দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার ৫ উইকেটে হারাল বাম অ্যাপোলোকে। প্রথমে ব্যাট করে বাম করে ৩০ ওভারে ১৪৬। দলের শুভঙ্কর বোঁচার ৩৮ ও মানস রায় ৩০ রান করেন। সেন্টারের মহম্মদ সাবির আলম ২০ রানে পাঁচ উইকেট দখল করেন। জবাবে সেন্টার করে ২৩.২ ওভারে ১৫০-৫। সাবির করেন ৬৩ রান করে অপরাজিত থাকেন। প্রসেনজিৎ সরকার করেন ২৮। শুভঙ্কর বোঁচার ৩৫ রানে ৩ উইকেট দখল করেন।
|
ব্রজমোহন কাপে মঙ্গলবার আরএইউসি টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় বিবেকানন্দ স্পোর্টি ক্লাবকে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। আগের দিন সেন্টার অব ইয়ং সোসাইটি ১-০ গোলে হারায় চৌরঙ্গী ক্লাবকে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের মঙ্গলবারের খেলায় জয়ী হয় দুর্গাপর নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমি। তারা এমএএমসি মাঠের খেলায় ৯৫ রানে হারায় বিধান ভবনকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে নবদিগন্ত। জবাবে ব্যাট করতে নেমে বিধানভবনের ইনিংস ১০৮ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের কৌশিক দাস ব্যাট হাতে সাফল্যের পর বল করতে এসে ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন।
|
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল নিসাদ হিন্দ ক্লাব। তারা গৌরাণ্ডি আজাদ ক্লাবকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আজাদ ক্লাব সব উইকেট হারিয়ে ৮৭ রান করে। জবাবে নিসাদ হিন্দ ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের মহম্মদ কাজিমুদ্দিন।
|
তৃণমূল আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল নণ্ডী গ্রাম। তালতোড় মাঠের খেলায় তারা ৪১ রানে টিরাট গ্রামকে হারায়। প্রথমে ব্যাট করে নণ্ডী সব উইকেট হারিয়ে ৮৭ রান করে। জবাবে টিরাটের ইনিংস ৪৬ রানে শেষ হয়ে যায়।
|
সিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় জাগৃতি সঙ্ঘ ১৯ রানে হারায় ফাইভ স্টারকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২২ রান করে জাগৃতি। জবাবে ফাইভ স্টারের ইনিংস ১০৯ রানে শেষ হয়ে যায়।
|
মদনপুরে আয়োজিত ক্রিকেটের মঙ্গলবারের খেলায় বিজয়ী হল চিচুঁড়িয়া গ্রাম। রাঁচি একাদশকে তারা ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রাঁচি সব উইকেট হারিয়ে ৮০ রান করে। জবাবে চিচুঁড়িয়া ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। |