টুকরো খবর
মোহনবাগানের কমিটিতে বিদেশ
মোহনবাগানের প্রস্তাব মেনে নিল আইএফএ। রেফারিদের পারফরম্যান্স বিচার করতে শনিবার পাঁচ জনের রিভিউ কমিটি গঠন করল আইএফএ। কমিটিতে আছেন গৌতম কর, সুমন্ত ঘোষ, সাগর সেন, সুব্রত সরকার এবং সুব্রত দাস। এ দিকে, বিদেশ বসুকে মোহনবাগানের ফুটবল সাব কমিটিতে নেওয়া হল। সত্যজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায়। সত্যজিৎ টেকনিক্যাল কমিটিতে আছেন বলেই এই সিদ্ধান্ত।

লিগে পাঁচ সেঞ্চুরি
শনিবার সিএবি-র দু’দিনের লিগের প্রথম দিন সেঞ্চুরি করলেন কালীঘাটের (৩৮১) পার্থসারথি ভট্টাচার্য (১৪৮)। বিপক্ষ টালিগঞ্জ অগ্রগামীর সুরজিৎ দাস নিলেন ৭ উইকেট। সেঞ্চুরি করেন রাজস্থানের ময়ূখ বিশ্বাস (১৫৯) ও স্পোর্টিং ইউনিয়নের ঋষি শর্মা-ও (১১৩)। জোড়া শতরান শ্যামবাজারের কামাল হাসান মণ্ডল (১৬৬) এবং অলোক শর্মার (১৪০)। আনন্দবাজার স্পোর্টস ক্লাবের এস কে ইকবাল ৪৩ রানে ৬ উইকেট নেন ওয়াইএমসি-র। বিপক্ষের ১৭৮ রানের জবাবে আনন্দবাজার ৭৫-৪।

ট্রফির দিকে রাজস্থান
পরপর দু’বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত করে ফেলল রাজস্থান। প্রথমে ব্যাট করে তামিলনাড়ুর সামনে ৬২১ রানের বিশাল লক্ষ রাখার পর ৬৬ রানে বিপক্ষের তিনটে উইকেটও তুলে নিয়েছে গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন। ২৪-৩ থেকে তামিলনাড়ুর হয়ে লড়ছেন বাসুদেবদাস (২৫ ন.আ.) এবং দীনেশ কার্তিক (১৩ ন.আ.)। রাজস্থানের চেয়ে প্রথম ইনিংসে এখনও ৫৫৫ রানে পিছিয়ে থাকলেও বাকি দু’দিনের খেলায় দশ উইকেট না খুইয়ে স্কোরবোর্ডে ৫২১ তুলতে পারলে রানরেটের বিচারে ট্রফি এখনও জিততে পারে তামিলনাড়ু।

মহম্মদ হাবিবের গোলে বাংলার জয়
অনূর্ধ্ব পনেরো জাতীয় ফুটবল মীর ইকবাল ট্রফির প্রথম ম্যাচে সিকিমকে ৪-১ হারাল বাংলা। গোল দিয়েছে মহম্মদ হাবিব (২), ভিকি হরি, কৃশানু সাঁতরা। সোমবার গ্রুপের শেষ ম্যাচ ঝাড়খন্ডের বিরুদ্ধে জিতলেই পূর্বাঞ্চল সেমিফাইনাল খেলবে বাংলা। কোচ নবনীল বন্দ্যোপাধ্যায় ফোনে বললেন, “সাইয়ের মাঠ খুব শক্ত ধরনের। তবে জিতে ছেলেরা মানসিক ভাবে ভাল জায়গায় আছে।”

ইস্টবেঙ্গল ট্রায়ালে নাইজিরিয়ান
এএফসি কাপের জন্য ইস্টবেঙ্গলে ট্রায়াল দিতে এলেন এ বার এক নাইজিরিয়ান স্ট্রাইকার। সোমবার সকালেই অনুশীলনে দেখা যাবে তাঁকে। তবে এএফসি কাপের চূড়ান্ত দলে তাঁর জায়গা হয় কিনা সেটা নির্ভর করবে ট্রেভর মর্গ্যানের ওপর। তাঁকে লাল-হলুদ কোচের পছন্দ হলেই নাইজিরিয়ানকে চূড়ান্ত করা হবে।

অন্য খেলায়
‘বঙ্গশ্রী ২০১২’ প্রতিযোগিতা ২৪ জানুয়ারি, বিকেল ৩-০০ থেকে। পরিচালনায় কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও দক্ষিণ ২৪ পরগনা জেলা বডি বিল্ডিং সংস্থা।

উত্তর ব্যাটরা মনসাতলা বালক সঙ্ঘ ও ব্যাঁটরা ডিসিপ্লিন ফুটবল ক্লাবের উদ্যোগে সাব জুনিয়র ক্রিকেটের ফাইনাল ২২ জানুয়ারি, রবিবার। বি ডি এফ সি মাঠে নৈশালোকে খেলা বিকাল ৫টা থেকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.