টুকরো খবর |
ছেলেকে লুকিয়ে রেখে অপহরণের ‘নাটক’ বাবার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছেলেকে ‘অপহরণ’ করা হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বাবা। ‘অপহরণকারী’ হিসেবে চিহ্নিত করেছিলেন নিজের ভাইপোকেই। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অপহরণের বিষয়টি পুরোটাই সাজানো। বরং, বাবা-ই ছেলেকে লুকিয়ে রেখেছিলেন উত্তরপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে। এর পরই শনিবার সভাশঙ্কর যাদব নামে অভিযোগকারীকে আটক করেন হাওড়া গোলাবাড়ি থানার অফিসারেরা। পুলিশ জানায়, গত ১ নভেম্বর সালকিয়া রোডে বাড়ির সামনে থেকেই ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন সভাশঙ্কর যাদব। এর পর ওই মাসের ২৫ তারিখে ফের থানায় আসেন তিনি। সেই সময় পুলিশকে তিনি জানান, তাঁর ছেলে লবকুশ নিখোঁজ হয়নি। ভাইপো জটাশঙ্কর যাদব তাকে অপহরণ করেছে। তদন্তে নামে পুলিশ। কিন্তু জটাশঙ্করের খোঁজ মেলেনি। এর পর ১৯ জানুয়ারি পুলিশ খবর পায়, লবকুশকে উত্তরপ্রদেশের মির্জাপুরে একটি বাড়িতে দেখা গিয়েছে। পুলিশ সেখানে গিয়ে লবকুশকে নিয়ে আসে। শনিবার থানায় ডেকে পাঠানো হয় সভাশঙ্করকে। জিজ্ঞাসাবাদ করা হয় লবকুশকে। দু’জনের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। জেরায় ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন সভাশঙ্কর। কেন এই ‘নাটক’? অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) রশিদমুনির খান বলেন, “জমি নিয়ে বিবাদ ছিল সভাশঙ্কর ও জটাশঙ্করের পরিবারের মধ্যে। আক্রোশ মেটাতেই জটাশঙ্করকে ফাঁসানোর ছক করা হয়।”
|
রাহুলকে কালো পতাকা, গ্রেফতার
সংবাদসংস্থা • সোনভদ্র |
|
উত্তর প্রদেশের জারি গ্রামে দলীয় প্রচারে রাহুল। ছবি রয়টার্স |
কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে কালো পতাকা দেখালেন দুই যুবক। কেন্দ্রের ইউপিএ সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগানও দিলেন। আদিবাসী অধ্যুষিত দুদ্ধি এলাকায় আজ এক নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে। ঘটনার পরই উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়ে। তারা দুই যুবককে ধরে মারধর শুরু করে। ঘটনায় অজয়কুমার সিংহ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
আদিবাসী শিশুকে দিয়ে জুতোর ফিতে বাঁধালেন মন্ত্রী
সংবাদসংস্থা • ছিন্দওয়ারা |
জনসমক্ষে এক আদিবাসী শিশুকে দিয়ে জুতোর ফিতে বাঁধানোর অভিযোগ উঠল মধ্যপ্রদেশের সমবায়মন্ত্রী গৌরী শঙ্কর বিসেনের বিরুদ্ধে। অভিযোগ, একটি অনুষ্ঠান চলাকালীন দু’বার জুতোর ফিতে বাঁধানোর জন্য ছেলেটিকে ডাকেন তিনি। বিশেষত সংবাদমাধ্যমের উপস্থিতিতে এই ঘটনা ঘটায় অস্বস্তি আরও বেড়েছে মধ্যপ্রদেশ সরকারের। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথ। তাঁর উপস্থিতিতে এটি কী ভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনাটি তাঁর নজরে আসেনি। তবে, তাঁর মতে, ঘটনাটি নিঃসন্দেহে ‘নিন্দনীয়’। রাজ্য কংগ্রেস মুখপাত্র কে কে মিশ্র জানান তাঁরা বিসেনের অপসারণের দাবি জানাবেন।
|
অণ্ণা-সহযোগীদের লক্ষ্য করে জুতো
সংবাদসংস্থা • দেরাদুন |
টিম-অণ্ণার সদস্যদের লক্ষ্য করে জুতো ছুড়তে গিয়ে ধরা পড়লেন এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম কিষাণ লাল। বাড়ি দেরাদুনের প্রেমনগর এলাকায়। উত্তরাখণ্ডে টিম-অণ্ণার প্রচারের আজই ছিল প্রথম দিন। দেরাদুনের বেঙ্কটেশ্বর হলে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন অণ্ণা হজারের ঘনিষ্ঠ অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদী, মনীশ শিশোদিয়া প্রমুখ। দেরাদুনের পুলিশ সুপার জি এন গোস্বামী জানিয়েছেন, সভা চলায় সময়ই কিষাণ এক পাটি জুতো ছোড়ার চেষ্টা করে। তবে তার আগেই তাকে হাতে-নাতে ধরে ফেলা হয়। অণ্ণার ঘনিষ্ঠ কুমার বিশ্বাস গত কালই জানিয়েছিলেন, তাঁরা ভোটদাতাদের কাছে আবেদন জানাবেন, তাঁরা যেন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদেরই বেছে নেন এবং দুর্নীতিগ্রস্তদের বর্জন করেন। এই উদ্দেশ্যেই আজ প্রচার শুরু করে টিম-অণ্ণা।
|
বিপর্যস্ত ভূস্বর্গে পর্যটকদের উদ্ধারে সেনা
সংবাদসংস্থা • শ্রীনগর |
