পুলিশের হাতে ধরা পড়ল মাদক নিয়ন্ত্রণ শাখা (নার্কোটিক কন্ট্রোল ব্যুরো বা এনসিবি)-র হাত থেকে পালিয়ে যাওয়া এক মাদক পাচারকারী। তালতলা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে মহম্মদ শামিম নামে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বরে মাদক-সহ এনসিবি-র হাতে ধরা পড়ার পর শামিম পালিয়ে গিয়েছিল। এর পরে তার নামে ‘লুকআউট’ নোটিস জারি হয়েছিল। ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা ওই যুবককে শুক্রবার যখন ইমদাদ আলি লেন থেকে ধরা হয়, তখন অবশ্য তার কাছ থেকে কোনও মাদক মেলেনি।
|
সাবস্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ, রবিবার দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে সিইএসসি-র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুন্দরীমোহন এভিনিউ, গোরাচাঁদ রোড, ওস্তাগর লেন-সহ বেক বাগান রো, ঝাওতলা রোড -সহ বেশ কিছু অঞ্চলে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
|
শোভাবাজার মেট্রো স্টেশন লাগোয়া ঝুপড়িবাসী এক মহিলার শিশু চুরি গিয়েছে বলে অভিযোগ উঠল। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে রাজিয়া দেবী (২৫) নামে ওই মহিলা তাঁর মাস চারেকের ছেলেকে দুধ খাইয়ে ঘুমিয়ে পড়েন। কিছু ক্ষণ পরে ঘুম ভাঙলে দেখেন, শিশুটি নেই। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুকুর থানার পুলিশ। ওই মহিলার স্বামী দত্তাবাদে থাকেন। কিন্তু তাঁর বাড়িতে গিয়েও শিশুর খোঁজ মেলেনি। |