টুকরো খবর |
চার ডিওয়াইএফ কর্মীকে ‘মার’
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ডিওয়াইএফ-এর চার কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্ডালের কাজোড়া মোড়ের কাছে একটি বেসরকারি কারখানার সামনে মঙ্গলবার দুপুরের ঘটনা। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন দুপুর ১২টা নাগাদ কাজোড়া রেলগেটের কাছে ওই কারখানায় নানা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। ডিওয়াইএফ সমর্থক তথা ওই কারখানার কর্মী অজয় মণ্ডল অভিযোগ করেন, সেই সময়ে তাঁরা কাজ করছিলেন। বিক্ষোভের সময়ে হঠাৎ তৃণমূল কর্মী জিতু লাল, ঘনশ্যাম হরিজন, রাজীব আঁকুড়ে-সহ ২২ জন এসে ডিওয়াইএফ কর্মী বিনোদ রজক, অজয় পাসোয়ান তালোয়ার পাসোয়ান ও তাঁকে গালিগালাজ করতে থাকে। তাঁকে ও বিনোদবাবুকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ অজয়বাবুর। তাঁর আরও অভিযোগ, “পুলিশ আসার পরে তাদের সামনেই অজয় পাসোয়ান ও তালোয়ার পাসোয়ানকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল।” অন্ডাল থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন তাঁরা। মারধরের কথা সম্পূর্ণ মিথ্যা দাবি করে তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিত্রের পাল্টা অভিযোগ, “তৃণমূলের বিক্ষোভেই হামলা চালিয়েছে ডিওয়াইএফ।” ডিওয়াইএফ-এর বর্ধমান জেলা কমিটির সদস্য তথা অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য পরেশ মণ্ডল অবশ্য বলেন, “কী হয়েছে তা স্থানীয় বাসিন্দারা জানেন। পুলিশের ভূমিকা নিয়েও নতুন করে কিছু বলার নেই। সারা রাজ্যেই শাসকগোষ্ঠীর সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোনও ফল হচ্ছে না।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
বধূ ‘নির্যাতন’, হাসপাতাল থেকে ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে কুলটি থানার পুলিশ মঙ্গলবার এক মহিলার স্বামী, শাশুড়ি ও দেওরকে আটক করেছে। এ দিন আসানসোল মহকুমা হাসপাতাল থেকে ওই তিন জনকে ধরেছে পুলিশ। কুলটি থানার ওল্ড সীতারামপুর এলাকার বাসিন্দা উপর রাওয়ানি পুলিশের কাছে অভিযোগ করেন, প্রায় ১৮ বছর আগে তাঁর মেয়ে ভানুমতি রাওয়ানির সঙ্গে সীতারামপুর এলাকার বাসিন্দা দীপেশের বিয়ে হয়। এই কয়েক বছরে একাধিক বার তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছে বলে অভিযোগ। থানায় মৌখিক অভিযোগও করেছেন। মঙ্গলবার দুপুরে তাঁরা মেয়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর পান। ভানুমতির শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁকে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পরে তাঁরা নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ হাসপাতালে গিয়ে গৃহবধূর স্বামী দীপেশ রাওয়ানি, শাশুড়ি মঞ্জু রাওয়ানি ও দেওর রিঙ্কুকে আটক করে। এ দিকে, বধূ নির্যাতনের অভিযোগে আসানসোল দক্ষিণ থানার নেতাজি সুভাষ রোড অঞ্চল থেকেও পুলিশ রমেশ অগ্রবাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের স্ত্রী মায়াদেবী অগ্রবালের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে ধরে। |
ভর্তির জন্য ‘ফি’ নেওয়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সরকারি নির্দেশ উপেক্ষা করে স্কুলে ভর্তির সময় ‘ফি’ নেওয়া হচ্ছে। নেপালিপাড়া হিন্দি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বুধবার এমন অভিযোগ তুলে অভিভাবকেরা মহকুমাশাসকের দ্বারস্থ হলেন। মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগে তাঁরা জানিয়েছেন, ওই স্কুলে ভর্তির সময় টাকা নেওয়া হচ্ছে। কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী কোনও ফি নেওয়ার কথা নয়। বর্ধমান জেলা অভিভাবক ফোরামের পক্ষ থেকে মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে, শুধু নেপালিপাড়া হিন্দি হাইস্কুল নয়, একই অভিযোগ রয়েছে দুর্গাপুর গার্লস হাইস্কুল, দুর্গাপুর টাউনশিপ বয়েজ হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও। অবিলম্বে ভর্তির সময় নেওয়া অর্থ অভিভাবকদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, সরকারি নির্দেশ কোনও ভাবে অমান্য করা যাবে না। তিনি বলেন, “স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।” |
কুলটিতে চুরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুলটি থানার বরাকরের ডিসেরগড় রোড থেকে একটি গাড়ি চুরি হয় সোমবার রাতে। গাড়ির মালিক দেবু লায়েক বরাকর পুলিশ ফাঁড়িতে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনে গাড়িটি দাঁড় করিয়ে রেখে ভিতরে ঢোকেন। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন গাড়িটি নেই। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, এ দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বজন অগ্রবাল নামের এক ব্যবসায়ীকে জনা কয়েক দুষ্কৃতী মারধর করে তাঁর হাতের টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালায়। বরাকর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন তিনি। |
চাকরির দাবি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্থানীয়দের চাকরি, কর্মরতদের সরকারি নূন্যতম মজুরি, চিকিৎসা জনিত অনুদান-সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার জামুড়িয়ার বেনালিতে একটি বেসরকারি কারখানায় বিক্ষোভ দেখায় তৃণমূল ও যুব তৃণমূল। সংগঠনের নেতা সুব্রত অধিকারী জানান, দীর্ঘ দিন আগে এই কারখানা চালু হলেও নিয়োগের ক্ষেত্রে স্থানীয়রা উপেক্ষিত। কর্মরত শ্রমিকেরা নায্য সুযোগ-সুবিধা পান না। এ দিন একটি দাবিপত্র কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। |
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সম্প্রতি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পরিচালিত দুর্গাপুর ইস্পাত বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজিত হল। স্কুলের পড়ুয়া ও শিক্ষকেরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন। স্কুলে যান ডিএসপি-র সিইও পি কে বাজাজ-সহ অন্য আধিকারিকেরা। |
ট্রাফিক গার্ডের নতুন অফিস
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
অন্ডালে নতুন ট্রাফিক গার্ড অফিস উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। নিজস্ব চিত্র |
অন্ডালে ট্রাফিক গার্ড কার্যালয়ের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। মঙ্গলবার তিনি জানান, এক জন ওসি এবং ২ জন এএসআইকে নিয়ে কাজ শুরু হল। |
|