টুকরো খবর |
কবিতা-কাণ্ড, শামুকতলায় প্রতিনিধিদল |
নিজস্ব প্রতিবেদন |
শ্বশুরবাড়ির লোকেদের হাতে অত্যাচারিত বধূ কবিতা দেবনাথের ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে শামুকতলার ছোট চৌকিরবস গ্রামে যাচ্ছে সিপিএমের একটি প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার সাত সদস্যের সিপিএমের প্রতিনিধি দলটি ওই গ্রামে যাবে। তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গত ১৭ জানুয়ারি ঠিক কী হয়েছিল, সেই সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন। দলের মহাকালগুড়ি লোকাল কমিটির সম্পাদক শচীন রায় বলেন, “একজন গৃহবধূর উপর অমানুষিক অত্যাচার হয়েছে। এর নিন্দা করার ভাষা নেই। আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছি। আমাদের প্রতিনিধি দলটি বিস্তারিত খোঁজখবর নেবেন।” দলীয় সূত্রের খবর, সিপিএমের প্রতিনিধি দলে জলপাইগুড়ি জেলা কমিটির তিন সদস্য এবং আলিপুরদুয়ার ২ নম্বর জোনাল কমিটির চার সদস্য থাকবেন। পরে প্রতিনিধি দলের রিপোর্ট জেলা এবং রাজ্য কমিটিতে পাঠানো হবে। ওই ঘটনার সঙ্গে দলের এক যুব নেতার নাম জড়িয়ে পড়ায় খোঁজখবর নিতে শুরু করেছেন তৃণমূলের রাজ্য স্তরের নেতারাও। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী বলেন, “সংবাদপত্রের মাধ্যমে খবরটি শুনেছি। আমরা বিস্তারিত খোঁজখবর নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” এরই মধ্যে হাসপাতালে গিয়ে কবিতাদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক অমলকান্তি রায়। ওই মহিলার সঙ্গে কথাও বলেন মহকুমাশাসক। তিনি বলেন, “কবিতাদেবী আপাতত সুস্থ আছেন। তিনি আর বাড়ি ফিরতে চান না। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে হাতের কাজ শিখে ছেলেকে মানুষ করতে চান। সরকারিভাবে আলোচনা করে বিষয়টি ঠিক করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থার কথা বলছি।” কবিতাদেবী এবং তাঁর ছেলে জ্যোর্তিময়কে সরকারি হোমে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য মহকুমাশাসককে অনুরোধ করেছেন অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু। গত মঙ্গলবার কবিতা দেবনাথ নামে ওই গৃহবধূকে বাড়ির কয়েকটি সুপারি বিক্রি করার অপরাধে নির্মমভাবে মারধর করা হয়। তাঁকে অর্ধনগ্ন করে খুঁটিতে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ। মূল অভিযুক্ত ওই মহিলার খুড়শ্বশুরকে পুলিশ যাতে গ্রেফতার না করে সেই জন্য পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার নামেও।
|
সংসদে বামেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি মহিলা আইটিআই কলেজ নিজেদের দখলে রাখল এসএফআই। বৃহস্পতিবার ওই কলেজের ছাত্রী সংসদ নির্বাচনে ৮টি আসনের মধ্যে ৬টি পায় এসএফআই। শিলিগুড়ি আইটিআই কলেজ (মেনস্) অবশ্য এসএফআইয়ের হাত থেকে জিতে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ১৬টি আসনের মধ্যে ৯টি আসন পেয়ে এককভাবে আইটিআই কলেজ (মেনস্) দখল করেছে টিএমসিপি। টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “এই প্রথম আইটিআই-তে স্বচ্ছ নির্বাচন হয়েছে। মহিলা আইটিআইতেও আমরা ১টি আসন পেয়েছি। আর ভাল ফল কী কারণে হয়নি তা খতিয়ে দেখা হবে।” এসএফআইয়ের তরফেও শিলিগুড়ি আইটিআই কলেজে কী কারণে ফল খারাপ হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ দাস বলেন, “টিএমসিপি জোর করে ছাত্র সংসদ দখলের জন্য সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। আমাদের উপরে হামলাও হয়েছে। আইটিআই কলেজেও হুমকির মুখে পড়তে হয়েছে আমাদের সদস্যদের। তার পরেও ৩টি আসন আমরা পেয়েছি।” ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে এক সপ্তাহ ধরেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শিলিগুড়ি কলেজ ও সূর্য সেন কলেজে টিএমসিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি কলেজেই কড়া পুলিশি পাহারায় নিবাআচনের কাজকর্ম হচ্ছে। এ দিন শিলিগুড়ি কলেজ পরিদর্শনে যান দার্জিলিংয়ের পুলিশ সুপার আনন্দ কুমার। তিনি বলেন, “কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। হামলা বা মারধরের অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।” এ দিন শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি কমার্স কলেজে মনোনয়ন জমা দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি পলিটেকনিক কলেজ, মহিলা কলেজ, বাগডোগরা কলেজ এবং সূর্য সেন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। ৭ ফেব্রুয়ারি কমার্স কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “নিয়ম মেনে ছাত্র সংসদ নির্বাচন চলছে।” এদিন শিলিগুড়ি আইটিআই (মেনস্)-তে ১৬ আসনে ভোট হয়। টিএমসিপি ৯, ছাত্র পরিষদ ৪ ও এসএফআই ৩টি আসন দখল করে। মহিলা কলেজে ৮ আসনে ভোট হয়। এসএফআই ৬, টিএমসিপি ও নির্দল ১টি করে পায়।
|
