কবর থেকে তুলে ময়নাতদন্ত
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
খুন করে শ্বশুড়বাড়ির লোকজন তাঁর মেয়েকে ‘গোর’ দিয়েছে। বাবার এই অভিযোগে ডোমকলের জোৎস্না বেগমের (৩৩) দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ। ডোমকলের মানিকনগরে মাস ছয়েক আগে মারা গিয়েছিলেন জ্যোৎস্না। সম্প্রতি তাঁর বাবা আব্দুর সাত্তার ডোমকল আদালতে জ্যোৎস্নার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে আদালকের নির্দেশেই সোমবার কবর খুঁড়ে ওই মহিলার দেহ তোলে পুলিশ। আটক করা হয়েছে মৃতার স্বামী আকবর আলি ও দেওর মজিবর রহমানকেও।
দেহ উদ্ধার। এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে শিমুরালি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
প্ল্যাটফর্ম ছোটো
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পূর্ব রেলওয়ের শিয়ালদহ লালগোলা শাখার বেলডাঙা স্টেশনের দুই এবং তিন নম্বর প্লাটফর্মটি আকারে ছোট। ফলে প্রতি দিন নিত্যযাত্রী থেকে বৃদ্ধ, শিশু ও মহিলারা ট্রেনে ওঠা-নামা করতে প্রচুর সমস্যায় পড়েন। স্থানীয় ব্যবসায়ী সমিতি ও নিত্যযাত্রীদের সংগঠন এই বিষয়ে দীর্ঘদিন ধরে রেল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও ফল মেলেনি। স্টেশন চত্বরে তাই রোজ ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। বেলডাঙা স্টেশন ম্যানেজার বিশ্বরঞ্জন ঘালি বলেন, ‘‘বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’ |
সুভাষচন্দ্রের জন্মদিন পালন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
সুভাষচন্দ্রের জন্মদিন পালিত হল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সোমবার চাকদহের শিমুরালিতে স্থানীয় শান্তি সঙ্ঘের উদ্যোগে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ যোগ দেয় পদযাত্রায়। রানাঘাট পুরসভার উদ্যোগে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান ও তাঁর জীবন নিয়ে আলোচনা হয়। রানাঘাটের পুরপ্রধান ও বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রানাঘাটের মহাপ্রভু পাড়ায় ইন্দিরা গাঁধী মেমোরিয়াল কমিটিও একটি আলোচনাচক্রের আয়োজন করে। |
ফসল চুরি
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
সীমান্তের চরের মাঠ থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের লাগাতার ফসল চুরির ঘটনায় উদ্বিগ্ন তেহট্টের চাষিরা। সীমান্তের কাঁটাতার ও পদ্মার ওপারে রয়েছে ভারতীয় জমি। অথচ ফি বছরই বাংলাদেশের দুষ্কৃতীদের অত্যাচারে সেই ফসল ঘরে আনতে পারেন না চাষিরা। অভিযোগ, বিএসএফ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমন কী ফসল চুরির ঘটনায় একাধিকবার বিএসএফ ও বাংলাদেশ সীমান্ত বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে। তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘চরের মাঠ থেকে ফসল চুরির ব্যাপারে শীঘ্রই বিএসএফের সঙ্গে আমরা একটা আলোচনায় বসব। বিএসএফ যাতে চরের মাঠগুলোতে আরও নজরদারি বাড়ায় সে ব্যাপারেও কথা বলব।’’ |
কাউন্সিলরের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে মারা গেলেন জঙ্গিপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গাফফার (৫৬)। তিনি ২০০০ সালেও জঙ্গিপুর পুরসভায় সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন। ওই ওয়ার্ড থেকেই কাউন্সিলার নির্বাচিত হয়েছিলেন তিনি। জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় দীর্ঘ ২৫ বছর তিনি পরিচালন সমিতির সম্পাদক ছিলেন। |
তাড়ি খেয়ে অসুস্থ ৪
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নদিয়ার রানাঘাটের রাবণবোর গ্রামে সোমবার বিকেলে তাড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন চার জন। তাঁদের প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক জনের অবস্থা আশঙ্কাজনক। পরে অবশ্য তাঁদের তিন জনকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। রানাঘাট হাসপাতালের সুপার শ্যামলকুমার পোড়ে বলেন, “খেজুর রস থেকে তৈরি তাড়ি খেয়েই ওঁরা অসুস্থ হয়েছেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছেন।’’ রানাঘাট-১ এর বিডিও দিব্যেন্দুশেখর রায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” |
শিমুরালি বইমেলা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টার আয়োজিত নদিয়ার শিমুরালির সপ্তম বার্ষিক বইমেলা এবং আয়োজক সংস্থার ২৫ বছর পূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হচ্ছে শনিবার। প্রতিদিন সন্ধ্যায় নাচ, গান, নাটক-সহ নানান প্রতিযোগিতার আয়োজনও ছিল। সংগঠনের সভাপতি কল্যাণ বিশ্বাস বলেন, “গত রবিবার বইমেলার উদ্বোধন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। শিক্ষানুরাগী থেকে পড়ুয়া, সাধারণ মানুষ সকলেই অংশ নিয়েছিলেন ওই পদযাত্রায়।” |
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রানাঘাটের আনুলিয়া কায়েতপাড়ায় ডিওয়াইএফআই এবং এসএফআই এর উদ্যোগে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গুণিজনদের সম্বর্ধনা অনুষ্ঠান হয় রবিবার। রক্তদান নিয়ে এক আলোচনাও ছিল। |