টুকরো খবর
মাওবাদী নেতা ধৃত উত্তরপ্রদেশে
গভীর রাতে জঙ্গলে টানা দু’ঘণ্টা গুলির লড়াইয়ের পর এখানে এক শীর্ষ মাওবাদী জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সাজঝাওয়ান ছেড়ো নামের ওই জঙ্গির মাথার দাম উঠেছিল ১ লক্ষ ১২ হাজার টাকা। তাই এই গ্রেফতারের ঘটনাকে বড়সড় সাফল্য বলে মনে করছে পুলিশ। রবার্টগঞ্জ থানার অন্তর্গত নাগনার হারিয়া জঙ্গলে গত কাল রাতে যৌথ অভিযান চালায় সিআরপিএফ ও পিএসি-র জওয়ানরা। প্রায় দু’ঘণ্টা গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। আনপাড়া থানার ইনচার্জ শিবানন্দ মিশ্র-সহ তিন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছেড়োর সঙ্গেই ছিল মুন্না বিশ্বকর্মা, লালব্রত কোল, অজিত কোল ও মঙ্গল ছেড়ো-সহ বেশ কয়েক জন শীর্ষ মাওবাদী নেতা। তারা রাতের অন্ধকারে জঙ্গলে পালিয়ে গিয়েছে। জেলার পুলিশ সুপার মোহিত অগ্রবাল জানিয়েছেন, গত কাল বিশেষ সূত্রে তাঁরা খবর পান যে নাগনার হুরিয়ার পুলিশ ক্যাম্প দখল করতে জঙ্গলে জড়ো হয়েছে মাওবাদীদের একটি দল। তখন তাদের ঠেকাতে নিরাপত্তাকর্মীদের পাঠানো হয়। সংঘর্ষস্থল থেকে একটি গ্রেনেড, একটি সরকারি রাইফেল, ডিবিবিএল বন্দুক, একটি দেশি রিভলভার, ১৪৬টি ফাঁকা কার্তুজ এবং ৫০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আফস্পা প্রত্যাহারে উদ্যোগী হবে তৃণমূল
মণিপুর ভোটের জন্য ২৬ দফার একটি ইস্তাহার প্রকাশ করল তৃণমূল। প্রদেশ তৃণমূল সভানেত্রী কিম গাংতে, সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী ইস্তাহার প্রকাশ করে দাবি করেন, ক্ষমতায় এলে মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা হবে। সব উপজাতি গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গড়া হবে বিধান পরিষদ এবং মানবাধিকার-বিরোধী আইন ‘আফস্পা’ প্রত্যাহার করতে উঠেপড়ে লাগবে তৃণমূল। আগামী ২৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরে আসছেন। তার দু’দিন আগে, এবং অন্য সব দলের পরে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করা হল। ইস্তাহার প্রকাশ করে ডেরেক বলেন, “ক্ষমতায় এলে মণিপুরে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্রশাসন ফিরিয়ে আনাটাই দলের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। সেই সঙ্গে মণিপুরে বহিরাগতদের প্রবাহ রুখতে ইনার লাইন পারমিট চালু করা হবে।” কিম জানান, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের সঙ্গে তাল মিলিয়ে সর্বত্র জলপাই পোশাকের উপস্থিতি রাজ্যজুড়ে ভীতির সঞ্চার করে চলেছে। ক্ষমতা পেলে তাঁরা ধীরে ধীরে রাজ্য থেকে সশস্ত্র বাহিনীর সংখ্যা কমিয়ে আনবেন। বিশেষ জোর দেওয়া হবে পর্যটন ও প্রতিবেশী রাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উপরে।

চা-বিজ্ঞানী প্রয়াত
বিশ্বের প্রবীণতম চা-বিজ্ঞানী, দীননাথ বরুয়া মারা গেলেন। কাল যোরহাটের ক্রিশ্চান মেডিক্যাল সেন্টারে ৯৬ বছর বয়সী দীননাথবাবুর মৃত্যু হয়। ১৯৩৯ সালে তিনি যোরহাটের টোকলাই চা-গবেষণা কেন্দ্রে যোগ দেন। ১৯৪৯ সালে প্রথম চা-ক্লোন বানানো হয়। সেই বিজ্ঞানীদলের সদস্য ছিলেন তিনি। চা-গবেষণার স্বীকৃতি হিসাবে দীননাথবাবু টি বোর্ডের প্রথম ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছিলেন। ১৯৭৩ সালে টোকলাইয়ের উপ-অধিকর্তা হিসাবে তিনি অবসর নেন। টোকলাইয়ের বর্তমান অধিকর্তা মৃদুল হাজরিকার মতে, “দীননাথবাবুর মৃত্যুতে ভারতের চা-গবেষণায় একটি যুগের অন্ত হল। তাঁর কোনও বিকল্প হবে না। চা-গবেষণা নিয়ে তাঁর লেখা বইগুলি চা-শিল্পের অমূল্য সম্পদ।”

