রাস্তার কুকুরকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে চালককে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে বোলপুর দমকল কেন্দ্রের কাছে দুর্ঘটনাটি ঘটে। এক পশুপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য বলেন, “অনিচ্ছাকৃত ভাবে দুঘর্টনা ঘটানোর জন্য জামিন যোগ্য ধারায় মামলা করা হয়েছে। ধৃত চালক তন্ময় শো’র বাড়ি বোলপুরের মকরমপুরে। গাড়িটিও আটক করা হয়েছে।” আজ রবিবার, বোলপুর আদালতে ধৃতকে তোলা হবে। বোলপুর পশু হাসপাতালে মৃত কুকুরটির ময়নাতদন্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ময়বাবু যাত্রীদের গাড়িতে নিয়ে বোলপুর স্টেশনে পৌঁছতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার একটি কুকুর তাঁর গাড়ির নীচে চাপা পড়ে বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পশু প্রেমী বলে পরিচিত উর্মিলা গঙ্গোপাধ্যায় চলে আসেন। স্টেশন ফেরত ওই গাড়ির চালককে তাঁরা আটকান। উর্মিলাদেবীর দাবি, “ওই চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য কুকুরটি মারা গেল। একজন মানুষকেও চাপা দিতে পারত।” তন্ময়বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
|
এলাকায় বাঘের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে! এই গুজবে শনিবার দুপুরে জলপাইগুড়ির সেনপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বনকর্মীরা জানান, দুপুরে সেনপাড়ার কালীতলায় একটি বড়মাপের বনবেড়াল ঢুকে পড়ে। অনেকে চিৎকার করেন। কয়েক জন বনবেড়ালটিকে বস্তা চাপা দিয়ে রাখেন। বনকর্মীরাও জাল নিয়ে এলাকায় পৌঁছন। বস্তা সরাতেই বেড়ালটি লাফিয়ে পালিয়ে যায়। |