লক্ষ্মীপুরে খুনের ঘটনায় ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন এলাকায় বোমা মেরে ও গুলি করে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জামাল শেখ। বাড়ি কাটোয়ার গাজিপুর এলাকায়। মঙ্গলবার সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত খুনের কথা স্বীকার করেছে। গত শনিবার রাতে পূর্বস্থলীর লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন এলাকায় খুন হন মতিহার রহমান মণ্ডল নামে এক ব্যক্তি। পুলিশ জানায়, মতিহারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল লক্ষ্মীপুর স্টেশন এলাকার লাল্টু শেখ নামে এক ব্যক্তির। পুলিশের দাবি, জেরায় জামাল জানিয়েছে, সম্প্রতি কালনা আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন মতিহার, তাঁর ভগ্নিপতি মজবুর শেখ ও লাল্টু। ফেরার সময়ে তাঁদের নিজেদের মধ্যে বচসা হয়। শনিবার রাতে লাল্টু দশ জনের একটি দল সঙ্গে নিয়ে স্টেশন এলাকায় অপেক্ষা করছিল। পুলিশ জানায়, ওই দলে ছিল জামাল। মতিহার আসতেই তাঁকে বোমা মেরে ও গুলি করে পালিয়ে যায় তারা। পুলিশ জানায়, অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। |
নানা ক্ষেত্রে সফল ১৭ জনকে পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্রজাতন্ত্র দিবসে ১৭ জনকে পুরস্কৃত করার কথা জানাল কালনা মহকুমা প্রশাসন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল ফল করার জন্য ৮ জনকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া কয়েক মাস আগে নসিপুর এলাকায় রেললাইনে ফাটল দেখে লোকাল ট্রেন দাঁড় করিয়ে দেওয়ার জন্য শুভঙ্কর ও রাজু বিশ্বাস নামে দুই ভাইকে পুরস্কৃত করা হবে। দুই প্রাক্তন ফুটবলার, কালনার বাসিন্দা বিদেশ বসু এবং সুবীর ঘোষ এবং জাতীয় যুব উৎসবে কত্থক নৃত্যে সফল প্রতিযোগী অন্তর্লীনা ভট্টাচার্যকে পুরস্কৃত করা হবে। এ ছাড়াও নানা ক্ষেত্রে সফল চার জনকে পুরস্কার দেওয়া হবে বলে মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে। |