এক দিকে হাড়-কাঁপানো ঠান্ডা। সঙ্গে প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় জম্মু ও শ্রীনগরে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনতে আজ চালু করা হল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান পরিষেবা। শ্রীনগর বিমানবন্দরে আজ ৫৫০ জন যাত্রীকে নিয়ে এসে পৌঁছয় জম্মু থেকে আসা প্রথম বিমানটি। এর আগে গত ৯ এবং ১৩ জানুয়ারি রিয়াসি ও রম্বান এলাকায় খাদ্য শস্য ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের জন্য বায়ুসেনার সাহায্য নেওয়া হয়েছিল। অফিসাররা জানিয়েছেন আইএল-৭৬ ও এএন-৩২ বিমান দু’টিকে পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছে। বায়ুসেনার এই বিমানে ভাড়া ৫০০ টাকা হলেও সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছে বেসরকারি বিমান সংস্থাগুলি। ২৯০০ টাকার জম্মু-শ্রীনগরের টিকিট এখন বিক্রি হচ্ছে ৭০০০ টাকায়। ১১ দিন ধরে ৩০০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ ছিল। পুলিশ সূত্রে খবর, রাস্তা সাফ করে গাড়ি চলাচলের বন্দোবস্ত শুরু হয়েছে গতকাল থেকে।
|
ত্রিপুরায় ধৃত তিন জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ধরা পড়ল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটি (বিশ্বমোহন)-এর তিন সদস্য। গত কয়েক দিন ধরেই আসাম রাইফেলসের জওয়ানরা ছামনু এলাকার গোবিন্দবাড়ির জঙ্গলে অভিযান চালাচ্ছিল। তিন জঙ্গি পুষ্পকুমার জামাতিয়া (২৯), সরঞ্জয় রিয়াং (১৯) এবং রহঞ্জয় ত্রিপুরাকে (২২) ওই জঙ্গলে বৃহষ্পতিবার গভীর রাতে জওয়ানেরা সন্দেহজনক ভাবে ঘুরে বেড়াতে দেখে। তাদেরকে আটক করে তল্লাশি চালায়। আসাম রাইফেলসের দাবি, ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইনসাস রাইফেলের ৮ রাউন্ড কার্তুজ, কিছু বাংলাদেশি টাকা। পরে জওয়ানরা তাদের ছামনু থানায় নিয়ে আসে। রাজ্যের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
|
বাস-ট্রাক সংঘর্ষে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নগাঁওতে দুই ব্যক্তির মৃত্যু হল। জখমের সংখ্যা ১৭। পুলিশ জানায়, গত রাতে গোলাঘাট থেকে গুয়াহাটিগামী বাস খুটিকাটিয়ার কাছে উল্টোদিকের একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত ১৭ জনকে নগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
শুরু হল ত্রিপুরা কবিতা উৎসব
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
আজ থেকে শুরু হল তিন দিনের কবিতা উৎসব। অংশগ্রহণ করছেন বাংলাদেশ-সহ অসম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বহু বিশিষ্ট কবি। সুকান্ত অ্যাকাডেমি প্রেক্ষাগৃহে ‘আন্তর্জাতিক কবিতা উৎসব’-এর উদ্বোধন করলেন বাংলাদেশের কবি, সৈয়দ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
|
ইভ-টিজিং থেকে বাঁচতে গিয়ে মৃত ২
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইভ টিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী। এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দ এলাকায়। শনিবার দু’জন মোটরবাইক আরোহী দুই স্কুলছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে। তাদের হাত থেকে বাঁচতে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে মেয়ে দু’টি। কিন্তু উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাদের। ঘটনাস্থলেই মারা যায় দু’জন। দুর্ঘটনার পর ওই ট্রাক চালক এবং দুই বাইক আরোহী পালিয়ে যায়। তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
ধর্ষণের চেষ্টা
সংবাদসংস্থা • লখনউ |
নয় বছরের বালিকাকে স্কুলে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল অধ্যক্ষের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুক্তাপুরের ঘটনা। স্কুল চত্বরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে সে। অভিযুক্ত গ্রেফতার।
|
তৃষ্যা গাড়োরিয়াকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
|
ছবি: দেবাশিস রায় |
প্রজাতন্ত্র দিবসের সকালে ডিব্রুগড়ের শ্রীঅগ্রসেন স্কুলের ছাত্রী তৃষ্যা গাড়োরিয়ার ঠিকানা হবে প্রযত্নে প্রধানমন্ত্রী, রাজপথ, নয়াদিল্লি। সেদিন সকালে তৃষ্যাকে পাওয়া যাবে রাজপথে, প্রধানমন্ত্রীর ‘এনক্লোজার’-এ। সিবিএসই পরীক্ষায় দেশে প্রথম হন তৃষ্যা। প্রতিটি বিষয়েই একশোয় একশো পেয়েছিলেন তিনি। ক’দিন আগে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে তাঁকে প্রধানমন্ত্রীর এনক্লোজারে বসে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার আমন্ত্রণ জানানো হয়। |
|