেই ২০০৮ সাল থেকে এই প্রতিযোগিতার শুরু করা হয়। মূল পর্বে সুযোগ পাওয়া ফরাক্কার দু’টি দলের অনেকেই মালদহ জেলার ক্লাব ফুটবল খেলেন। লালজঙ্গির ফুটবল প্রশিক্ষক সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দলের হয়ে সাবু হেমব্রম, বিনোদ ওঁরাও-সহ আরও অনেকেই খেলছেন। সাবু সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন। আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত।” কলাইডাঙা আদিবাসী ক্লাবের অধিনায়ক সকুল হেমব্রম বললেন, “ফুটবলের লড়াইয়ে ওদের এক ইঞ্চি জমিও ছাড়ব না। ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী আমরা।” এক সময়ে আইএফএ শিল্ড মালদহের হয়ে খেলেছিলেন বিষ্ণু চৌধুরী। তিনি বলেন, “প্রচন্ড ঠান্ডায় এ বারের প্রতিযোগিতায় প্রাণবন্ত ফুটবল দেখতে পাইনি। লালবাগ, লালগোলা ও ছাবঘাটির মাঠ ছাড়া সে ভাবে দর্শকও আসেননি। শেষ আটের খেলায় বেশ ভালোই লড়াই হবে বলে মনে হচ্ছে।” বেলডাঙা ফুটবল কোচিং একাদশের টিম ম্যানেজার হাসানুজ্জামান বলেন, “আমাদের দলে জেলা ফুটবলের ইকবাল হোসেন, সুব্রত সরকার রয়েছেন। জেলা জুনিয়র ফুটবলের অনেকেই আছেন।” গোল্ড কাপ ফুটবলের কো-অর্ডিনেটর মুক্তিপ্রসাদ ধর বলেন, “জঙ্গিপুরের যে মাঠে এই খেলার সূচনা, গত দু’ বছর ধরে সেই মাঠ সংস্কার হচ্ছে। শহরের মানুষ এই প্রতিযোগিতা দেখার সুযোগ পাচ্ছেন না। ২৫৬টি দলকে নিয়ে প্রতিযোগিতা চালানোর ক্ষেত্রে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। এ বার প্রতিযোগিতায় জেলার ৩০টি মাঠে খেলা হয়েছে।”
আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি কেকেএম গোল্ড কাপের ফাইনাল হওয়ার কথা ছিল। সেদিন কলকাতায় মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলাও রয়েছে। এ জন্য ফাইনালের তারিখ পিছিয়ে ৫ ফেব্রুয়ারি করা হয়েছে। ওই দিন মাঠে থাকবেন প্রণববাবু নিজেও। ফাইনাল শুরু হবে বেলা ১টায়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে এ রাজ্যে এত দলকে নিয়ে কোনও প্রতিযোগিতা এর আগে হয়নি। ১৩টি জোনে ২৫৬টি দলকে অন্তর্ভুক্ত করা হলেও কার্যত আরও ৫০টি দল খেলেছে প্রাথমিক বাছাই পর্বে। ১৩টি জোন থেকে ২৬টি দল উঠে এসেছে চুড়ান্ত পর্বে। তাদের মধ্যে থেকে জয়ী আটটি দলের খেলা শুরু হচ্ছে আজ থেকে। মাঠের অভাবে রঘুনাথগঞ্জ শহরে ফাইনাল হচ্ছে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.