এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার ছিনতাইয়ের ঘটনা ঘটল দুবরাজপুরে। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ব্যবসার মালপত্র কিনতে কলকাতার ট্রেন ধরতে যাওয়ার সময়ে দুবরাজপুর স্টেশনের কাছে ছিনতাইবাজদের কবলে পড়েন জুতো ব্যবসায়ী। তাঁর সঙ্গে থাকা টাকা, মোবাইল কেড়ে নেওয়ার পরে তাঁকে মারধর করে গাছে বেঁধে পালিয়ে যায় বলে অভিযোগ। একটার পর একটা চুরির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দুবরাজপুর থানায় বিক্ষোভ দেখান। পরে থানার ঠিক সামনে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন তাঁরা। এর ফলে দুবরাজপুর শহরে যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আজ, বুধবার ২৪ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন তাঁরা। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরূপ দত্ত নামে ওই জুতো ব্যবসায়ী আর একটি নতুন দোকান খোলার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্টেশনের ঠিক একশো মিটার আগে তিনি ছিনতাইবাজদের কবলে পড়েন। তিনি বলেন, “স্টেশনের কাছাকাছি পৌঁছতে এক মোটরবাইক আরোহী আমার পথ আটকায়। তার পরে চার জন আমাকে ঘিরে পিস্তল দেখিয়ে রাস্তার পাশে গাছের আড়ালে নিয়ে যায়। জিনিসপত্র নিয়ে গাছে বেঁধে রেখে পালিয়ে যায়।” ব্যবসায়ী মলয় দে, শ্যামাপদ মুখোপাধ্যায়দের ক্ষোভ, “১৮ জানুয়ারি দুবরাজপুরের নিরাময় যক্ষা হাসপাতালের কাছে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন দেবকণ্ঠ রুজ নামে এক সোনা ব্যবসায়ী। গত বছর ডিসেম্বর মাসে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন আর এক সোনা ব্যবসায়ী অসীম সেন। অথচ পুলিশ কোনও ঘটনার কিনারা করতে পারছে না। তাই বুধবার ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে।” কিছু দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন তাঁরা। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “দুর্ভাগ্যজনক। অভিযোগ নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেফতার করা হবে।” |