নির্বাচনের ফল প্রকাশ দুই কলেজে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি মহিলা আইটিআই দখলে রাখল এসএফআই। বৃহস্পতিবার ছাত্রী সংসদ নির্বাচনে ৮ আসনের ৬টি পায় এসএফআই। শিলিগুড়ি আইটিআই কলেজ (মেন্স) এসএফআইয়ের থেকে জিতে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ত্রিমুখী লড়াইয়ে ১৬ আসনের মধ্যে ৯টি আসন পেয়ে এককভাবে আইটিআই কলেজ (মেন্স) দখল করেছে টিএমসিপি। টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “এই প্রথম আইটিআই-তে স্বচ্ছ নির্বাচন হয়েছে। মহিলা আইটিআইতেও আমরা ১টি আসন পেয়েছি। ভাল ফল কী কারণে হয়নি তা দেখা হবে।” এসএফআইয়ের তরফেও শিলিগুড়ি আইটিআই কলেজে কী কারণে ফল খারাপ হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ দাস বলেন, “টিএমসিপি জোর করে ছাত্র সংসদ দখলের জন্য সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। আমাদের উপরে হামলাও হয়েছে। আইটিআই কলেজেও হুমকির মুখে পড়তে হয়েছে আমাদের সদস্যদের। তার পরেও ৩টি আসন আমরা পেয়েছি।” ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে এক সপ্তাহ ধরেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শিলিগুড়ি কলেজ ও সূর্য সেন কলেজে টিএমসিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি কলেজেই কড়া পুলিশি পাহারায় নিবাআচনের কাজকর্ম হচ্ছে। এ দিন শিলিগুড়ি কলেজ পরিদর্শনে যান দার্জিলিংয়ের পুলিশ সুপার আনন্দ কুমার। তিনি বলেন, “কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। হামলা বা মারধরের অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।” এ দিন শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি কমার্স কলেজে মনোনয়ন জমা দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি পলিটেকনিক কলেজ, মহিলা কলেজ, বাগডোগরা কলেজ এবং সূর্য সেন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। ৭ ফেব্রুয়ারি কমার্স কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “নিয়ম মেনে ছাত্র সংসদ নির্বাচন চলছে।” এদিন শিলিগুড়ি আইটিআই (মেনস্)-তে ১৬ আসনে ভোট হয়। টিএমসিপি ৯, ছাত্র পরিষদ ৪ ও এসএফআই ৩টি আসন দখল করে। মহিলা কলেজে ৮ আসনে ভোট হয়। এসএফআই ৬, টিএমসিপি ও নির্দল ১টি করে পায়।
|
পুরসভার উদ্যোগে সাহায্য দান |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
শহরের বিভিন্ন এলাকার ৬১ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান দিল জলপাইগুড়ি পুরসভা। গত বছরই পুরসভার চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, নিজের মাসিক ভাতা না নিয়ে সেই টাকা দিয়ে দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করবেন। সেইমত চেয়ারম্যানের বার্ষিক ভাতা ৬০ হাজার টাকা দিয়ে শুরু হয় দুঃস্থদের সাহায্যের তহবিল। এই তহবিলে চেয়ারম্যান ছাড়াও বেশ কিছু শহরের বাসিন্দারাও অর্থ দিয়ে সাহায্য করেছেন। বৃহস্পতিবার পুরসভার ‘প্রয়াস হলে’ শহরের ২৫টি ওয়ার্ড থেকে বাছাই করা ৬১ জন ছাত্রছাত্রীকে ওই সাহায্য করা হয়। পঞ্চম শ্রেণি থেকে কলেজ পড়ুয়ারা অবধি ওই তালিকায় রয়েছে। স্কুল পড়ুয়াদের দু হাজার টাকা এবং কলেজ পড়ুয়াদের তিন হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়। পুরসভা চেয়ারম্যান মোহন বসু বলেন, “শহরের পরিষেবা বা পরিকাঠামো উন্নয়ন শুধু নয়। শিক্ষার ক্ষেত্রেও পুরসভার দায়িত্ব রয়েছে। প্রতিবছর এই আর্থিক সাহায্য করা হবে।” অনুষ্ঠানে চেয়ারম্যান মোহনবাবুকে পুরসভার কাউন্সিলারদের তরফে সংবর্ধনা দেওয়া হয়। এদিন মোহনবাবুর চেয়ারম্যান পদে থাকার ৬ বছর পূর্ণ হল।
|
খুনের দায়ে যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। বৃহস্পতিবার জেলা আদালতের অতিরিক্ত জেলা জজ (ফাস্ট ট্র্যাক, সেকেন্ড কোটর্র্) স্বদেশরঞ্জন রায় ওই রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে গয়েরকাটার বাসিন্দা রমেশ লোহারের বিরুদ্ধে প্রতিবেশী যুবক নানকা রায়কে ধারাল অস্ত্র দিয়ে খুনের অভিযোগ ওঠে। গত ১৭ জানুয়ারী অভিযুক্ত রমেশ লোহারকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন রায় ঘোষণা হয়। রমেশ লোহারের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী প্রতীকলাল ঝাঁ বলেন, “খুনের অভিযোগ প্রমান হওয়ায় রমেশ লোহারকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন বিচারক।”
|
বচসা থেকে গুলি |
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
পান কেনা নিয়ে বচসার জেরে গুলি ছোড়ার অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত এক জওয়ানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের বীরপাড়ায়। কেউ জখম হননি। কয়েকজন যুবক ওই ব্যক্তিকে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম হরেরাম সিংহ। তাঁর বাড়ি বিহারের মজফ্ফপুর গ্রামে। তিনি বীরপাড়ায় কাজে এসেছিলেন। |
|