|
|
|
|
ক্ষোভ বীরসিংহ গ্রামে |
উদ্বোধনের বছর পার হলেও চালু হয়নি আইটিআই |
অভিজিৎ চক্রবর্তী • ঘাটাল |
পলেস্তারা খসে পড়ছে। ছাদ থেকেও জল পড়ে। ঘাটাল ব্লকে বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া সরকারি আইটিআই কলেজটি চালু হল না এখনও।
বছরখানেক আগে ঘটা করে কলেজটির উদ্বোধন হয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানে দফতরের (কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ) তৎকালীন মন্ত্রী চক্রধর মেইকাপ প্রতিশ্রুতি দিয়েছিলেন, মাসখানেকের মধ্যেই কলেজে ছাত্র ভর্তি শুরু হবে। কিন্তু এক বছর পরেও কলেজটি তালা ঝোলানো অবস্থাতেই রয়েছে। কবে কলেজ চালু হবে তা বলতে পারেননি রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অধিকর্তা হরিপ্রসন্ন দে-ও। তিনি শুধু বলেন,“ওই আইটিআই কলেজ দ্রুত চালুর চেষ্টা চলছে।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইটিআই চালুতে উদ্যোগী হচ্ছে না রাজ্যের নতুন সরকারও।
এলাকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই বীরসিংহ গ্রামে আইটিআই কলেজ চালুর পরিকল্পনা হয়েছিল। প্রকল্পটি সফল করে তুলতে সক্রিয় ভূমিকা নিয়েছিল বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। প্রাথমিক ভাবে কলেজটিতে ফিটার, ইলেকট্রিসিয়ান, মোটর ভেহিক্যাল মেকানিক, সার্ভেয়ার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং মেকানিক এবং এগ্রিকালচারাল মেশিনারি মেকানিকএই কোর্সগুলির ২টি করে ইউনিট চালু হওয়ার কথা। প্রতিটি ইউনিটে ২৫-৩০ জন করে ছাত্র প্রশিক্ষণ নিতে পারবেন বলে ঠিক হয়েছিল। ৬ মাস থেকে ১ বছরের এই কোর্স শেষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ছাড়াও ব্যবসা শুরুরও সুযোগ পেতে পারতেন প্রশিক্ষিতরা। আইটিআইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে মহকুমার বেকার যুবকরা আশায় বুক বেঁধেছিলেন। এক বছরেও কলেজ চালু না হওয়ায় তাঁরা হতাশ।
বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামকে ‘মডেল’ গ্রাম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি ভাবে এর আগেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির তরফে উদ্যোগী হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও। গ্রামে তৈরি হয়েছিল গেস্ট হাউস। যেটি এখন অব্যবহৃত অবস্থায় পড়ে । কয়েক কোটি টাকা ব্যয়ে চালু করা হয়েছিল বিদ্যাসাগর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড। বেশ কয়েক বছর আগে ঘটা করে উদ্বোধনের পরে সেই বাসস্ট্যান্ডটিও এখন ফাঁকা পড়ে রয়েছে। নতুন করে বাস নামেনি রুটে। যে গুটিকয় বাস চলে, সেগুলিও উপযুক্ত পরিকাঠামো নেই বলে ওই বাসস্ট্যান্ডে যায় না। ফাঁকা বাসস্ট্যান্ড এখন অসামাজিক কার্যকলাপের আখড়া।
মুখ থুবড়ে পড়েছে সাক্ষরতা অভিযান, বাড়ি বাড়ি শৌচাগার, পানীয় জল প্রকল্পের উদ্যোগ। অভিযোগ, সরকারি তদারকির অভাবেই বীরসিংহ গ্রামে আজ সব থেকেও কিছু নেই। এই পরিস্থিতিতে প্রশাসনিক গড়িমসিতে আইটিআই কলেজটিও এক দিন ভূতুড়ে আস্তানায় পরিণত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। যদিও ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের আশ্বাস, “যাতে চলতি বছরেই প্রতিষ্ঠানটি চালু হয়, তার জন্য দফতরের মন্ত্রীর সঙ্গে কথা বলব।” |
|
|
|
|
|