টুকরো খবর
এক্সইউভি-র বুকিং ফের শুরু মহীন্দ্রার
কলকাতা-সহ দেশের ১৯টি শহরে ফের ‘এক্সইউভি ৫০০’-গাড়িটির বুকিং শুরু করছে মহীন্দ্রা। এর আগে ৫টি শহরে এটির বুকিং শুরু হলেও চাহিদা মতো জোগান দিতে না-পারায় তা সাময়িক ভাবে স্থগিত রেখেছিল সংস্থাটি। আগামী ২৫ জানুয়ারি থেকে আরও ১৪টি শহরে দশ দিনের জন্য বুকিং শুরু করছে মহীন্দ্রা। কলকাতায় গাড়িটির দুটি মডেলের দাম পড়বে যথাক্রমে ১১.৩ লক্ষ টাকা ও ১২.৬৬ লক্ষ টাকা। তবে এই পর্যায়ে ৭২০০টির বেশি গাড়ির বুকিং নিতে চাইছে না সংস্থা। সীমিত উৎপাদন ক্ষমতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আশিস মালিক। যদি এর চেয়ে বুকিং বেশি হয়, তা হলে ‘লাকি ড্র’-এর মাধ্যমে ক্রেতা বাছাই করা হবে। বাকিদের অগ্রিম বাবদ জমা দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হবে। আশিসবাবু জানান, ডিসেম্বরে পুণের কাছে চাকন কারখানার উৎপাদন ক্ষমতা ৫০০টি বাড়ানো হয়েছে। জানুয়ারিতে তা আরও ৫০০ বাড়লে সার্বিক ভাবে মাসে ৩০০০টি গাড়ি তৈরি হবে সেখানে। আশিসবাবু বলেন, ‘মে মাসের মধ্যেই যাতে সকলের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া যায়, সে জন্যই ৭২০০টি বুকিং নেওয়ার কথা ভাবা হয়েছে।”

এ বার ছোট শিল্পের জন্য কমিটি রাজ্যে
বড় শিল্পের জন্য বিশেষজ্ঞ কমিটি আগেই গড়েছে নতুন সরকার। এ বার ছোট ও মাঝারি শিল্পের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গড়ার কথা ঘোষণা করল রাজ্য। ফেডারেশন অফ ইন্ডিয়ান মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ (এফআইএমএসএম আই) আয়োজিত ‘ইন্ডিয়া এমএসএমই সামিট’-এর মঞ্চে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি এ কথা জানান। ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ (ফসমি)-র প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য জানান, মূলত চারটি বিষয়ে তাঁরা মন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। যার মধ্যে রয়েছে, ছোট ও মাঝারি শিল্পের জন্য পরিকাঠামো গড়ে তোলা। সরকারি পরিকাঠামোর পাশাপাশি বেসরকারি পরিকাঠামোগুলির আইনি সমস্যা দূর করা। একই সঙ্গে রেল যন্ত্রাংশ তৈরির একটি পার্ক গড়ে তোলার দাবিও জানিয়েছেন তাঁরা। বিশ্বনাথবাবু বলেন, “বন্ধ কারখানার জমি নির্মাণ সংস্থার বদলে আমাদের জন্য বরাদ্দ করার অনুরোধ জানিয়েছি।” এফআইএমএসএমআই প্রেসিডেন্ট ভি কে অগ্রবালও জানান, রাজ্যে দ্রুত শিল্পায়নের লক্ষ্যে ছোট ও মাঝারি শিল্পের উন্নয়ন জরুরি।

বিএসএনএল কার্ড
গ্রাহকদের জন্য বিশেষ ‘ট্রাস্ট কার্ড’ আনল বিএসএনএল। আইটিজেড ক্যাশ কার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে এটি এনেছে সংস্থা। এর মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ, টেলিফোন, রান্নার গ্যাস, মোবাইলের প্রি-পেড বা পোস্ট-পেড বিল জমা দিতে পারবেন। পাশাপাশি ট্রেন বা বিমানের টিকিট, ডিটিএইচ বিলও মেটানো যাবে। ২৫০, ৫০০ এবং ১,০০০ টাকার কার্ড কেনা যাবে। একই কার্ড রিচার্জ করে বারবার ব্যবহারের সুযোগ রয়েছে। প্রাথমিক ভাবে কলকাতা, পুণে, চেন্নাই এবং চণ্ডীগড়ে এটি চালু করল তারা। এই সঙ্গেই কম্পিউটার বা ডেটা কার্ড ব্যবহারকারীদের জন্য ‘হ্যালো টিভি’ কার্ডও এনেছে তারা। যার মাধ্যমে ইন্টারনেটেই টিভি দেখা যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.