এলাকায় চুরি, ছিনতাই বন্ধে ব্যবস্থা নেওয়া-সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার ইলামবাজার থানায় স্থানীয় ব্যবসায়ীরা অবস্থান-বিক্ষোভ করেন। পরে তাঁরা থানায় স্মারকলিপি দেন। ইলামবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অনিলকুমার সাহার অভিযোগ, “গত কয়েক মাস ধরে পানাগড়-মোরগ্রাম জাতীয় সড়কের পাশে থাকা বাজার এলাকার সোনা-রুপোর দোকান, মোবাইলের দোকান, মনোহারি দোকানে চুরি হচ্ছে। অথচ একটিরও কিনারা করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।” তাঁদের দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার ও রাতে পুলিশের টহল বাড়ানোর হোক। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ব্যবসায়ীরা অবস্থান তুলে নেন।
|
মাথার চুল কেটে, অর্ধনগ্ন অবস্থায় বধূকে গ্রাম ঘোরানোর ঘটনায় জড়িত অভিযোগে, বধূটির ‘প্রেমিক’ তামাল লেটের মা লবানি লেট ও দিদি সরস্বতী লেটকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। রবিবার সন্ধ্যায় রামপুরহাটের শিবদাসপুর গ্রামে সোহাগি লেট নামে ওই বধূটির উপরে ওই ‘অত্যাচার’ হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে সোহাগিদেবী বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এ দিন তিনি বলেন, “তামাল লেটকে স্বামী হিসেবে পেতে পুলিশ-প্রশাসনের সাহায্য চাই।” এ দিনও খোঁজ মেলেনি তামালের। জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ওই ঘটনায় আরও ৯ অভিযুক্তের খোঁজ চলছে। বধূটি যে দাবি করছেন, তার আইনগত দিক খতিয়ে দেখব।”
|
স্কুলে তালা ভেঙে দু’টি কম্পিউটার চুরি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নলহাটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল আলম জানান, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ স্কুলের নাইট গার্ড তাঁকে চুরির ঘটনা জানান। স্কুলে গিয়ে দেখেন, দুষ্কৃতীরা পাঁচিল টপকে দোতলার গেটের তালা ভেঙে অফিসঘরের এবং স্টাফ রুমের দু’টি কম্পিউটার এবং আনুষঙ্গিক সরঞ্জাম চুরি করে পালিয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। অন্য দিকে, রামপুরহাট হাটতলা এলাকায় সোমবার রাতে সোনার দোকানে চুরি হয়েছে।
|
সরকারি পদ্ধতি মেনে রামপুরহাট থানার খরবোনা গ্রামে ১০০ দিনের কাজের প্রকল্পে নিকাশি নালা সংস্কারের কাজ হচ্ছে না। এই অভিযোগে মঙ্গলবার ওই প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন বিজেপি কর্মী সমর্থক-সহ গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার রামপুরহাট মহকুমাশাসকের কাছে এ ব্যাপারে অভিযোগ গ্রামবাসীর। মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “বিডিওকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।”
|
পথ দুর্ঘটনায় জখম হল ট্রাকচালক-সহ তিন জন। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে মানবাজার-বান্দোয়ান রাস্তায়। তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে। ঢালু রাস্তা দিয়ে নামছিলাম। বাঁকের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাস সামনে এসে পড়ে। নিয়ন্ত্রণ না থাকায় গাড়িকে পাশের জমিতে নামানোর চেষ্টা করতে উল্টে যায়। |