টুকরো খবর
চন্দ্রি পঞ্চায়েতে গোলমাল
টেন্ডার ফর্ম তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার ঝাড়গ্রামের চন্দ্রি পঞ্চায়েত কার্যালয়ে তুমুল গণ্ডগোল বাধে। সিপিএমের প্রধানকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন তৃণমূল সমর্থকেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিন টেন্ডার ফর্ম তুলতে গিয়েছিলেন তৃণমূল-সমর্থক কয়েক জন যুবক। তাঁদের পূর্ব-অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র না-থাকায় ফর্ম দিতে অস্বীকার করেন পঞ্চায়েত-কর্তৃপক্ষ। এর পরই শুরু হয় বিক্ষোভ। প্রধানের বিরুদ্ধে দলবাজি, পক্ষপাতিত্ব ও দুর্নীতির অভিযোগে সোচ্চার হন তৃণমূল সমর্থকেরা। এমনকী কম্বল না-পাওয়া নিয়ে বেহুলা খামরুই নামে স্থানীয় এক মহিলাও এ সময়ে বচসায় জড়িয়ে পড়েন প্রধানের সঙ্গে। বেহুলাদেবীর অভিযোগ, বচসার সময়ে প্রধান দুলাল মাদুলি তাঁকে মারধর করেন। দুলালবাবুর পাল্টা অভিযোগ, “বেহুলাদেবীই আমাকে জুতোপেটা করেছেন।” ঝাড়গ্রামের বিডিও সুদীপনারায়ণ ওঝা বলেন, “টেন্ডার ফর্ম বিলিকে কেন্দ্র করেই গণ্ডগোল। পূর্ব অভিজ্ঞতা-সংক্রান্ত শংসাপত্র নেই এমন ব্যক্তিকে ফর্ম দেওয়া যাবে না।”

কলাইকুন্ডা-ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ধৃত
কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি ও নিমপুরা পুলিশ ফাঁড়িতে প্রজাতন্ত্র দিবসে মাওবাদীদের সম্ভাব্য হামলার ‘ষড়যন্ত্রে’ এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়গ্রামের আক্রাশোলে ধৃত বাসুদেব মাহাতো নামে ওই প্রৌঢ়কে মঙ্গলবার তোলা হয় আদালতে। ১৪ দিনের জন্য তাঁকে জেল-হাজতে পাঠানো হয়। বাসুদেব আগেও রাষ্ট্রদ্রোহ-সহ নানা অভিযোগে জেল খেটেছেন। বৃহস্পতিবার ঝাড়গ্রামের নুনিয়াশোল, আক্রাশোলের জঙ্গল এলাকায় তল্লাশির সময়ে যৌথ বাহিনী মাওবাদী ডেরার সন্ধান পায়। ডেরায় পাওয়া ম্যাপে দেখা যায়, কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির কাছে নিমপুরা পুলিশ ফাঁড়িটিকে বিশেষ ভাবে চিহ্নিত করা হয়েছে। সেই সূত্রেই গোয়েন্দা বিভাগ প্রজাতন্ত্র দিবসে হামলার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেয়।

সড়ক ছিনতাইয়ে ধৃত
সড়ক ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, সোমবার রাতে ঝাড়গ্রামের মোহনপুরের জঙ্গলে ৬ নম্বর জাতীয় সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েক জন। ওই সময় পুলিশের হাতে সীতারাম শবর নামে এক যুবক ধরা পড়ে। ধৃতের কাছ থেকে তিন রাউন্ড গুলি-সহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয় বলেও পুলিশের দাবি। অন্যরা অবশ্য চম্পট দেয়। মঙ্গলবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হলে সীতারামের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ হয়।

অবস্থান চলছে
দু’সপ্তাহ হয়ে গেলেও পুনর্বাসন এবং কর্মসংস্থানের দাবিতে অবস্থানে অনড় হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতি। গত ১১ জানুয়ারি থেকে সংগঠনের সদস্যেরা বন্দরের প্রধান প্রশাসনিক ভবন জওহর টাওয়ারের কিছু দূরে অবস্থানে বসেন। মঙ্গলবার বিকেলে তারা টাউনশিপের মাখনবাবুর বাজার এলাকায় বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচার চালান। তাঁদের অভিযোগ, ৪৯ বছর আগে বন্দর কর্তৃপক্ষকে জমি দিয়েও মেলেনি পুনর্বাসন ও চাকরি। সংগঠনের সম্পাদক রতন মাইতির দাবি, “চাকরি হয়নি। মিলেছে প্রতিশ্রুতি।”

উৎসবের উদ্বোধন
শুরু হল কন্টাই পালপাড়া সারদাদেবী মহিলা মণ্ডল পরিচালিত ১৭তম কৃষি-শিল্প-পর্যটন ও বিজ্ঞান উৎসব। সোমবার উৎসবের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও বিশ্বনাথ চক্রবর্তী। পটাশপুর-১ ব্লকের বারুইপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে এই উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, তামিলনাড়ু, অসম, সিকিম-সহ বিভিন্ন রাজ্য এমনকী বাংলাদেশ, শ্রীলঙ্কা, রাশিয়ার লোকসংস্কৃতির দল অনুষ্ঠান পরিবেশন করবে। নানা প্রদর্শনী, আলোচনাসভা, কর্মশালারও আয়োজন করা হয়েছে।

কাঁথিতে মহিলা থানা
চলতি মাসে কাঁথিতে চালু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রথম মহিলা থানা। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উজ্জ্বল ভৌমিক বলেন, “কাঁথি থানার পাশেই নতুন এই মহিলা থানা চালু হবে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা থানার উদ্বোধন কে করবেন তা ঠিক হলেই থানা চালু হয়ে যাবে। মহিলাদের সম্পর্কিত বিভিন্ন মামলা দেখাশোনার জন্য রাজ্যে প্রথম পর্যায়ে দশটি মহিলা থানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কাঁথিই জেলার মধ্যে মহিলা থানার অনুমোদন পেয়েছে।

জয়ী চন্দনেশ্বর
সোহাগিনী করণ ও মাধব সাউ স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়ী হয়েছে ওডিশার চন্দনেশ্বর ক্লাব। মঙ্গলবার মুখোমুখি হয়েছিল কলকাতা একান্ন পল্লি অগ্রণী সঙ্ঘ এবং চন্দনেশ্বর ক্লাব। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে চন্দনেশ্বর নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে অগ্রণী সংঘ ১৬ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করে।

নেতাইয়ের দাবি
নেতাই-কাণ্ডে পলাতক সিপিএম নেতা-নেত্রীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে লালগড়ের মূলাপাড়ায় মিছিল ও পথসভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূলের ধরমপুর অঞ্চল সভাপতি দিলীপ মাহাতো, অঞ্চল-সম্পাদক বনবিহারী মহাপাত্র, স্থানীয় নেতা কৃষ্ণপ্রসাদ মানা, সুনীল দাস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.