মহাত্মা গাঁধী জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি আইন বা একশো দিনের কাজের প্রকল্পে গতি আনতে তৎপর হয়েছে রাজ্য সরকার। মজুরি পেতে দেরি হওয়া এই প্রকল্পে জনপ্রিয়তার অভাবের একটি কারণ বলে বহু দিন ধরেই প্রশাসনের একাংশ জানিয়ে আসছেন। এই সঙ্কটের মোকাবিলায় এ বার প্রোগ্রাম অফিসার তথা বিডিওদের হাতে রিজার্ভ ফান্ড বাবদ ৪০ লক্ষ করে টাকা দেওয়া হয় হুগলি জেলার কয়েকটি ব্লকে। ১৮টি ব্লকের মধ্যে প্রথম পর্যায়ে এই ফান্ড দেওয়া হয়েছে আরামবাগ, গোঘাট-২, বলাগড়, পাণ্ডুয়া, পোলবা ও দাদপুরকে। সব ক’টি ব্লকেই পর্যায়ক্রমে এই টাকা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। কাজের গতির নিরিখে ধাপে ধাপে বাকি ব্লকগুলিতেও এই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। হুগলির জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন বলেন, “যে সব জায়গায় বেশি কাজ হচ্ছে, সেখানে শ্রমিকদের মজুরি দিতে যাতে কোনও সমস্যা না হয়, সে কারণেই এই তহবিলের ব্যবস্থা।” এই তহবিলের টাকা থেকে প্রয়োজনে দ্রুত মজুরি মেটানো যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম দেবাঞ্জন পান (১৭)। বাড়ি জাঙ্গিপাড়ার শিবতলায় বাজারে। সকাল ৭টা নাগাদ সে বাড়ির কাছে জাঙ্গিপাড়া-হরিপাল রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। গরু-বোঝাই ট্রাক পিষে দেয় তাকে।
|
শ্রীরামপুরের সংগঠন যুবভারতী সঙ্গীত কলাকেন্দ্রের অষ্টাদশ বার্ষিক সমাবর্তন উৎসব গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত হল বেলুড় মঠের বিবেকানন্দ সভাগৃহে। সংগঠনের সম্পাদক ব্রজ চক্রবর্তী জানান, সঙ্গীত, অঙ্কন, আবৃত্তি বিষয়ে শ’পাঁচেক শিক্ষার্থীকে ডিপ্লোমা, শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি, পরিবেশিত হয় সঙ্গীতানুষ্ঠান। শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
|
উদয়নারায়ণপুরের ভবাণীপুরে বিবেকানন্দ শিশুশিক্ষা নিকেতনের উদ্যোগে ২২ জানুয়ারি রবিবার, শিশু উৎসব আয়োজিত হয়। নাচ-গান-তাৎক্ষণিক বক্তৃতা-সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে। |