|
|
|
|
সন্ন্যাসিনীদের হাতে ‘এপিক’ দেবে প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোটা দেশের সঙ্গেই আজ, বুধবার জাতীয় ভোটার-দিবস পালন হবে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এই জেলার অনুষ্ঠানে এ বার থাকছে একটি চমকও। এত দিন মেদিনীপুর সারদা আশ্রমের সন্ন্যাসিনীদের ভোটাধিকার ছিল না। ছিল না সচিত্র পরিচয়পত্রও। এ বার তাঁদের ভোটার তালিকায় সংযুক্ত করা হল। জাতীয় ভোটার-দিবসের অনুষ্ঠানেই ১১ জন সন্ন্যাসিনীর হাতে সচিত্র পরিচয়পত্র (এপিক) তুলে দেবে প্রশাসন। মেদিনীপুর সদরের মহকুমাশাসক সুরজিৎ রায় বলেন, “আমরা সমস্ত উপযুক্ত ব্যক্তিকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। এ বার সারদা আশ্রমের সন্ন্যাসিনীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হল।”
সচিত্র পরিচয়পত্র না থাকলে নানা সমস্যায় পড়তে হয়। এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে সচিত্র পরিচয়পত্র খুবই জরুরি। এমনকী সচিত্র পরিচয়পত্র না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাও সমস্যার। সরকারি সাহায্য মেলাও দুষ্কর। সন্ন্যাসিনীদেরও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এত দিন প্রশাসনও যেমন ভোটার তালিকায় তাঁদের নাম তুলতে এগিয়ে যায়নি, তেমনই সন্ন্যাসিনীরাও নাম তোলার জন্য আবেদন করেননি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই আশ্রমের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মহকুমাশাসক। তখনই সন্ন্যাসিনীরা তাঁদের সমস্যার কথা জানান। তারপরই মহকুমাশাসক উদ্যোগী হয়ে সন্ন্যাসিনীদের নাম তালিকায় তোলার ব্যবস্থা করেন। মেদিনীপুর পুরসভায় এক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ন্যাসিনীদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহকুমাশাসক।
এ দিন বিভিন্ন ব্লক, পুরসভায় যেমন অনুষ্ঠান হবে তেমনই জেলাস্তরেও কালেক্টরেটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় ভোটার দিবস পালনের আগে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এ বার। রচনা লেখা, বিতর্ক প্রভৃতি। প্রতিযোগিতায় সফলদের এ দিন পুরস্কৃত করা হবে। |
|
|
|
|
|