টুকরো খবর
বইমেলা শুরু
আজ, মঙ্গলবার কলকাতা বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা আনুষ্ঠানিক ভাবে বুধবার শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় এ বছরও প্রবেশ মূল্য নেই। বাড়তি আকর্ষণ ‘কলকাতা সাহিত্য উৎসব’। গিল্ড সূত্রে খবর, জয়পুরের সাহিত্য উৎসবের ধাঁচে ২৬ জানুয়ারি থেকে ৬ দিনের ওই উৎসবে দেশ-বিদেশের লেখক ও সাহিত্যিকেরা আসবেন। আজই সাহিত্য উৎসবেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নিজের নতুন দু’টি বইও প্রকাশ করবেন মেলায়। সব অনুষ্ঠান মিলিয়ে মুখ্যমন্ত্রী দু’ঘণ্টারও বেশি মেলায় থাকবেন বলে জানান গিল্ড-সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। যানজট, বাসের অব্যবস্থা ও পার্কিং সমস্যা কাটাতে এ বার গিল্ড নিজস্ব ব্যবস্থাপনায় অতিরিক্ত ২০০ ট্রাফিক পুলিশ নিয়োগ করছে। এ জন্য কলকাতা পুলিশ কর্তৃপক্ষকে প্রতি পুলিশকর্মী পিছু দৈনিক ৭৫ টাকা করে দেবে গিল্ড।

কৌটো-বোমায় জখম
বাগুইআটি থানা এলাকার কেষ্টপুরের মিশন বাজারের কাছে কৌটো-বোমা ফেটে এক কিশোর আহত হয়েছে। পুলিশ জানায়, আহতের নাম তারক হালদার। তার বাড়ি কেষ্টপুরের মিশন বাজার এলাকাতেই। সোমবার বেলা ১২টা নাগাদ ভ্যাট থেকে একটি কৌটো কুড়োয় তারক। কৌটো নিয়ে খেলতে গিয়ে সেটি আচমকা ফেটে যায়। তারক হাতে মারাত্মক চোট পায়। তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।

পাসপোর্ট নথি জাল
পাসপোর্টের নথিপত্রে জালিয়াতির অভিযোগে সোমবার কলকাতা বিমানবন্দরে ছ’জন নেপালি মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, সম্প্রতি দোহা গিয়েছিলেন ওই ছয় মহিলা। কিন্তু পাসপোর্টের নথিপত্রের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তাঁদের কলকাতায় ফেরত পাঠানো হয়। বিষয়টি অভিবাসন দফতরের আধিকারিকদের নজরে আসে। তার পরেই মহিলার গ্রেফতার করা হয়।

সংঘর্ষে উত্তপ্ত একবালপুর
দুই পাড়ার যুবকদের মধ্যে গণ্ডগোলের জেরে সোমবার রাতে একবালপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, একবালপুরের রাস্তায় বোতল ও ইটপাটকেল ছোড়াছুড়ি করে দু’দল স্থানীয় যুবক। মারামারিও হয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। গভীর রাত পর্যন্ত পুলিশি টহল চলে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.