ভরা বিকেলে কসবার মতো জনবহুল এলাকায় এক মহিলার হার ছিনিয়ে, তাঁকে গুলিবিদ্ধ করে পালিয়ে গেল মোটরবাইক চেপে আসা তিন দুষ্কৃতী। মঙ্গলবার কসবা থানা এলাকার রাজকিশোর চ্যাটার্জি স্ট্রিটের এই ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ মহিলার নাম বিদ্যা দেশাই (৩৫)। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর পেটে গুলি লেগেছে। রাতেই তাঁর অস্ত্রোপচার হয়।
দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই বিদ্যা জখম হন কি না, সে ব্যাপারে প্রথমে নিশ্চিত ছিল না পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বলেন, “চিকিৎসকেরা প্রাথমিক ভাবে জানান, মহিলার শরীরের ক্ষতটি গুলি লেগেই কি না, তা নিয়ে তাঁরা নিশ্চিত নন। রাতে অবশ্য হাসপাতাল জানায়, ওই মহিলার পেটে গুলিই লেগেছে।”
|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাজকিশোর চ্যাটার্জি স্ট্রিটে এক বহুতলের দোতলায় সপরিবার থাকেন সেন্ট্রাল এক্সাইজের কর্মী রামরাও দেশাই। এ দিন বিকেলে তাঁর স্ত্রী বিদ্যা দুই মেয়ে রচনা ও প্রেরণাকে নিয়ে বহুতলের সামনের মাঠে ব্যাডমিন্টন খেলতে যান। তদন্তে পুলিশ জেনেছে, একটি মোটরবাইকে তিন দুষ্কৃতী বিদ্যার পাশে ঘোরাফেরা করতে থাকে। এক সময়ে বিদ্যার খুব কাছে চলে যায় তারা। আচমকা মহিলার গলা থেকে সোনার মঙ্গলসূত্র (হার) ছিনিয়ে নেয়। বিদ্যা চিৎকার করে বাইকের পিছনের অংশ আঁকড়ে ধরেন। ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। পুলিশকে বিদ্যা জানান, তিন যুবক বাইক থেকে নেমে তাঁকে গুলি ছুড়ে পালায়।
রামরাওয়ের প্রতিবেশী বিশ্বজিৎ ঘোষ জানান, পরিচারিকার কাছে শুনে তিনি নীচে নেমে দেখেন, মাঠে পড়ে কাতরাচ্ছেন বিদ্যা। রামরাও ফ্ল্যাটেই ছিলেন। বিশ্বজিৎবাবুই তাঁকে ডাকেন। পাড়ার লোকজনকে সঙ্গে নিয়ে তাঁরা বিদ্যাকে হাজরার একটি হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে ফাঁকা একটি কার্তুজ ও দু’পাটি চটি মিলেছে। |