মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দশ মাইল দৌড় প্রতিযোগিতা। সোমবার সকালে শহরের কলেজ মাঠ থেকে এই দৌড় শুরু হয়। দৌড় প্রতিযোগিতা ঘিরে প্রতি বছরই শহরে উৎসাহ দেখা দেয়। এ বারও প্রচুর মানুষ কলেজ মাঠ ও রাস্তার দু’ধারে ভিড় করেন। সকাল থেকেই কলেজ-মাঠে ভিড় করতে শুরু করেন উৎসাহী মানুষ। দাদু-বাবার হাত ধরে আসে ছোট ছোট ছেলেমেয়েরাও। হরেন্দ্র স্মৃতি দশ মাইল দৌড় প্রতিযোগিতার এ বার ছিল ৪৭ তম বর্ষ। সব মিলিয়ে ১০৬ জন প্রতিযোগী যোগ দেন। ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হন বঙ্গশ্রী ক্লাবের হাফিজুল মণ্ডল। দ্বিতীয় হন তরুণ সঙ্ঘের সন্দীপ কুমার। তিনি ৫৩ মিনিট ৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। ৫৩ মিনিট ৩৬ সেকেন্ড দৌড় শেষ করে তৃতীন হন বঙ্গশ্রী ক্লাবেরই জন ডিওগাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, দৌড়বীর বিমল মাহাতো, সুব্রত পান প্রমুখ। অ্যাথলেটিক ক্লাবের যুগ্ম সম্পাদক সুনীল সামন্ত বলেন, “দশ মাইল দৌড় শহরে উৎসবের আবহ তৈরি করে। এ বারও তার ব্যতিক্রম হয়নি।” অন্য দিকে, সোমবার সকালে শহরের ৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান প্রাঙ্গণের পাশের রাস্তা দিয়ে দশ মাইল দৌড়ের প্রতিযোগীরা যাওয়ার সময়ে দৌড়বীরদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রহিমা আহমেদ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
|
রেলের গুদামে হামলা দুষ্কৃতীদের |
স্টেশন সংলগ্ন রেলের গুদামঘরে ডাকাতি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাত দেড়টা নাগাদ ১০-১২ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল চন্দ্রকোনা রোড স্টেশন সংলগ্ন গুদামঘরে হামলা চালায়। গুদামে রেলের নানা যন্ত্রাংশ-সহ তামার তার ছিল। দুষ্কৃতীরা গুদামের দায়িত্বে থাকা দুই রেলকর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বেঁধে ফেলে। এরপর গুদামঘরের তালা ভেঙে বেশ কয়েকটা তামার তারের বান্ডিল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত দুই কর্মীর চিৎকারে পরে ছুটে আসেন অন্য রেলকর্মীরা। সিন্টু মাহাতো নামে এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হতেই নড়েচড়ে বসে রেল ও স্থানীয় থানার পুলিশ। সোমবার সকালেই আদ্রা থেকে রেলের কর্তাব্যক্তিরা ও রেল পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। তদন্তের জন্য আনা হয় পুলিশ কুকুরও। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “তদন্ত শুরু করেছে রেল পুলিশ। থানাতেও অভিযোগ করা হয়েছে।”
|
লিটল ম্যাগাজিন মেলা হবে মার্চে |
চতুর্থ বর্ষ মেদিনীপুর লিটল ম্যাগাজিন মেলা শুরু হবে আগামী ৩ মার্চ। দু’দিন ধরে এই মেলা চলবে মেদিনীপুর ক্লাব-প্রাঙ্গণে। সোমবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির কর্মকর্তারা। মেলা কমিটির যুগ্ম সম্পাদক শৈবালশঙ্কর চক্রবর্তী জানান, মেলায় পত্রিকা ও বই বিক্রির পাশাপাশি থাকবে সাহিত্যবাসর, শিশু চলচ্চিত্র, বাংলা কবিতার ব্যান্ড, যেমন খুঁশি আঁকো, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা। সব মিলিয়ে প্রায় ১০০টি অণুপত্রিকা গোষ্ঠী এ বারের মেলায় যোগ দেবে।
|
আবর্জনার ভ্যাট থেকে মৃত শিশু উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে খড়্গপুর শহরের মথুরাঘাটি এলাকায়। স্থানীয় একটি স্কুলের পাশেই ওই ভ্যাট রয়েছে। এ দিন দুপুরে স্থানীয় কয়েক জন একটি সদ্যোজাত শিশুকে মৃত অবস্থায় ভ্যাটে পড়ে থাকতে দেখেন। |