যুবকের দেহ উদ্ধার দাদপুরে, সন্দেহ খুন
নিজস্ব সংবাদদাতা • দাদপুর |
দু’দিন ধরে নিখোঁজ দাদপুরের বাগানডাঙার এক যুবকের দেহ মিলল গ্রামেরই একটি ঝোপ থেকে। শনিবার বিকেলে দীপক বাউল দাস (৩০) নামে ওই যুবকের দেহটি দেখতে পান গ্রামবাসীরা। পুলিশ জানায়, মৃতদেহের গলায় কালচে দাগ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এ দিন দেহ আটকে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীপক বিবাহিত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকারই একটি মেলায় গিয়ে আর বাড়ি ফেরেননি। পরের দিন দাদপুর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন তাঁর বাড়ির লোকজন। দেহ উদ্ধার করতে বাধা পাওয়ায় পরে সিআই (সদর) সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে যায়। জনতাকে বুঝিয়ে সন্ধ্যায় দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায় পুলিশ। |
পরিচারককে মার, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কাজ পছন্দ না হওয়ায় বাড়ির বছর দশেকের পরিচারককে মারধরের অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ক্যানিংয়ের বাহিরসোনা গ্রামের ব্যবসায়ী মোকসেদ শেখের বাড়ি থেকে শুক্রবার আকাশ রায় নামে অসুস্থ ওই পরিচারককে উদ্ধার করে পুলিশ ক্যানিং হাসপাতালে ভর্তি করে। পরে তাকে পাঠানো হয় লক্ষ্মীকান্তপুরের একটি হোমে। মোকসেদ বা তাঁর স্ত্রী যমুনা বিবিকে পুলিশ ধরতে পারেনি। দু’জনেই পলাতক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে শিয়ালদহ স্টেশন থেকে আকাশকে নিয়ে আসেন মোকসেদ। ছেলেটিকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতেন ওই দম্পতি। প্রতিবেশীদের অভিযোগ, কাজ পছন্দ না হলে তাকে মারধর করা হত। গত বৃহস্পতিবার মারের চোটে আকাশ অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার প্রতিবেশী দিলীপ হালদার থানায় ওই অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই দম্পতির বিরুদ্ধে শিশুশ্রম প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ছেলেটিকে একটি হোমে পাঠানো হয়েছে।” |
বেতন না মেলায় অনশন হ্যাচারিতে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগে অনশনে শ্রমিকেরা। শনিবার। নিজস্ব চিত্র |
চার মাস বেতন না পাওয়ার অভিযোগে শনিবার দুপুর থেকে হুগলির আরামবাগের বি কে রায় হ্যাচারির চাঁদুর শাখার শ্রমিকেরা অনশন শুরু করলেন। শ্রমিক সংগঠনের সম্পাদক হারুন রশিদ বলেন, “শ্রম দফতর, মহকুমাশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে একাধিক বার গিয়েও সমস্যা মেটেনি। আমরা ১৮৫ জন স্থানীয় কর্মী সপরিবারে প্রায় অনাহারে দিন কাটাচ্ছি। ঘটি-বাটি বন্ধক দিতে হচ্ছে। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।” মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “বিষয়টি শ্রম দফতরকে জানিয়েছি। জেলাশাসকের নজরেও আনা হয়েছে। মালিকপক্ষ আমাদের লিখিত ভাবে জানিয়েছেন, ব্যবসার অবস্থা খুব খারাপ। শ্রমিকদের বকেয়া বেতন পরে দেওয়া হবে।” ওই হ্যাচারির চাঁদুর শাখার ম্যানেজার গোপাল রায় বলেন, “মালিকপক্ষের তরফে যা বলার, তা জেলা ও মহকুমা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।” এ দিন কিছু শ্রমিক হ্যাচারির ‘ফিড’ বিভাগে কাজ শুরু করেছিলেন। কিন্তু পরে শ্রমিকেরা বৈঠক করে ঠিক করেন, দুপুর ১২টা থেকে সমস্ত কাজ বন্ধ করে অনশনে বসবেন। এর পরে হ্যাচারির সব শাখায় কাজ বন্ধ হয়ে যায়। রাত পর্যন্ত মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয়নি। |
ধৃত পঞ্চায়েত সদস্য বছর দুয়েক আগে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের এক সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বাবুরাম মণ্ডল ওই পঞ্চায়েতের সিপিআই সদস্য। বাড়ি সাহেবখালি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে গ্রামছাড়া হন বাবুরাম। সম্প্রতি তিনি গ্রামে ফেরেন। কিন্তু নিজের বাড়িতে না উঠে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে শুক্রবার ওই বাড়িতে হানা দেয়। শনিবার বাবুরামকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেলহাজত হয়। |