|
|
|
|
টুকরো খবর |
বোলপুর হাসপাতাল চত্বরে কাটা মাথা-পা, শুরু তদন্ত |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
হাসপাতাল চত্বরে কাটা মুন্ডু ও একটি পা পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। সোমবার বোলপুর মহকুমা হাসপাতালের এই ঘটনা। বিষয়টি জানাজানির হওয়ার পর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বোলপুর মহকুমা হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মহকুমা হাসপাতালের মূল দরজার কাছে বোলপুর-কীর্ণাহার রাস্তার ধারে একটি পা পড়ে থাকতে দেখা যায়। অন্য দিকে হাসপাতাল আবাসন লাগোয়া জলট্যাঙ্কের কাছে স্থানীয় বাসিন্দারা মাথা পড়ে থাকতে দেখেন। খবর যায় হাসপাতাল সুপারের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি খবর দেন বোলপুর থানাকে। হাসপাতাল সুপার সুদীপ মণ্ডল বলেন, “এ দিন দুপুরে হাসপাতাল এলাকায় কাটা মাথা ও পা উদ্ধার হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” প্রথমিক তদন্তে তাঁর অনুমান, “পুলিশের নির্দেশে দাবিদারহীন যে মৃতদেহগুলি পুঁতে ফেলা হয়, এ দিন উদ্ধার হওয়া মাথা ও পা সেই সব মৃতদেহের অংশ বলে মনে হচ্ছে। কুকুর অথবা শেয়াল মাটি খুঁড়ে এগুলি বের করে থাকতে পারে।” তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি যাচাই করে দেখা হবে। বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য বলেন, “পুঁতে ফেলা পচাগলা মৃতদেহের অংশ হাসপাতাল এলাকায় কী ভাবে বেরিয়ে পড়ল তা খতিয়ে দেখছি।”
|
কয়লা ‘চুরি’, গ্রেফতার ২ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রেলপথে কয়লা পরিবহণের সময়ে চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রানিগঞ্জে সোমবার ওই দু’জনকে ধরে পুলিশ। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, খনি অঞ্চল থেকে বাঁকুড়ার মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহণের সময়ে দেদার কয়লা চুরি হচ্ছে। বল্লভপুরে মালগাড়ির গতি কমতেই চোরেরা কয়লা নামিয়ে নিচ্ছে বলে দাবি করেছেন তিনি। এডিসিপি বলেন, “বছর তিনেক আগে এক মালগাড়ির চালক ও গার্ডের বিরুদ্ধে কয়লা চুরির ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে চার্জশিটও গঠন হয়েছে।” আরপিএফের তরফে অবশ্য জানানো হয়, দেদার কয়লা চুরি হচ্ছে এমন অভিযোগ ঠিক নয়। তাপবিদ্যুৎ কেন্দ্রও তাঁদের কাছে এমন কোনও অভিযোগ জানায়নি। এডিসিপি জানান, আসানসোল খনি এলাকার বেশ কিছু জায়গায় অবৈধ খনন চলছে। তা বন্ধ করতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
|
চোলাই বাজেয়াপ্ত |
চোলাই মদ তৈরি করার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাধন মণ্ডল। আগয়া গ্রামে তার বাড়ি। শুক্রবার সকালে আগয়ায় পুলিশ অভিযান চালায়। ফাঁকা মাঠের মধ্যে চোলাই তৈরি হচ্ছিল। সেখান থেকে সাধনকে ধরা হয়। সেই সঙ্গে ৪০ লিটার চোলাই ও ২০০ লিটার চোলাই তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। |
|
|
|
|
|