সাম্প্রতিক কালে উত্তর-পূর্বের সবচেয়ে বড় অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে আজ অসমের ৯টি জঙ্গি সংগঠনের প্রায় ৭০০ জঙ্গি অস্ত্র জমা দিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম আশ্বাস দিলেন, সকলকে সমান চোখে দেখা হবে। সমাজের মূল স্রোতে ফিরে আসতে জঙ্গিদের পাশে দাঁড়াবে কেন্দ্র ও রাজ্য। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জঙ্গিদের স্বাগত জানিয়ে বলেন, “অসমের প্রায় সব জঙ্গি সংগঠনই সমাজের মূল স্রোতে ফিরে এল। আজ বড় আনন্দের দিন। আশা করি বাকিরাও দ্রুত শান্তির পথে হাঁটবে।”
গুয়াহাটির সরুসজাই ক্রীড়াঙ্গনে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানটি হয়। চিদম্বরম ছাড়া হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান খগেন শর্মা। আদিবাসি ও কুকি উপজাতির যে নয়টি জঙ্গি সংগঠন অস্ত্র জমা দিল তারা হল, আদিবাসী কোবরা মিলিটান্ট্স অফ অসম, বিরসা কম্যান্ডো ফোর্স, সাঁওতাল টাইগার ফোর্স, আদিবাসী পিপল্স আর্মি, আদিবাসী ন্যাশনাল লিবারেশন আর্মি, কুকি লিবারেশন আর্মি, কুকি রেভেলিউশনারি আর্মি ও ইউনাইটেড কুকি ডিফেন্স আর্মি। মোট ৬৭৬ জন জঙ্গি অনুষ্ঠানে হাজির ছিলেন। |
চিদম্বরম বলেন, “অতীত ভুলে যান। এ বার ভবিষ্যতের দিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে তাকাবার সময় এসেছে। আপনারা ফের ঘরে ফিরেছেন, সমাজে ফিরেছেন। প্রত্যেকে যাতে সম্মানের জীবন যাপন করতে পারেন সেই দায়িত্ব রাজ্য ও কেন্দ্র ভাগাভাগি করে নেবে।” অস্ত্র জমা দেওয়া জঙ্গিদের তিনি গোলাপ উপহার দেন। অস্ত্র জমা দেওয়া সংগঠনগুলি ইতিমধ্যেই সংঘর্ষবিরতিতে রয়েছে। পাকাপাকি শান্তি চুক্তি না হওয়া অবধি তাদের সরকার স্বীকৃত শিবিরে রাখা হবে। তবে জঙ্গি নেতারা একান্তে জানান, সব অস্ত্র তাঁরা জমা দেননি। চুক্তি পাকা হলে তবেই সব অস্ত্র জমা দেওয়া হবে। আদিবাসী কোবরাদের চেয়ারম্যান জারভেজ খাকা বলেন, “আমাদের দাবি পূরণের আশ্বাস পেয়েই সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সরকার আমাদের নিরাশ করবে না।” কুকিদের বক্তব্য, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে নিরীহ মানুষদের রক্তপাত হয়েছে। তার জন্য তারা অনুতপ্ত। |