আমেরিকার বাঙালিদের শহরে টানতে উড়ান
মার্কিন মুলুকের বাঙালিদের সঙ্গে কলকাতার যোগাযোগ বাড়াতে এ বার ডালাস ও সিয়াটল থেকে উড়ান চালু করছে এমিরেটস।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের দুশ্চিন্তা বাড়িয়ে টিমটিম করতে থাকা ইউরোপ যাওয়ার একমাত্র বিমান সংস্থা লুফৎহানসাও উড়ান তুলে নিচ্ছে। ফলে আমেরিকার বাঙালিরা এ বার আশার আলো দেখছেন এমিরেটসকে ঘিরেই।
যেমন, মৌলালিতে বড় হওয়া অভিজিৎ ব্রহ্মচারী। থাকেন বস্টনে। বছরে এক বার আসেন কলকাতায়। আগে ব্রিটিশ এয়ারওয়েজের উড়ানে বস্টন থেকে লন্ডন ঘুরে কলকাতা পৌঁছতেন। তারা কলকাতা থেকে উড়ান তুলে নেওয়ায় লুফৎহানসাই ছিল ভরসা। আবার বেলঘরিয়ার তাপস চক্রবর্তীও আমেরিকার কানসাসে ব্যবসা করেন। বাড়ি আসতে দেড় ঘণ্টা উড়ে শিকাগো বা আড়াই ঘণ্টা উড়ে নিউ ইয়র্ক যেতে হয়। সেখান থেকে দিল্লি ঘুরে কলকাতা। তাই ডালাস ও সিয়াটল থেকে এমিরেটসের উড়ান চালুর খবরে খুশি তাঁরা। কলকাতা-দুবাই রুটে এমিরেটস এখন সপ্তাহে বারোটা উড়ান চালায়।
ডালাস ও ফোর্টওয়ার্থ কলকাতা-হাওড়ার মতো ‘টুইন সিটি’। ৮০০ বাঙালি পরিবার আছে। তাঁরা প্রতি বছর কলকাতা আসেন। ডালাসের বাসিন্দা অমলবাবু বলেন, “এই উড়ানে ডালাসের সুবিধা হবে, ভাল ব্যবসা করবে এমিরেটসও।” সংস্থাটির যাত্রী পরিষেবার এগ্জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থিয়েরি আন্তিনরি উড়ানের সূচনার জন্য ডালাসে এসে জানান, অন্য মার্কিন শহর থেকেও উড়ান শুরু করতে চান।
ডালাসের ভারতীয়দের নিয়ে গ্রেটার ডালাস ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স আছে। তার চেয়ারম্যান এ কে মাগো জানান, ডালাসে ১,২০,০০০ ভারতীয় আছেন। দিনে ডালাস থেকে গড়ে ১৬০ জন দেশে ফেরেন। তাঁর মতে, এমিরেটসের তো লাভ হবেই, আমদানি-রফতানি ক্ষেত্রেও এই উড়ান সাহায্য করবে ডালাসের ভারতীয়দের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.