অর্থ সংগ্রহে পথে দীপক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা সম্মেলনের খরচ তুলতে শেষমেশ পথে নামলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। আগামী ৩১ জানুয়ারি থেকে মেদিনীপুর শহরে শুরু হবে সিপিএমের ২১ তম জেলা সম্মেলন। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা সম্মেলন উপলক্ষে অর্থ সংগ্রহ অভিযান চলছে। মঙ্গলবার বিকেলে শহরের বড়বাজার এলাকার দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করেন দীপকবাবু। |
|
সামনেই জেলা সম্মেলন। অর্থ সংগ্রহে পথে সিপিএমের জেলা সম্পাদক।
মঙ্গলবার মেদিনীপুরের বড়বাজারে সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি। |
সঙ্গে ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন, বিজয় পাল থেকে শুরু করে শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী, হিমাদ্রি দে, সারদা চক্রবর্তী প্রমুখ। যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অর্থ সংগ্রহে সামিল হন। শুধু অর্থ সংগ্রহই নয়, সেই সঙ্গে প্রকাশ্য সমাবেশের প্রচারও চলে।
১ ফেব্রুয়ারি কলেজ মাঠের সমাবেশে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু প্রমুখ। অর্থ সংগ্রহে বেরিয়ে দীপকবাবুকেও বলতে শোনা যায়, “শুধু অর্থ সাহায্য করলেই হবে না, সমাবেশেও যেতে হবে।” এ দিন অবশ্য কয়েকটি দোকান থেকে খালি হাতেই ফিরতে হয় জেলা সম্পাদককে। |
|
ঝাড়গ্রাম শহরে সিপিএমের জেলা সম্মেলনের প্রচার। নিজস্ব চিত্র। |
সংশ্লিষ্ট দোকানের মালিক ও কর্মীরা নানা যুক্তিতে অর্থ সাহায্য করতে অস্বীকার করেন। কোথাও ২০০ টাকা চেয়ে ২০ টাকা সাহায্য আসে। অভিযানে সামিল সিপিএমের জেলা কমিটির এক নেতা বলছিলেন, “এমন পরিস্থিতি আগে কখনও হয়নি। আগে দোকানের সামনে দাঁড়ালেই সবাই অর্থ সাহায্য করতে এগিয়ে আসতেন। এ বার দোকানের ভিতরে ঢুকে টাকা দেওয়ার জন্য দোকানদারদের জোরাজুরি করতে হচ্ছে।” |
|