টুকরো খবর
খুনে যাবজ্জীবন
শফিজুল শেখ নামে এক কিশোরকে খুনের অভিযোগে বেলডাঙার ইনসার শেখ, ফড়িং শেখ ও নুর মহম্মদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জেলা অতিরিক্ত দায়রা বিচারক দ্বিতীয় ফাস্ট ট্রাক কোর্টের আতাউর রহমান বৃহস্পতিবার ওই সাজা দেন। ওই মামলার সরকারি আইনজীবী উৎপলকুমার রায় বলেন, “১১ বছর আগের ওই ঘটনায় ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় বুধবার দোষী সাব্যস্ত করে বিচারক এ দিন তিন জনের কারাদণ্ড দেন। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।” পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে শফিজুল শেখের বাবাও দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন। সেই সময়ে খুনের ঘটনায় ওই তিন জন জড়িত বলে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়। এরপরে ২০০১ সালে বেলডাঙা থানার বেগবেড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা ১৬ বছরের শফিজুলকে গুলি করে খুন করে কয়েক জন দুষ্কৃতী। সেই সময়ে ওই কিশোরের পরিবারের তরফে ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়। শফিজুলের পরিবারের দাবি, বাবার খুনের বদলা নিতে পারে, এই আশঙ্কায় ওই কিশোরকে খুন করা হয়েছে। ওই কিশোরকে গুলি করার সময়ে তার দিদিমা পারুল বেওয়া ঘটনাস্থলে ছিলেন। প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর সাক্ষ্য ওই মামলায় খুবই কাজে লাগে বলে সরকারি আইনজীবী জানান।

নির্মল-অপহরণ নিয়ে ধোঁয়াশা
তাঁর চোখ বাঁধা থাকত সব সময়। আগাগোড়া আগ্নেয়াস্ত্রও ঠেকানো ছিল মাথায়। চিৎকার করলেই মেরে ফেলার হুমকি দিত অপহরণকারীরা। বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে দাঁড়িয়ে এ কথাই বললেন কুপার্স ক্যাম্পের বাসিন্দা কুয়েত প্রবাসী নির্মল বাইন। রবিবার রাতে কুপার্স থেকে দমদম বিমানবন্দর কর্মস্থলে ফিরে যাওয়ার উড়ান ধরতে যাওয়ার পথে অপহৃত হয়েছিলেন তিনি বলে থানায় অভিযোগ করেছিলেন নির্মল। সরস্বতী পুজোর চাঁদা চাওয়ার নাম করে জনা কয়েক যুবক গাড়িত উঠে চালক ও নির্মলবাবুর বন্ধু বিপ্লববাবুকে মাঝপথেই নামিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপরেই তাঁর চোখ বেঁধে দেওয়া হয়েছিল। বুধবার সকালে বাড়ি ফিরে আসেন নির্মল। তিনি জানান, কিছুটা যাওয়ার পরে ওই দুষ্কৃতীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তোলে। অপহরণকারীদের দু’জন সব সময়েই তাঁর পাশে বসে থাকত। নির্মলবাবু বলেন, “ওরা বেশ কয়েক জন ছিল। এক জন ছাড়া সবাই বাংলাতেই কথা বলত। মাঝে মাঝে মোবাইলেও কথা বলত ওরা। ওদের কথায় মনে হচ্ছিল, আমাকে ভুল করে ধরে নিয়ে গিয়েছিল ওরা। ওরা আমাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। বুধবার দুপুরে গয়েশপুরের কাছে একটা জায়গায় নিয়ে এসে আমার চোখ খুলে দেয়। সঙ্গে একটাও পয়সা ছিল না। এক জনের কাছ থেকে দশটা টাকা নিয়ে কল্যাণী স্টেশনে আসি।” রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “কেন তাঁকে অপহরণ করা হল তা এখনও তা পরিষ্কার নয়। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ওঁর পরিবারের সকলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বোমা উদ্ধার
শহরের জনবহুল এলাকা থেকে একটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বউবাজারের দ্বিজেন্দ্রলাল রায় রোডের পাশের একটি পাঁচিলের উপরে বোমাটি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। আপাতত বোমাটি বালির বস্তা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছএ বম্ব স্কোয়াডকেও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই এলাকারই একটি চায়ের দোকানের তালা ভাঙার চেষ্টা করে জনা কয়েক দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা চুরির ঘটনা টের পেয়ে সেখানে গিয়ে আওয়াজ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বোমাটি ওই দুষ্কৃতীরাই ফেলে গিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বাস ধমর্ঘট
রাস্তা সংস্কার ও অন্যা দাবিতে বাসকর্মীরা শুক্রবার পাঁচটি রুটে ধর্মঘটের ডাক দিয়েছে। ওই দিন কৃষ্ণনগর, ভাজনঘাট, খালবোয়ালিয়া, শিমুলিয়া, গেদে, বার্নপুরের ৪৬টি বাসই বন্ধ থাকবে। ধর্মঘট সমর্থন করছেন বাস মালিকেরাও। নদিয়া জেলা বাস মালিক সমিতির সহ-সম্পাদক অসীম দত্ত বলেন, “ওই রাস্তার অবস্থা খুবই বিপজ্জনক। প্রশাসনকেজানিয়ে লাভ হয়নি। কৃষ্ণনগর সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “বাসকর্মী ও মালিকদের সঙ্গে আলোচনা করা হবে।”

কোয়ার্টারে মিলল আইসি-র মৃতদেহ
থানা চত্বরে নিজের কোয়ার্টারেই পাওয়া গেল মুর্শিদাবাদ থানার আইসি ইন্দ্রজিৎ কুণ্ডুর (৪৮) দেহ। বৃহস্পতিবার দুপুরে সহকর্মীরা দরজা ভেঙে দেহ উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়ে দেন, ঘণ্টা তিনেক আগেই মারা গিয়েছেন ওই পুলিশ অফিসার। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ইন্দ্রজিৎবাবু। তবে ময়নাতদন্তের পরেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।”

প্রতিবাদ মিছিল
জলসা-কাণ্ডে ধৃত রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য আনন্দ দে সহ অন্যদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার রানাঘাটে মিছিল করল কংগ্রেস। এলাকার চৌরঙ্গি মোড় থেকে মিছিল বেরিয়ে স্টেশন মোড়ে শেষ হয়। প্রদেশ কংগ্রেসের সদস্য দুলাল পাত্র বলেন, “আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবং মানুষের নিরাপত্তার দাবিও এই মিছিলে করা হয়েছে।” গত রবিবার রাতে একটি জলসার মধ্যে তিন জনকে খুন করা হয়।

বাড়িতে চুরি
জেলা পরিষদ সদস্য মনোজ বিশ্বাসের বাড়িতে বুধবার রাতে চুরি হয়। চাপড়ার রাঙিয়ারপোতার ওই বাড়ি থেকে সোনা ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।

নতুন প্রধান
রানিনগরের নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের অসিত দাস। বুধবার অসিতবাবু সিপিএম প্রধান নবকুমার দাসকে আস্থা ভোটে ১১-৬ ব্যবধানে হারান।

মদ উদ্ধার
কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে বুধবার রাতে ২৫ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.