সরকার শ্রমিক ইউনিয়নের অধিকার মানছে না বলে মহাকরণে গিয়ে অভিযোগ করলেন রাজ্যের বিভিন্ন পরিবহণ নিগমের কর্মী সমিতির তিন বাম নেতা। নিগমের বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার ওই তিন নেতা পরিবহণসচিব বি পি গোপালিকার সঙ্গে কথা বলেন। তাঁরা মুখ্যমন্ত্রীকে লেখা একটি স্মারকলিপিও দেন। এ দিন সিএসটিসি, সিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসি এবং পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগম এই পাঁচ নিগমের কয়েক হাজার শ্রমিক-কর্মী রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বার করেন। এর ফলে মধ্য কলকাতায় যানজট হয়, মার খায় সরকারি বাস পরিষেবাও। রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে সিপিএম নেতারা রাজ্য সরকারের পরিবহণ-নীতির সমালোচনা করেন। পরে তিন নেতা দেখা করেন পরিবহণসচিবের সঙ্গে। পরিবহণসচিব তাঁদের জানান, রাজ্য সরকার ভর্তুকি দেবে না। তিনি বলেন, “খরচ কমিয়ে পরিষেবা দেওয়ার ব্যাপারে আপনাদেরও চেষ্টা চালাতে হবে।”
|
চালু হচ্ছে বিধাননগর ও ব্যারাকপুর কমিশনারেট। আজ, শুক্রবার এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে লেকটাউনে এক অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট জনকে সংবর্ধনা জানানো হবে। বিধাননগরের কমিশনার হচ্ছেন রাজীব কুমার এবং ব্যারাকপুরের কমিশনার হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরে এ নিয়ে চারটি কমিশনারেট তৈরি হল। প্রথম দু’টি হয়েছে হাওড়া ও আসানসোলে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর পরে শিলিগুড়ি ও হলদিয়াতেও কমিশনারেট তৈরি হবে। তা হলে রাজ্যের শিল্পাঞ্চল এলাকাও কমিশনারেটের আওতায় চলে আসবে। |