সাবান না পেয়ে আত্মহত্যা
নিজের বাড়ির শৌচাগার থেকে আজ সকালে বছর পনেরোর এক বালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। গুয়াহাটির রিহাবাড়ির ঘটনা। পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জ্যোতি সাহা নামে ওই বালিকা সকালে বাবার কাছে তার পছন্দের এক সাবান চায়। কিন্তু সঙ্গে সঙ্গে তা কিনে দিতে রাজি হননি জ্যোতির বাবা। এই নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর পরে শৌচাগারে চলে যায় জ্যোতি। অনেক ক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে তার বাড়ির লোক দরজা ভেঙে জ্যোতির ঝুলন্ত দেহ উদ্ধার করে।

দুর্ঘটনায় মৃত্যু এনআইটি ছাত্রের
পিকনিকে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল শিলচর এনআইটি-র এক ছাত্র। গুরুতর জখম অবস্থায় শুভজিৎ দাস নামে আর এক ছাত্র হাসপাতালে ভর্তি। মৃত ছাত্রের নাম করমা সোনাম লেপচা। সে ষষ্ঠ সেমেস্টারের ছাত্র। পুলিশ জানিয়েছে, কাল উধারবন্দ থানার মধুরায় পিকনিক করতে গিয়েছিল ছাত্রছাত্রীদের একটি দল। অধিকাংশ গাড়িতে গেলেও কয়েকজন ছাত্র মোটরবাইক নিয়ে যায়। ফেরার পথে পানগ্রামের কাছে বাইকটি রাস্তার পাশের লাইটপোস্টে ধাক্কা মারে। লেপচা ঘটনাস্থলেই মারা যায়। তাঁর বাড়ি সিকিমে।

চিনি কলে বিস্ফোরণ, মৃত ৩
একটি চিনি কারখানার গুড়ের ট্যাঙ্ক ফেটে যাওয়ায় মারা গেলেন তিন জন। ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার আসকায়। রবিবার রাতে স্থানীয় একটি চিনি কলে গুড় মজুত রাখার ট্যাঙ্কটি ফেটে যায়। ট্যাঙ্কটিতে মজুত ২ হাজার টন গুড় ছড়িয়ে পড়ে নিকটবর্তী স্টাফ কোয়ার্টারে। সেই স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এক মহিলা এবং দু’টি শিশু ঘুমের মধ্যেই গুড় চাপা পড়ে মারা যায়। পুলিশ জানিয়েছে, প্রায় ৫০ বছর পুরনো ট্যাঙ্কটিতে গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় সেটি ফেটে যায়। গঞ্জাম জেলাশাসক মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

পুলিশের চর সন্দেহে খুন
পুলিশের চর সন্দেহে ফের এক ব্যক্তিকে খুন করল মাওবাদীরা। নিহতের নাম বিদ্যুৎ বিশোই (৩৩)। ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট জেলায়। পুলিশ সুপার অনুপ কুমার সাউ জানান, মন্দির থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর কুঠার হাতে চড়াও হয় এক দল মাওবাদী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পাশাপাশি সাউ জানান, বিদ্যুৎবাবু কখনওই পুলিশের চর হিসেবে কাজ করেননি।

আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু
রাতে বাড়িতে আগুন লেগে মারা গেল ২ শিশু। ঘটনাটি ঘটেছে অসম-অরুণাচলের সীমানায়। পুলিশ জানায়, বালিজুরি গ্রামে গত রাতে আগুন লাগে। ঘর গরম রাখার আগুন থেকে এই কাণ্ড ঘটে বলে মনে করা হচ্ছে। আগুন লাগলে বাকিরা বেরিয়ে এলেও আমসু টপ্পো ও এলিসা টপ্পো নামে ২ শিশু ঘরের মধ্যে রয়ে যায়। তারা আর বেরোতে পারেনি।

কামরূপে উদ্ধার বিস্ফোরক
প্রজাতন্ত্র দিবসের আগে কামরূপে মিলল বিস্ফোরক। ঘটনাটি ঘটেছে হাজোয়। পুলিশ জানায়, গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খানাপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক ও বেশ কিছু ডিটোনেটর উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, প্রজাতন্ত্র দিবসে বিস্ফোরণ ঘটানোর জন্যই বিস্ফোরক জড়ো করা হচ্ছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.