দাপুটে মমতা নিশ্চয়ই উপজাতি, বিশ্বাস মণিপুরের
রাস্তার মাপ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। মাঠে রাতভর কাজ চলছে। চলছে লোকগান, লোকনৃত্যের ব্যস্ত মহড়া। বাংলার ‘উপজাতি’ নেত্রী তথা মুখ্যমন্ত্রী আসছেন বলে কথা!
উপজাতি! হ্যাঁ, উপজাতি-ই। অন্তত মণিপুরের জন্য। আপাতত ‘বাঁড়ুজ্জে’ পদবী শিকেয় তোলা থাক। প্রদেশ সভানেত্রী থেকে শুরু করে স্থানীয় মহিলা মহলে দৃঢ় বিশ্বাস, যে মহিলার এমন দাপট, এত লড়াকু মেজাজ, তিনি উপজাতি না হয়ে যান না। মণিপুরের সভানেত্রী, কুকি উপজাতির নেত্রী তথা প্রাক্তন সাংসদ কিম গাংতে সাংবাদিকদেরই উল্টে জিজ্ঞাসা করে বসেন, “কেন, আপনাদের কী দিদিকে দেখে উপজাতি মনে হয় না? সুবিধাভোগী, উচ্চশ্রেণির লোকেরা কী মা, মাটি, মানুষের কথা ভাবে, না বলে? তারা কেবল টাকা লুঠতে চায়। নিচুতলার উপরে অত্যাচার চালাতে চায়। মমতা লড়াই করে বাংলা থেকে তাদের তাড়িয়েছেন। আশা করি এখানেও ‘ট্রাইবাল স্পিরিট’-এরই জয় হবে।” কার্যত তৃণমূল নামের সঙ্গে অত্যাচারিত নিম্ন শ্রেণির যোগ আর দিদির চেহারার ‘মেইতেই’ আদলকে সামনে এগিয়ে দিয়েছে মণিপুর তৃণমূল। আগামী কাল বিস্তর লোকগান, লোকনৃত্যের মাধ্যমে, দিদিকে স্বাগত জানাতে তৈরি কুকি, মেইতেইরা।
আজ দলের সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়, সাংসদ কে ডি সিংহ ও ডেরেক ও’ব্রায়েন সভাস্থল ও মমতার কনভয় যাওয়ার পথ সরেজমিনে ঘুরে দেখেন। পুলিশকে সঙ্গে নিয়ে মাপজোক চলল। কত গতিতে চলবে গাড়ি, কতটা সময়ে বিমানবন্দর থেকে মমতাদেবী লাইজং ময়দানে পৌঁছবেন। পরিদর্শক সৌরভ চক্রবর্তীর হিসেব অনুযায়ী ১ টা ৪৫ মিনিটে বিমানবন্দরে নামছেন দিদি।
সেখান থেকে সভাস্থলে যেতে বেলা আড়াইটে। থাকবেন চারটে অবধি।
মমতার সভাস্থলের ‘ফিনিশিং টাচ’-এর কাজ আজ রাতভর চলবে। তৃণমূল নেতা থেকে সদস্য, সকলেই ক্যাম্প ফায়ারের মেজাজে। রাতটা মাঠেই কাটাবেন ঠিক করেছেন। পার্বত্য মণিপুরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও দিনের পর দিন সভা করছেন। কিন্তু নিরাপত্তার এমন আঁটুনি, সভা নিয়ে এমন উচ্ছাস কোথাও নেই।
সব তো হল, কিন্তু জনসভার মূল প্রাণ তো ‘জনতা’। সেখানেই সিঁদুরে মেঘ। সভায় কত মানুষ আসবেন তা নিয়ে রাত অবধি ধন্দে তৃণমূল নেতারা। মূল সমস্যা জঙ্গিদের যৌথ মঞ্চের ডাকা বন্ধ। স্থানীয় নেতারা বলছেন, পশ্চিমবঙ্গে শুনেছি এক লক্ষ মানুষ জনসভায় আসেন! এখানে এক একটি কেন্দ্রে মোট ভোটারই ২০ থেকে ৩০ হাজার। তার উপর আগামী কাল বিকেল থেকে বন্ধের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। তাই দূরের মানুষ আসবেন না বলেই ধরে নেওয়া যায়। ভোটে আসন জেতা আপাতত শিকেয় তোলা থাক, লক্ষ মানুষের সামনে ভাষণ দিতে অভ্যস্ত বাংলার নেত্রীর সামনে ৫ হাজারের ভিড় জুটিয়ে মুখ রক্ষা করতেই আপাতত ব্যস্ত মণিপুরের তৃণমূল কংগ্রেস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.